ইউজারহাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “ইউএক্স অপটিমাইজেশন ক্লিনিক”

নিলীম আহসান
Published : 6 Nov 2014, 08:36 PM
Updated : 6 Nov 2014, 08:36 PM

ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস ডিজাইনারদের নিয়ে ইউজার এক্সপেরিয়েন্স (ইউ এক্স) অপ্টিমাইজেশন বিষয়ে একদিনের একটি কর্মশালা সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়। ওয়েব ডিজাইন ও গবেষণা সেবায় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ইউজারহাব আয়োজিত দিনবাপী এ কর্মশালায় পেশাজীবী ডিজাইনার, ফ্রিল্যান্স ডিজাইনার এবং শিক্ষার্থীরা অংশ নেন। রাজধানীর তেজকুনি পাড়া ইউজারহাব অফিসে অনুষ্ঠিত 'ইউএক্স অপ্টিমাইজেশন ক্লিনিক' শীর্ষক এ প্রশিক্ষণে ইউ এক্স বিষয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ডিজাইনারদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস ডিজাইনের রিভিউ, ফিডব্যাক এবং গাইডলাইন দেওয়া হয়।

ইউজারহাবের হেড অফ ডিজাইন, রিসার্চ অ্যান্ড ট্রেইন এর ওয়াহিদ বিন আহসান কর্মশালা পরিচালনা করেন। তিনি ইউএক্সের ক্যারিয়ার, সম্ভাবনা, প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও ইউ এক্স রিসার্চার নিলীম আহসান এ কর্মশালা আয়োজন প্রসঙ্গে বলেন, ইউএক্স অপটিমাইজেশন ক্লিনিক শিক্ষার্থী এবং প্রফেশনাল ডিজাইনারদের জন্য একটি চমৎকার প্লাটফর্ম। এখানে ডিজাইনাররা ইউএক্সের সমসাময়িক ধারার বিষয়ে জ্ঞান আহরন করতে পারে। একই সঙ্গে ইউএক্স ডিজাইনের কাজের ভুলভ্রান্তিগুলো হাতে কলমে শেখানো ও আন্তর্জাতিক মানের কাজ করার দিক নির্দেশনা পান অংশগ্রহণকারীরা বলে ইউজারহাবের এ কর্মকর্তা উল্লেখ করেন।