প্রসঙ্গ হুমায়ূন আহমেদ… এবং কিছু কথা…

নীল ন ক্ষ ত্র
Published : 20 July 2012, 03:30 PM
Updated : 20 July 2012, 03:30 PM

আজকে সারাদিন ধরে ভাবছি……কী লিখব……আসলেই….কিছু কী লেখার আছে??

গতকাল রাতে যখন খবরটা শুনলাম তখন কিছুক্ষণ বিস্মিত হয়ে বসে ছিলাম……এটাও কি সম্ভব??

আর কোনদিন হিমু খালি পায়ে হাটবে না……মিসির আলী আর কোনদিন রহস্য খুজে বেরবে না……এও কী সত্যি???

আমার এখনো বিশ্বাস হচ্ছে না…..যেই মানুষটা পুর্ণিমা ভালবাসতো….বৃষ্টি দেখতো আপন মনে …………সেই মানুষটা এখন আর পূর্ণিমা দেখবে না…….বৃষ্টি ছোঁবে না……….মুগ্ধ নয়নে এসব দেখবে না…….।

সেই মানুষটা এখন অন্য ভুবনের বাসিন্দা হয়ে গেছে….ওই দূর আকাশের তারাদের মধ্য থেকে দেখবে তার দুই শিশু পুত্র নিষাদ আর নিনীতকে………তারা যখন তাদের বাবা কে খুঁজবে তখন কী উনার একটু মন খারাপ করবে?? নাকি অন্য ভুবনের সুখ পেয়ে সব কিছু ভুলে যাবে????……….এত তাড়াতাড়ি তো তার চলে যাওয়ার কথা ছিল না…….।

হে পরম করুণাময়……..এই মানুষটি যেখানেই থাকুক…….যেই জগতের বাসিন্দাই হউক……তাকে তুমি পরম শান্তিতে রেখো…….