মরে যাচ্ছে বগুড়ার করতোয়া নদী

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 13 Sept 2018, 11:52 AM
Updated : 13 Sept 2018, 11:52 AM

করতোয়া নদী মরে যাচ্ছে আর  আমরা চেয়ে চেয়ে দেখছি। নদীটা দখলে নিয়ে কেউ ঘর বানাচ্ছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান খুলে বসেছে। এমনকি মসজিদ আর মন্দিরও নির্মাণ করা হয়েছে। নদী দখলের এই দৌড়ে বাদ যায়নি হাসপাতালের মত প্রতিষ্ঠানও।

'ডাস্টবিন' বানানোর চর্চায় রেহাই দেওয়া হয়নি করতোয়া নদীকেও। প্রতিদিন করতোয়াতেই ফেলা হয় বগুড়ার বর্জ্য।

পৌরাণিক কিংবদন্তিতে করতোয়ার সৃষ্টি নিয়ে বলা হয়েছে, হিমালয় কন্যা পার্বতীকে বিয়ে করার সময়  হিন্দু দেবতা শিবের হাতে ঢালা জল থেকে জন্ম নিয়েছিল করতোয়া। বাংলাদেশ-ভারতের  আন্তঃসীমান্ত এই নদীটি  এক সময় গঙ্গার চেয়ে বড় ছিল বলে ইতিহাসে তথ্য পাওয়া যায়। এককালের  স্বচ্ছ জলের এই নদীটি এখন রাস্তার পাশের একটি ড্রেনে পরিণত হয়েছে।