নদীর নাম বাঙালি

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 10 March 2019, 11:52 AM
Updated : 10 March 2019, 11:52 AM

উত্তরের নদী বাঙালি বয়ে চলেছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার মধ্য দিয়ে।

শুষ্ক মৌসুমে পানি কম থাকায় হেঁটেই নদী পার হচ্ছেন দুজন স্থানীয় মহিলা

সারিয়াকান্দি উপজেলার মাছিরপাড়া এলাকায় বাঙালি নদীর ওপরে নির্মিত সেতু

নদীর চরের সবুজ ঘাসগুলো কেটে এনে দুগ্ধবতী গাভীকে খাওয়ানো হয়। দুজন শিশু ঘাসের বস্তা কাঁধে নিয়ে নদী পার হচ্ছে।

 নৌকা দিয়ে বৃদ্ধ মাঝি

নৌকায় নদী পার হচ্ছেন স্থানীয় মানুষজন