প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে মেঘ এর জীবনে বাবা মায়ের শূন্যতা পূরন হবেনা

নজরুল ইসলাম বাবুল
Published : 13 Feb 2012, 03:42 AM
Updated : 13 Feb 2012, 03:42 AM

রাজনীতিকরা কথায় কথায় নিজেদেরকে জনগনের পক্ষের লোক বলে তারা নিজেদের মত করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে। সাংবাদিকরা জনবিচ্ছিন্ন কোন গোষ্ঠি নয়। তাদের পরিবার পরিজন ,শুভাকাঙ্খি ও সমাজ আছে। তাদের পক্ষেও সংখ্যাগরিষ্ঠ জনগন আছে। তাদের সাথে এদেশের কোটি কোটি নির্যাতিত , শোষিত, বঞ্চিত মানুষ আছে। তাই এমন অবিচার আর মুখ বুঝে সহ্য করে আর কোন সহকর্মী হারানোর ব্যাথা মেনে নেয়ার দরকার নেই। এখন থেকে এগুলোর মোকাবেলা করতে হবে। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে মেঘ এর জীবনে বাবা মায়ের শূন্যতা পূরন হবেনা। যে পথে এগুলে আর চোখের জলে সহকর্মীর বিদায়ের কথা লিখতে হবে না, আমরা সকলে মিলে সে পথে আগাই। মফস্বলের সংবাদ কর্মী হিসেবে আমরা কঠোর কর্মসূচী চাই। জনগনকে সাথে নিয়ে আমরাও সে কর্মসূচী সফল করতে পারি তার প্রমান দেই।