প্রসঙ্গ: মেডিকেল ভর্তি প্রক্রিয়া

নীল ন ক্ষ ত্র
Published : 14 August 2012, 04:57 AM
Updated : 14 August 2012, 04:57 AM

সম্প্রতি মেডিকেল ভর্তির ক্ষেত্রে এক নতুন নিয়ম করা হয়েছে………কোনও ভর্তি পরীক্ষা হবে না…এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে ভর্তি করা হবে……এর উদ্দেশ্য হল কোচিং বাণিজ্য বন্ধ করা…..কিন্তু বর্তমান প্রেক্ষিতে এটা কতটা ঠিক? ……এবার যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের সবার প্রস্তুতি নেওয়া প্রায় শেষ….একেবারে শেষ মুহূর্তে এসে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া টা কী ঠিক হল??? বিভিন্ন কোচিং সেন্টার ভর্তি পরীক্ষার জন্য যে টাকা নেওয়ার তা তো নিয়েই ফেলেছে…..সেগুলো কী ফেরত দেওয়া হবে????এই যে সবার প্রস্তুতি নেওয়া শেষ পরীক্ষার জন্য…..এখন তারা যদি মেডিকেলে না যেতে পারে তাহলে তারা কোথায় যাবে????একদম শেষ মুহূর্তে এসে কী অন্য কিছুর জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব??? এই বিষয় গুলো কী একবার ভেবে দেখা হয়েছে নতুন নিয়ম টি করার আগে??? অনেকে বলছেন, এসএসসি এবং এইচএসসি এর রেজাল্ট অনেক ফেয়ারলী দেখা হয়….আসলেই কী তাই???যেভাবে গণহারে জিপিএ-5 বাড়ছে তাতে মেধার মূল্যায়নই কোথায়???বোর্ড তো নম্বর প্রকাশ করে না…..তাহলে কে কত নম্বর পেইয়েছে এবং নম্বরের ভিত্তিতে কিভাবে ভর্তি করা হচ্ছে তা স্টুডেন্ট রা কিভাবে বুঝবে?? যদি দুর্নীতি এবং রাজনীতি মুক্ত ভাবে সম্পূর্ণ প্রক্রিয়াটি করা যাই তবে তা ফলপ্রসূ হতে পারে…..কিন্তু অন্তত এ বছরের জন্য এই নিয়মটি করত ঠিক হবে না…….এতে স্টুডেন্ট রা মানসিক ভাবে অনেক ভেঙে পরবে…..এবং ক্ষতিও হবে……।

জানিনা…আমার এই বিষয় নিয়ে লেখাটা ঠিক হল কিনা….তবে আমার যা মনে হয়েছে আমি তাই লিখেছি……