প্রতিক্রিয়া ব্লগ: বিএমএ পাসিং আউট প্যারেডে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান

নেটপোকা
Published : 12 June 2011, 07:36 AM
Updated : 12 June 2011, 07:36 AM

আগামী ২১ জুন তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমীর পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ করবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান ভি কে সিং! বিএমএ'র পাসিং আউট প্যারেড হচ্ছে রাষ্ট্রপতি প্যারেড এবং এতে সালাম গ্রহণ করেন সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক মহামান্য রাষ্ট্রপতি স্বয়ং অথবা তাঁর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী অথবা সেনাবাহিনী প্রধান।

সদ্য-কমিশন প্রাপ্ত নবীন অফিসারদের এই সালাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অঙ্গীকার এবং সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের প্রতি তাদের আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই এই সালাম প্রতিকী হলেও এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। একজন বিদেশি নাগরিককে (তিনি যেই হন না কেন এবং বাংলাদেশের জন্য তাঁর অবদান যাই হোক না কেন) দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়কের প্রতি আনুগত্যের প্রতীক এই সালাম প্রদান করা কোনভাবেই যুক্তিযুক্ত না। একটি বিদেশি রাষ্ট্রের সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে কার প্রতি আনুগত্য প্রকাশ করবে তারা?

একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে দৈনিক নয়া দিগন্তে প্রকাশিত এই খবরটি আমি বিশ্বাস করতে চাই না।