১৯৭১ সালে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপের সংক্ষিপ্ত বর্ণনা (পিডিএফ লিংক)

নাঈমুল হোসেন চৌধুরী
Published : 15 Dec 2011, 01:25 PM
Updated : 15 Dec 2011, 01:25 PM

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। বাঙালী জাতির ইতিহাসে স্মরণীয় একটি দিন। এটি একই সাথে আনন্দের ও বিষাদেরও বটে। আনন্দের এই কারণে যে, দীর্ঘ নয় মাস পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর তথা রাজাকার, আল-বদর, আল-শামস দের বিরুদ্ধে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের পর আমরা বাংলাদেশ নামের একটি নতুন দেশ পেয়েছিলাম। বিষাদের এই কারণে যে, এই নতুন দেশের বিনিময়ে আমাদের হারাতে হয়েছে অগণিত মা-বোনের সম্ভ্রম, শীর্ষস্থানীয় বুদ্ধিজীবিসহ লাখো শহীদের প্রাণ, যার ক্ষতি কোনদিন পূরণ হওয়ার নয়। বিজয়ের ঠিক প্রাক্কালে রাজাকার,আল-বদর,আল-শামস সহ পাকিস্তানী সেনাদের এদেশীয় দোসরের সন্মিলিত নারকীয় হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুন্ঠন, অগ্নিসংযোগ ইত্যাদির ফলে বিজয়ের মূহুর্তে হয়ে পড়েছিল একেবারে সহায়সম্বলহীন, অভিভাবকহীন। সীমাহীন এই ক্ষতির পেছনে যেসমস্ত মুক্তিযুদ্ধবিরোধী যুদ্ধাপরাধীদের হাত ছিল, তাদেরই কিছু অংশের বর্ণনা একটি ইংরেজী ওয়েবসাইট থেকে বাংলায় অনুবাদ করেছিলাম সিরিজ আকারে কয়েক বছর আগে সামহোয়্যারইনব্লগে। স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে সেই সিরিজটির পিডিএফ লিংকটা এখানে সবার সাথে শেয়ার করছি। আশা করছি এই লেখাগুলো পড়ে পাঠকরা কিছুটা হলেও জানতে পারবেন, কতটা নরপিশাচ ছিল তারা, নিজের দেশকে শত্রুদের হাতে তুলে দিতে যাদের বিন্দুমাত্র বিবেকের দংশন হয়নি।

বিজয়ের ৪০ বছর পূর্তিতে বাংলাদেশের সকল জনগণ (যারা দেশের স্বাধীনতার পক্ষে)-কে জানাই আন্তরিক শুভেচ্ছা।