নতুন বই হাতে নতুন স্বপ্ন চোখে শিশুরা

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 7 Jan 2019, 11:21 AM
Updated : 7 Jan 2019, 11:21 AM

নতুন বছরের প্রথম দিনই দেশের সকল স্কুলে বই উৎসবের মাধ্যমে এবার নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি পাঠ্যপুস্তক তুলে দিয়েছে সরকার। আর নতুন  বই হাতে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা।

বই উৎসবে মেতে উঠেছিল বগুড়ার সারিয়াকান্দির দেবডাঙ্গা গ্রামের শিশুরাও। আমার ক্যামেরায় আটকে নিলাম সেইসব অসাধারণ মুহূর্ত।

পৌষের সকালের মিষ্টি রোদে বসে নতুন বইয়ের রঙিন ছবিগুলো ছুঁয়ে দেখছে শিশুটি। নতুন বছরে তার জন্য এর চেয়ে ভালো উপহার যেন আর হয়না।

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিশুটি ভীষণ খুশি। এবার সারা দেশে চার কোটি ৪২ লাখ চার হাজার ১৯৭ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়েছে সরকার।

২০১০ সাল থেকে টানা পালিত হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের এই কার্যক্রম।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত আট বছরে  প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২২৫ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৭৫০টি বই ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে।