আলোকচিত্রে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 11 Nov 2018, 11:57 AM
Updated : 11 Nov 2018, 11:57 AM

উত্তরবঙ্গের শিল্প ও বাণিজ্যিক শহর বগুড়া। ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বগুড়া হয়ে যেতে হয় বলে এই জেলাটি  উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে  পরিচিত। আলোকচিত্রে ধরা দিয়েছে প্রাচীন শহর বগুড়ার  বিভিন্ন মোড় ও স্থাপনা।

বীরশ্রেষ্ঠ চত্বর (সাতমাথা)

বগুড়া জেলখানা মোড়

শহীদ হিটলু সড়ক

সোনালী ব্যাংক বগুড়া কর্পোরেট শাখার সামনে

শহীদ খোকন পৌর শিশু উদ্যান

জানে-সেবা জামে মসজিদের পাশে

২০ নম্বর ওয়ার্ড, ধাওয়াপাড়া, বসুন্ধরা এলাকায়

পাঁচ তারকা হোটেল 'মম ইন'

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

নবাববাড়ি সড়ক

চাষী বাজারের পাশে

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

বগুড়া রেলওয়ে স্টেশন

বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ

ফতেহ আলী বাজারের পাশে

মহাস্থানগড়

বগুড়া মহাস্থানগড়ে দর্শনার্থীদের বসার জায়গা

সন্ধ্যায় সাতমাথা বীরশ্রেষ্ঠ চত্বর 

প্রেম যমুনার ঘাট, সারিয়াকান্দি

যমুনা নদীর পাশে, মথুরাপাড়া, সারিয়াকান্দি

সারিয়াকান্দির দেবডাঙ্গায়