ঘুরে এলাম জাফলং

নয়ন কুমার
Published : 9 Dec 2017, 01:50 PM
Updated : 9 Dec 2017, 01:50 PM

জাফলং, বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত যা সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওপারে খাসিয়া জৈন্তা পাহাড়, এপারে নদী। পাহাড়ের বুক চিড়ে বয়ে চলছে ঝর্ণা, আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো নানা রঙের নুড়ি পাথর। দূর থেকে তাকালে মনে হবে আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ের গায়ে নরম তোলার মতো ভেসে বেড়াচ্ছে মেঘরাশি।

মাত্র দুই দিনের জন্য নভেম্ববরে পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলাম জাফলং। ফিরে আসতে মন চায়নি। কিন্তু আসতে হয়েছিল। জাফলং এর প্রেমে পরে এই নিয়ে তিনবার গেলাম।

ভিডিওতে চেষ্টা করছি সব রকম তথ্য দিতে।

ধন্যবাদ সবাইকে . . . .