ছবিতে ছবিতে ভ্রমন-১ (কমল দহ ছড়ি)

নীলান্ত
Published : 7 April 2011, 09:55 AM
Updated : 7 April 2011, 09:55 AM

শীতে যেমন আমাদের দেশে অতিথি পাখির আগমন ঘটে তেমনি ভ্রমন পিয়াসীরা বাংলাদেশে মূলত শীতের সময়ই বেশি বেশি ঘুরে বেড়ায়। কিন্তু শীতের সময় শেষ হয়ে, ঝর বৃস্টির দিন চলে আসছে। তাই বলে কি ভ্রমন পিয়াসী মন ছুটিতে ঘুড়তে যাবে না?!
বন্ধৃরা,আজ আ্পনাদের নিয়ে যাবো সিতাকুন্ড উপজেলার বড় দড়গার হাট এর কমল দহ ছরি/ ঝর্নার রূপে স্নাস সারতে।
চলুন—-

বড় দড়গার হাট বাজারে নেমে মিনিট ২০ পায়ে হেটে আসলেই – নিশ্চুপ রেলপথ


এর পরই কাচা রাস্তা ,


ধান ক্ষেত ধরে সবজি বাগান পেরিয়ে


হাটু জলের রাস্তা শুরু


এর পরই রূপের মায়া নিয়ে দাড়িয়ে-


ইচ্ছে মতো র্ঝনার বুক চিরে চুড়ায় উঠুন-


চুড়ায় উঠার সময় সাবধান থাকবেন, পা যেন পিছলে না যায়-


চলতি পথে চেনা-অচেনা অনেক ফুল পড়বে চোখে-


বিভিন্ন পশু পাখি- ময়না, টিয়া, বক এর মতো কাঠিবিড়াল চোখ এড়াবে না–

ছবিতে বলার চেষ্টা করেছি, কথা বল্লাম কম, গল্প শোনবো বলে , শোনাবেন আপনারা, কমলদহ ঘুরে এসে…… (আর আমার পোস্ট টি ভাল –মন্দ যাই বলেন, একটা মন্তব্য আশা করি)