অতীত থেকে ভবিষ্যতের পথে

বাংলাদেশ_শান্তিবাদী_দল
Published : 25 July 2011, 04:01 PM
Updated : 25 July 2011, 04:01 PM

অনেকে এ আমার নাম দেখে হাসবেন , ভাববেন পাগল কোথাকার | আমরা আসলে পাগল, স্বাধীনতার এতগুলো বছর পর হয়ে গলো, কিন্তু আমরা এখনও জানি না যে স্বাধীনতার ঘোষক কে! কারণ আমরা নতুন প্রজন্ম | আমরা স্বাধীনতা দেখি নাই | আর স্বাধীনতা কোনও নাটক না যে ক্যামেরা বন্দী করে রাখা হয়েছে| কিন্তু, নিজের দেশের ইতিহাস জানা উচিত | কিছুই জানি না তা না, কিন্তু আর জানতে চেয়েছিলাম | আপনারা যারা মুরুব্বি তাদের জন্য জানতে পারি নাই | সত্য আপনারা জানেন , কিন্তু আমাদের জানান নাই….হয় তো প্রয়োজন মনে করেন নাই | এটা কি আমাদের দোষ? একজন বলেন বঙ্গবন্ধুর কথা, আর বলেন জিয়াউর রহমান এর কথা | আমরা যাবো কোনদিকে?? ঐটা তো তাইলে ধর্মের মত হয়ে গেল | পুরা বিশ্বাস | যার যেটা ভাল মনে হয় সেটাই মান উচিৎ??

কথা হল, আওয়ামি লীগ বলে জিয়াউর রহমান ভুয়া, সে যুদ্ধ এ করে নাই, বিএনপি বলে যে মুজিব বাংলার ফেরাউন, ধিক আমাদের উপর, আমরা নিজেদের অতীত নিয়ে আমরা এ বিভ্রান্ত | কত বাজে কথা বলি একে ওপর কে |

আমরা জানি—–
শেখ মুজিব ছিলেন বাংলার অবিসংবাদী নেতা..।

আমরা জানি—–
জিয়াউর রহমান দেশের জন্য অনেক করেছেন.।

আমরা জানি না—–
সত্য কোনটা, কে স্বাধীনতা ঘোষণা করেছেন ।

কিন্তু অতটুকু জানি —-
দুই জন এ ছিলেন অনন্য ।

জানি—-
কেউ ফেরেশতা না । সবার এ ভুল আসে । দুইজন এ কোনও না কোনও ভাবে বিতর্কিত ।

কিন্তু, সব থেকে বড় কথা হল ::::::: ঐ বিতর্ক আর কত দিন?? কত দিন আমরা অতীত এ পড়ে থাকবো?? বাংলাদেশ তো উন্নতি করে না শুধু ঐ কারণে, জিয়া আর মুজিব নিয়েই আমরা মত্ত ।

সবচে বড় সত্য হল ::::::: বাংলাদেশ এখন স্বাধীন , আমাদের দেশ গড়ার কাজ করতে হবে । অতীত শিক্ষা দেয় , এবং সেই শিক্ষা নিয়ে ভবিষৎ এর দিকে এগিয়ে যেতে হবে। অতীতে পড়ে থাকলে হবে না ।

ধন্যবাদ ।