সময় এসেছে সঠিক কী তা ভাবার

মোঃ তানভীর সাজেদিন নির্ঝর
Published : 11 March 2012, 02:12 PM
Updated : 11 March 2012, 02:12 PM

১২ই মার্চের উত্তাপ কে ঘিরে দেশে যানবাহনের সংকটে জনগন ক্ষুদ্ধ সরকারের উপর কিন্তু জনগন একবারও ভেবে দেখল না যে, যাদের আল্টিমেটাম কে ঘিরে এই দুর্ভোগ তারা তো এই কিছুদিন আগেও ৩/৪ হাজার বিলাসবহুল গাড়ি নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়িয়েছে, আনন্দ ভ্রমন করেছে জনগণের নাম ভাঙ্গিয়ে। চিৎকার চেঁচামেচি করে রব তুলেছিল তারা জনগণের সেবায় যুদ্ধাপরাধীদের মুক্তি চায়।

তবে এখন কি সেই দরদী নেতাদের গাড়িগুলোকে জনগণের সেবায় নিয়োজিত রাখা যায় না?? সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে গেলেন সেইসব বিলাসবহুল গাড়ির চারদলীয় জোটের জন দরদী মালিকগন??? শুধু সরকারকেই দুষলে চলবে না আজ তাদের জায়গায় জোট সরকার থাকলে কি করতো তা হয়ত অনেকেরই মনে আছে সেই ২০০১ পরবর্তী সময়ের কথা। আবার অনেকের মনে নাও থাকতে পারে। জাতি হিসেবে আমাদের এক জিনিস যে বেশিদিন ভালো লাগে না তার নজির ইতিহাসে অনেক রয়েছে।

যাই হোক না কেন আমরা শান্তিপ্রিয় জনতা শান্তি চাই এবং সময় এসেছে সঠিক কি তা ভাবার।।