ভর্তি চইলতেছে, ভর্তি চইলতেছে!

নীলকন্ঠ
Published : 2 July 2012, 08:10 AM
Updated : 2 July 2012, 08:10 AM

পকেটমারদের নাকি সিন্ডিকেট থাকে। কোথাও কোন পকেটমার ধরা পড়লে আশপাশ থেকে নাকি কিছু লোক হাজির হয় আর চায়ের চাইতে কাপ গরম এর মতো এরা পকেটমারকে দুই এক থাপ্পড় দিয়ে আরো কিছু উত্তম মধ্যম দিবে বলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। আমি এই লোকগুলোকে অবিশ্বাস করিনা কারন তারা যে উত্তেজনা আর মারমূখীভাব নিয়ে পকেটমারের কলার চেপে ধরে তাতে যে কেউ বিশ্বাস করবে যে এরা ও বুঝি ভুক্তভোগী।

ইদানিং পকেটমারের দৌরাত্ন্য যে বেড়েছে তা আমরা দেখছি। আর পকেটমারকে রক্ষায় আশপাশ থেকে যে কিছু শোরগোল শুনছিনা তা নয়। তবে তাতে যদি আরও কিছু কৌশল প্রয়োগ করা যায় পকেটমাররা আরেকটু নিরাপত্তা পাবে। তাই পকেটমার সিন্ডিকেটের জন্য সুকৌশলী ট্রেনিং যে প্রয়োজন তা উপলব্ধি করছি। সেই শুভলক্ষ্যেই এই ট্রেনিং সেন্টার চালু করেছি।

====================ভর্তি চইলতেছে, ভর্তি চইলতেছে!========================
এই কোর্সে শেখানো হবে-
০১। কীভাবে ভদ্র পোশাকে পকেটমার সিন্ডিকেটের হয়ে কাজ করা যায়।
০২। কীভাবে অকাট্য যুক্তিতে(?) উত্তম মধ্যম শব্দযোগে অপরকে ভুতলশায়ী করা যায়।
০৩। কীভাবে পকেটের মালিককে ধোয়া তুলসী পাতা নয় বলে পকেটমারাকে জায়েজ করা যায়।
০৪। কীভাবে পকেটমার ধরা খাওয়ার পর ও পকেটের মালিককে উল্টো পকেট মার হিসেবে সাব্যস্ত করা যায়।
০৫। কীভাবে পকেটমারকে বাদ দিয়ে পকেটমালিকের চাচাতো ভাইয়ের তরকারী চুরির ইতিহাস নিয়ে লাফালাফি করা যায়।
০৬। বাতাসের দিকে পাল ধরে পকেটমার সিন্ডিকেটে যোগ দিয়ে কীভাবে লাভবান হওয়া যায়।

আগে আসলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি করানো হচ্ছে। সকল কোর্স ম্যাটেরিয়াল ম্যাঁও কর্তৃক স্বীকৃত এবং ফ্যাডআপ কর্তৃক পরিমার্জিত।