ভালো ডিজাইনার মানেই ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর জানা নয়

নিলীম আহসান
Published : 27 May 2015, 01:36 PM
Updated : 27 May 2015, 01:36 PM

ক্যারিয়ারটা আমার শুরু হয়েছিল ডিজাইন দিয়ে। ছোটবেলায় মায়ের কাছ থেকে অনুপ্রেরণার সূত্রপাত হয় সূঁচসুতোয় ফুল তোলা দিয়ে। আমার অন্যতম একটা প্যাশন ছিল নিডলক্রাফটিং। অনেক জটিল আলপনা, মোটিফ, শেইপ ইত্যাদি সুঁই সুতোয় কাপরে তোলাটা ছিল আমার একটা হবি। এগুলো ছাড়াও রঙের বিভিন্ন মিডিয়া আমাকে খুব টানত।  যখন টেকনোলোজির সাথে যুক্ত হতে শুরু করলাম, পরিচিত হলাম ফটোশপ আর ইলাস্ট্রেটর এর মতো যাদুকরী দুই সফটওয়ারের সাথে। শুরু হয় ডিজিটাল মিডিয়ায় পদচারনা।

ডিজাইন আসলে কি? আমাদের চারপাশে আমরা যা কিছু দেখি সবই ডিজাইন। প্রতিটি বস্তু কিংবা অবস্তুর কতগুলো শেইপ এবং কালার আছে। এবং ডিজাইন এর কারনে আমরা বস্তুগুলো ব্যাবহার করে আমাদের জীবনকে করতে পারছি সুন্দর এবং আরো কমফোর্টেবল। তার মানে হচ্ছে ডিজাইন আমাদের জীবনকে সুন্দর করে তোলার এক অনন্য সমাধান।
আর প্রতিনিয়ত সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো যারা করছে, তাদের আমরা বলি ডিজাইনার।

বিভিন্ন সেক্টরে ডিজাইনারদের ভিন্ন নামে ডাকা হয়। যেমন কেউ আছে শুধু ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন করে, কেউ ইন্টেরিওর ডিজাইন করে, কেউ আছে ওয়েব মিডিয়ায় ডিজাইন করে আবার কেউ প্রিন্ট মিডিয়ায় ডিজাইন করে।ডিজাইনের পরিধি এত বিশাল যে সংক্ষেপে তা বলে সেশ করা যাবে না।

এক নজরে দেখে নিতে পারেন ডিজাইনের বিভিন্ন সেক্টরগুলো।

Design disciplines –

•    Applied arts
•    Architecture
•    Automotive design
•    Benchmarking design
•    Communication design
•    Configuration design
•    Engineering design
•    Environmental Graphic Design
•    Experiential Graphic Design
•    Fashion design
•    Game design
•    Graphic design
•    Information Architecture
•    Industrial design
•    Instructional design
•    Interaction design
Interior design
•    Landscape architecture
•    Lighting design
•    Modular design
•    Motion graphic design
•    Product design
•    Process design
•    Service design
•    Software design
•    Sound design
•    Systems architecture
•    Systems design
•    Transition Design
•    Urban design
•    User experience design
•    Visual design
•    Web design

বিভিন্ন সেক্টরে বিভিন্ন ধরনের ডিজাইনগুলো করার সময় মাথায় অনেক কিছু রাখতে হয়। সবচেয়ে জরুরী হচ্ছে, যে বিষয় নিয়ে ডিজাইন তৈরি করবে সেটার উপর প্রোডাক্ট নলেজ থাকা এবং সেটা  নিয়ে রিসার্চ করা। এরপর কি? সরাসরি টুলস বা সফটওয়্যার্বয়ারবসে না পরে আগে প্লেইন কাগজে স্কেচ করে সেই ডিজাইনটার ড্রাফট করা। মনে রাখবেন একজন ভালো ডিজাইনার মানেই ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর এ স্কিলড হওয়া না।একজন স্বয়ংসম্পন্ন ডিজাইনার হতে হলে ডিজাইন সম্পর্কে আগে সম্যক জ্ঞান অর্জন করা আবশ্যক। ডিজাইন করার সময় ডিজাইন সম্পর্কে আদ্যপান্ত জ্ঞান এর পাশাপাশি হাতে কলমে স্কেচ জানাটাও জরুরী।

আমাদের দেশে চারুকলার ডিজাইনাররা সারা বিশ্বেই বেশ সমাদৃত। ডিজাইনার হবার স্বপ্ন যারা দেখে তাদের অনেক আশা থাকে চারুকলায় পড়াশনা করার জন্য। কিন্তু সিট স্বল্পতার কারনে অনেকেরই সেই স্বপ্ন অকালেই ঝড়ে যায়। তবু বিকল্প পথ ধরেই অনেকে এগুতে থাকে। নিজের প্রবল ইচ্ছাকে কাজে লাগিয়ে যারা ভালো গাইডলাইনের ভেতর দিয়ে গিয়ে যেতে পারে তারা একসময় সফল ডিজাইনার হয়ে উঠতে পারে।

"ইউজারহাবে" এরকম একটি কোর্স Certified Graphic & Visual Designer (CGVD) এই কোর্সটি বিগিনার এবং প্রফেশনাল সবার জন্যই উপযোগী করে ডিজাইন করা। আগ্রহীরা কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখতে পারেন –
http://www.theuserhub.com/training/cgvd/
https://www.facebook.com/userhub

নেক্সট ব্যাচ শুরু হচ্ছে ৫ই জুন, ২০১৫ থেকে।

ক্লাস – শুক্র এবং শনি
সময় – ২টা থেকে ৪টা