করোনাভাইরাস: লকডাউনে ফাঁকা বগুড়ার সড়ক

নাভিদ ইবনে সাজিদ নির্জননাভিদ ইবনে সাজিদ নির্জন
Published : 2 April 2020, 07:24 PM
Updated : 2 April 2020, 07:24 PM

করোনাভাইরাসে  সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলছে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। ঘরবন্দি রয়েছে অনেকেই। অনেক এলাকাই লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বগুড়াতেও জনসাধারণের চলাচলে  এসেছে সীমাবদ্ধতা।

বগুড়ার সব পার্ক বন্ধ রাখা হয়েছে। শহীদ খোকন পৌর শিশু উদ্যানের প্রধান ফটকেও ঝুলছে তালা।

বগুড়ার সবচেয়ে ব্যস্ততম স্থান সাতমাথা। সাতটি রাস্তা এসে মিলেছে এখানে। অনেকে বলে থাকেন, সাতমাথা কখনো ঘুমায় না। ভিড়ভাট্টা এখানে নিত্যদিনের চিত্র ছিল কিছুদিন আগেও।  কিন্তু করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের প্রভাব পড়েছে এই সড়কেও। গুটিকয়েক দোকান খোলা থাকলেও যানবাহন চলছে না তেমন একটা; কমে এসেছে মানুষের পদচারণাও।

বগুড়া জলেশ্বরীতলায় অনেক পরিচিত ব্র্যান্ডের আউটলেট রয়েছে। আগে কেনাকাটায় মুখরিত থাকতো এই গলি। এখন বেশিরভাগ দোকান বন্ধ থাকায় এই গলিতে শুধুই নিরবতা।

করোনাভাইরাস থেকে নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে সবাইকেই ঘরে থাকতে উদ্বুদ্ধ করা হচ্ছে। কিন্তু যিনি গৃহহীন তিনি কোথায় যাবেন? বিশ্বে করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছেন বয়স্করাই বেশি। গৃহহীন এই বৃদ্ধকে অবশ্য সড়কেই ঘোরাফেরা করতে হয়; ঘুমাতে হয়। দুপুরে কোনো এক ট্রাফিক ছাউনিতে বসে খাওয়াটা সেরে নিতে হয়।