নীল ন ক্ষ ত্র
Published : 17 Dec 2012, 07:27 PM
Updated : 17 Dec 2012, 07:27 PM

আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ইদানিং কালে হরতাল দেওয়াটা একটা ফ্যাশন এ পরিণত হয়েছে……কোনও দল যদি হরতাল দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে সেটা তাদের জন্য মান-সম্মানের বেপার হয়ে দাঁড়ায়……কিন্তু তারা কী কোনদিন ভেবে দেখেছে, তাদের মান-সম্মান রক্ষার্থে কতখানি লাভ অথবা ক্ষতি হচ্ছে???? এই হরতালের উপলক্ষে এবার সকল ধরনের পরীক্ষা এমনই পিছিয়েছে যে, শেষ পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে দিনে দুই বেলা পরীক্ষা নিতে হয়েছে……এতে মনে হয় না যে স্টুডেন্টদের বিশেষ উপকার হয়েছে……আমাদের দেশের নেতানেত্রীরা এত দেশের উপকারের কথা বলেন….এই কী তাদের উপকারের নমুনা? আমাদের দেশে যারা দরিদ্র মানুষ আছেন তাদের যে ক্ষতি হয়েছে তার কী কোনও ক্ষতিপূরণ উনার দিবেন???? এই হরতাল উপলক্ষে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে…এটা কে কী উনারা ছেলে খেলা মনে করেছেন???? জানি না এই হরতাল হরতাল খেলা উনার কবে শেষ করবেন…যত দ্রুত উনাদের সুমতি হয় ততই আমাদের মঙ্গল…