রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখতে চান?

নিলীম আহসান
Published : 15 Sept 2014, 04:44 PM
Updated : 15 Sept 2014, 04:44 PM

রেস্পন্সিভ ওয়েব ডিজাইন কি? অনেকের কাছেই এটা পরিষ্কার না।

এইচ টি এম এল, সি এস এস এবং ফটোশপ দিয়ে একটি স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইন করা যায়। স্ট্যাটিক ওয়েব পেজগুলো নির্দিষ্ট রেজুলেশন এর মধ্যে সীমাবদ্ধ।যেমন ১০২৪ পিক্সেল ওয়াইড কিন্তু ওয়েবসাইটটি যদি আমরা ৬ ইঞ্চি মোবাইল এ দেখতে চাই, তাইলে সাইটটা কেমন দেখাবে? পুরুটা খুব ছোট দেখাবে আর ওয়েবসাইটের সব কিছু জুম করে দেখা লাগবে। এখানেই প্রয়োজন রেস্পন্সিভ ডিজাইনের। তাহলে কন্টেন্টগুলো প্রপরশনালি ইউজারের চোখের মাপমতো ছোট হয়ে যাব।সে শুধু স্ক্রল করে অনায়াসে সাইটটি ব্রাউজ করবে। বিভিন্ন সাইজের মোবাইলে, ট্যাবে, নোটে,  ইন্টারনেট ব্যবহারকারির সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ফলে ইউজার এর ডিভাইস অনুযায়ী সাইটগুলো রেস্পন্সিভ ডিজাইন করাটাও একটি অত্যাবশ্যকীয় ব্যাপার হয়ে দাড়িয়েছে। কষ্ট করে সাইটের জন্য এখন আলাদা মোবাইল ভার্সন বানানোটা এখন সেকেলে হয়ে পড়েছে। আর বেশির ভাগ ক্লায়েন্ট এর রিকোয়ারমেন্ট এর মধ্যেই রেস্পন্সিভ ডিজাইন এর কথা উল্লেখ করা থাকে।

তাই, ওয়েব ডিজাইনার'রা যারা এখনও রেস্পন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে দনোমনতায় আছেন দ্রুত শিখে ফেলতে পারেন।
মাসকারাতে মাত্র ১২টি ক্লাসে প্রাকটিক্যালি শেখানো হচ্ছে রেস্পন্সিভ ওয়েব ডিজাইন।

বিস্তারিত জানতে কল করুন।