বগুড়ায় স্বাধীনতা দিবস উদযাপন

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 26 March 2018, 12:57 PM
Updated : 26 March 2018, 12:57 PM

মহান স্বাধীনতা দিবসে বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উদযাপনের কিছু আলোকচিত্র।

জাতীয় পতাকা উত্তোলনের আগমুহুর্তে, মঞ্চে বগুড়ার শ্রদ্ধেয় জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী স্যার এবং শ্রদ্ধেয় পুলিশ সুপার আলী আশরাফ স্যার।

জাতীয় পতাকা উত্তোলন করছেন বগুড়া জেলা প্রশাসক এবং পুলিশ সুপার

কুচকাওয়াজে অংশগ্রহণকারী দল পরিদর্শন করছেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়

স্বাধীন দেশের পতাকা নিয়ে ছুটছে তরুণের দল

স্বাধীন বাংলার পতাকা হাতে আমাদের বীর সন্তানেরা

হানাদার বাহিনীকে মুক্তি বাহিনীর আক্রমণ

দেশটা স্বাধীন না হলে কি আজ ওরা লাল-সবুজের জাতীয় পতাকা হাতে এভাবে ছুটতে পারতো?

সালাম জানাই বাংলার দুই লক্ষ কিংবা তারও বেশি মা-বোনের প্রতি, যারা নিজেদের সবটুকু বিসর্জন দিয়ে আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ভাষায় – 'ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা।'

https://www.youtube.com/watch?v=6zNcdQaOMeQ&feature=youtu.be

স্বাধীনতার উচ্ছ্বাস প্রাণে

সাদা কাপড়ে বাংলার বিধবা নারীর ত্যাগ আমরা ভুলবো না কোনোদিন

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজে সেজেছে এক তরুণী


স্বাধীন দেশের পতাকা

পাক বাহিনীর নির্মমতা

সালাম জানাই ৩০ লক্ষ কিংবা তারও বেশি শহীদদের প্রতি, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে আমাদের উপহার দিয়েছেন একটি স্বাধীন দেশ। কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ভাষায় –  'স্বাধীনতা- সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল।'

কুচকাওয়াজের জন্য প্রস্তুতি

https://www.youtube.com/watch?v=qZGy5zsqj9c&feature=youtu.be

জয় বাংলা, বাংলার জয়!

তরুণী সেজেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?

যার চলে যায় সেই বোঝে হয়! বিচ্ছেদে কি যন্ত্রণা…

এই ছবিটা পোস্ট করার সময় খানিক ভাবলাম। এরা আমাদের নতুন শত্রু নয়, 'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন।'

আসুন আমরা সবাই এক হয়ে, এই শত্রুদের মোকাবিলা করি। জয় আমাদের হবেই। জয় হোক বাংলার! জয় হোক বাঙালির।

আলোকচিত্রী: নাভিদ ইবনে সাজিদ নির্জন
ভিডিও: নাভিদ ইবনে সাজিদ নির্জন