জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস এবং জে’কুয়েরি প্লাগ ইন ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

নিলীম আহসান
Published : 8 Sept 2014, 04:48 PM
Updated : 8 Sept 2014, 04:48 PM

জাভাস্ক্রিপ্ট ইন্টারনেটে ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। জাভাস্ক্রিপ্ট (কখনও কখনও সংক্ষিপ্ত JS) একটি প্রোটোটাইপ-ভিত্তিক স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ যাতে পরিবর্তনশীল, কম কার্যকরী এবং বেসিক কিছু ফাংশন আছে।

ব্রেন্ডন আইক জাভাস্ক্রিপ্ট নেটস্কেপে উদ্ভাবন করেন। মাইক্রোসফট সঙ্গে ইন্টারনেটে প্রতিযোগীতায় টিকতে, নেটস্কেপ তাদের ক্লায়েন্ট-সার্ভার সার্ভিসকে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম হিসাবে চালাতে, সান মাইক্রোসিস্টেমস জাভার পোর্টেবল সংস্করণ ব্যবহার করে।

বর্তমানে সফটওয়্যার মার্কেটে জাভাস্ক্রিপ্ট প্রফেশনালদের বিপুল পরিমান চাহিদা রয়েছে। আর এই চাহিদা পূরণকে সামনে রেখেই ইউজার হাবে শুরু হতে যাচ্ছে জাভা স্ক্রিপ্ট ফান্ডামেন্টালস এবং জে কু্যেরির উপর প্রফেশনাল ট্রেইনিং।
এই কোর্স করতে গেলে মূলত এইচ টি এম এল এর উপর সম্যক ধারনা থাকতে হবে।

কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন –

জাভা স্ক্রিপ্ট ফান্ডামেন্টাল এবং জে কুয়েরি প্লাগ ইন ডেভেলপমেন্ট
অথবা বিস্তারিত জানতে কল করতে পারেন – ০১৬ ৭৭ ৩৫৩৯৯৩

নিলীম আহসান
CEO / Co-Founder। Userhub
Founder / Mentor। masqara
FOUNDER । APONMAYA