সড়ক দুর্ঘটনা: আমাদের করনীয় কী??

বাংলাদেশ_শান্তিবাদী_দল
Published : 28 July 2011, 11:21 AM
Updated : 28 July 2011, 11:21 AM

আমাদের তো প্রতিদিন শোক দিবস পালন করা উচিত্‍ । নাহ, আমরা আসলে জাতীয় জীবনে এত শোকাহত হয়েছি যে আর কোনও শোক আমাদের কাবু করতে পারে না। প্রতিদিন পেপার এ সড়ক দুর্ঘটনায় নিহতের রিপোর্ট আসে,কিন্তু প্রতিকারের বিষয়ে বলতে গেলে সবাই বলে সচেতনতার অভাব। হে , ঐটা ঠিক আছে , সচেতন হলে এত গুলা জীবন অকালে হারিয়ে যায় না। কিন্তু, শুধু কি সচেতনতাই দরকার? আমি তো মনে করি এর পাশাপাশি আমাদের আর কিছু যোগ করতে হবে। ওয়ান ওয়ে রোড এই শুধু বড় ধরনের দুর্ঘটনা গুলা হয় ।


সরকার যানজট নিরসন নিয়ে কাজ করে, ফ্লাইওভার করে, ফুট ওভার বানায় কিন্তু ঐগুলো সব সময় বাঁচানোর জন্য । এখন , সময়ের থেকে কি তাইলে জীবনের মূল্য কম?? মানুষ কি শুধু ঢাকা শহরে এ বসবাস করে? আমাদের সব সরকারই মূলত ঢাকাকে উন্নত করতে চায়, দেশকে না। যা কিছু উন্নয়ন, দেখবেন শুধু ঢাকা সিটিতে। ঢাকার উপর চাপ কমানোর কথা বলে সরকারই আবার নতুন প্রজেক্ট সাবমিট করে দেয়। তাইলে চাপ কমবে কিভাবে ? তাই, সরকারকে বলব, ঢাকার যানজট কমান, সময় বাঁচান । কিন্তু, দয়া করে আমাদের জীবনের কথা চিন্তা করে হাইওয়ে তে টূ ওয়ে(মাঝ দিয়ে ডিভাইডার ) রোড করে দিন। টাকা তো আমরা দিব, শুধু আপনার বাস্তবায়ন করে নাম কামাবেন…..