নাসার সৌর অনুসন্ধান মহাকাশযানে করে নিজের নাম সূর্যে পাঠান

সৌরভ
Published : 18 March 2018, 07:46 AM
Updated : 18 March 2018, 07:46 AM

চন্দ্র কিংবা মঙ্গলগ্রহ, একের পর এক অনুসন্ধানে ব্যস্ত নাসার বিজ্ঞানীরা, সূর্যে মহাকাশযান প্রেরণের পরিকল্পনাও রয়েছে তাদের। সূর্য অভিমুখী মহাকাশযান Parker Solar Probe-এ করে সূর্যে পাঠানোর জন্য নাম আহবান করেছে নাসা! অর্থাৎ আমি বা আপনি চাইলে নিজেদের নাম ওই মহাকাশযানে করে পাঠাতে পারব! মূলত একটি মেমোরি কার্ডে লিপিবদ্ধ আকারে এই নামসমূহ মহাকাশযানে করে পাঠানো হবে, যারা নাম নিবন্ধন করেছে তাদেরকে সার্টিফিকেটও দিচ্ছে নাসা!

" Submit your name and it will be included in a memory card that will fly aboard Parker Solar Probe spacecraft.

Come with us as we plunge through the Sun's atmosphere, closer to the surface than any spacecraft before it, facing brutal heat and radiation conditions—and ultimately providing humanity with the first-ever close-up view of a star. "

আপনি যদি আপনার নাম ঐ মহাকাশযানে করে সূর্যের উদ্দেশ্যে প্রেরণের জন্য নিবন্ধন করতে চান তবে ২৭ এপ্রিল ২০১৮ এর মধ্যে নিম্নোক্ত উপায় অনুসরণ করুন-

২) নিচের ছবির মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন-

তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে কনফর্মেশন ই-মেইলের জন্য অপেক্ষা করুন। ই-মেইলে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে নিয়ে নিন এই ক্যাম্পেইনে অংশগ্রহণের সনদপত্র।