পবিত্র মাহে রমজান…এবং দ্রব্যমূল্য বৃদ্ধি…

নীল ন ক্ষ ত্র
Published : 22 July 2012, 05:48 AM
Updated : 22 July 2012, 05:48 AM

আমাদের দেশে কিছু নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের মূল্য মোটামুটি এভারেস্টের চূড়ায় উঠে থাকে…..এর মধ্যে অন্যতম একটি সময় রমজান মাস…….সংযমের মাস রমজানে কতিপয় বিক্রেতার দ্রব্যের মূল্য বৃদ্ধি করে যে মানসিকতার পরিচয় দেয় তাতে আর যাই হউক সংযমের পরিচয় পাওয়া যায় না…..তাদের এ ধরনের কাজকর্মে যে এই মহিমান্বিত মাসের পবিত্রতা নষ্ট হয় তা তারা বুঝেও মনে হয় না বোঝার ভান করে……আর এই কারণে সবচেয়ে বেশি বিপদে পড়ে সাধারণ জনগণ….জানি না কবে এই সকল বিক্রেতার সংযম শিখে এই রমজানের যথাযথ পবিত্রতা রক্ষা করবে তা আল্লাহই ভাল জানেন……..