ব্রহ্মপুত্রের শাখা যমুনা দেশের প্রধান তিনটি নদীর একটি। আদালতের রায়ে দেশের সকল নদীকে ‘লিগ্যাল পারসন’ ঘোষণার পর যমুনাও এখন একটি জীবন্ত সত্তা।
শীতকালে যমুনা নদীর নাব্যতা সংকট দেখা দেয় বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা যমুনায়। নদীতে জেগে ওঠে বালুচর। তবে আষাঢ় এলেই নদী বাড়বে পানির প্রবাহ।
এই নদীতে প্রাণ ফিরে এলেই চাঞ্চল্য বেড়ে যায় গ্রামের মানুষের মাঝেও।









ফারদিন ফেরদৌস বলেছেনঃ
বাহ! মনোমুগ্ধকর!
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
প্রিয় ফেরদৌস ভাই, আপনার মন্তব্যে আমি ভীষণ অনুপ্রাণিত হই। বসন্তের অগ্রিম শুভেচ্ছা, ভালো থাকবেন ভাই।
মনির হোসেন মমি বলেছেনঃ
দারুণ সব ছবি যেখানে গ্রাম বাংলার প্রকৃত মুখটি দেখতে পেলাম।
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
অসংখ্য ধন্যবাদ প্রিয় মনির ভাই
মোহাম্মদ আয়নাল হক বলেছেনঃ
বাহ্, সত্যিই খুব অসাধারণ, গ্রাম বাংলার প্রকৃতির মুখ গুলো দেখে
নাভিদ ইবনে সাজিদ নির্জন বলেছেনঃ
ধন্যবাদ প্রিয় অয়নাল ভাই