রোগী সংকুলানে হিমশিম বগুড়ার শজিমেক হাসপাতাল

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 19 April 2019, 12:54 PM
Updated : 19 April 2019, 12:54 PM

ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি  রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)।

অন্যদিকে রোগীদের  সরকারি সেবা না দিতে পারাসহ ডাক্তারদের অবহেলার অভিযোগ করছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।

৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে প্রতিদিন এক হাজার থেকে ১২০০ রোগী ভর্তি থাকে বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের মেঝেতে নোংরা পরিবেশে  থাকতে হয় রোগীদের।

হাসপাতালের লিফটের সামনেও রোগীদের বিছানা

হাসপাতালের বারান্দায় অথবা যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই রোগীর ভিড়

রোগীদের ভিড়ে হাসপাতালের ভিতরের চলাচলের পথও বন্ধ প্রায়

হাসপাতালের সামর্থের দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় সরকারি ঔষধ এবং অন্যান্য সেবা এই রোগীদের বিতরণ করতে গিয়ে বেকাদায় পড়তে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এত অধিক সংখ্যক রোগী দেখে কুলিয়ে উঠতে পারছেন না চিকিৎসকরাও।

৫০০ শয্যা থেকে ৭৫০ শয্যায় উন্নীত করার বিষয়টিও প্রক্রিয়াধীন থাকলেও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ফিরে আনতে কমপক্ষে এক হাজার শয্যার প্রয়োজন বলে দাবি করছে হাসপাতাল সংশ্লিষ্টদের অনেকেই।

বগুড়ার এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রত্যাশা, স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে হাসপাতালটির উন্নয়নে সরকার আগ্রহী হবেন।