সরবে ধ্বংস হচ্ছে বোটানিক্যাল গার্ডেন-২

নিয়াজুল ইসলাম
Published : 28 Feb 2016, 01:44 AM
Updated : 28 Feb 2016, 01:44 AM

এর আগের পর্বে হালকা কিছু নির্দশন দিয়েছি বোটানিক্যাল গার্ডেন ধ্বংসের। এখানে আরো কিছু বিস্তারিত। বগানে কি পরিমান আবর্জনা ফেলা হয় তার কিছু নমুনা নিচে দিলাম। সব ছবিই এক বিকেলে এক ঘন্টা হেঁটে তুলেছি।  তাহলে অনুমান করতে চেষ্টা করুন সারা বছর কি পরিমান আবর্জনা ফেলা হয় উদ্যানে। উদ্যানটি প্রতিবছর ইজারা দেয়া হয়। ইজারাদার ইচ্ছামতো বাগানে যা খুশি তা করে। আর তা দেখার কেউ থাকে না। কারণ আমাদের অভিজ্ঞতা বলে ইজারাদারা "ক্ষমতাশালী" হয়।

উদ্যানে যে দিকেই যান বিরক্তিকর টয়লেটের সাইন আপনার চোখে পড়বে। এর প্রধান কারণ ব্যবসা। টয়লেট ব্যবহার করলে ১০ টাকা দিতে হবে। অর্থাৎ দিনে ১০০ লোক টয়লেট ব্যবহার করলে ১০০০ টাকা। মাসে ৩০,০০০। উদ্যানে সব টয়লেটই কিছু ব্যবসায়ী কাছে জিম্মি।

যেহেতু উদ্যানটি দেখার কেউ নেই তাই যার যা খুশি তাই করে। হরহামেশাই চোখে পড়বে বাস, ট্রকা, রিকশা, হোন্ডা, প্রাইভেট কার। হঠাৎ মনে হতে পারে আপনি ঢাকার কোন ব্যস্ত রাস্তায় হাঁটছেন। নিচের ছবিগুলো ২০ মিনিট সময়ের মধ্যে তোলা হয়েছে।