জিপিএ ৫ বা গ্রেডিং পদ্ধতি নিয়ে ছোট একটা প্রশ্ন

নিতাই বাবু
Published : 4 June 2016, 06:14 PM
Updated : 4 June 2016, 06:14 PM

বেশ কয়েক দিন যাবৎ বিডিনিউজ ব্লগ সহ সারাদেশে মাছরাঙার জিপিএ ৫ এর প্রতিবেদনের উপর যে তুফান বয়ে যাচ্ছে, মনে হয় এই দেশ থেকে জিপিএ ৫ চিরতরে শেষ হয়ে গেল ৷ আমার মনে হয় মাছরাঙা সঠিক সময়ে সঠিক সংবাদটা'ই পরিবেশন করেছে ৷ জিপিএ'র জন্য বাঁশি, আবার জিপিএ'র জন্য ফাঁসি, অতছ জিপিএ'র অর্থ বা এসএসসি'র পূর্ণরূপ কি? সেটা জানবো'না তা কী করে হয়? ৷ তবে আমি মনে করি বাংলাদেশের বেসরকারী টেলিভিসনের সাংবাদিকদের এই প্রতিবেদনের জন্য দেশের সকল ছাত্রছাত্রীদের মঙ্গল হয়েছে ৷ কারণ বলতে বলা যায়, আগে যারা এই সকল প্রশ্নের উত্তর জানতো'না, এখন এই মাছরাঙার প্রতিবেদনের পর সকল ছাত্রছাত্রী এসব সাধারণ জ্ঞানের সাধারণ প্রশ্নগুলি নিজের আয়ত্তে রাখার চেষ্টা করবে আশা করি ৷ তাই মাছরাঙা টেলিভিসনের সাংবাদিকদের আমি সাধুবাদ জানাই ৷ জয়তু মাছরাঙা, জয়তু মাছরাঙার সাংবাদিক সাহেবরা, জয় হোক আপনাদের ৷ আমরা যেই ব্যাপারে আলোচনা সমালোচনার ঝড় উঠাতে পারি, সেদিকে ফিরেও থাকাই না ৷ সেটা হলো কোমলমনা শিক্ষার্থীদের লেখাপড়া দংশকারী ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা, জি'সিনেমা ৷ এসব টিভি চ্যানেলের কারনে যে দেশের কত বড় ক্ষতি হচ্ছে সেদিকে আমাদের কারো নজর'ই পড়ে'না ৷ আজ আমাদের'ই এক সাংবাদিক ভাই সত্যকার ঘটনা দেশবাসীর সামনে তুলে ধরাতে কত সমালোচনা'ই আমরা করছি ৷ এটা কি আমরা ঠিক করছি? ৷ এই স্টার জলসার কারণে প্রতিবছর আমরা কত অবুঝমনা ছোটমণিদের হারাচ্ছি, সেটা সবার'ই জানা ৷ যাই হোক, এই তুফানের কারণে আমার একটা কথা মনে পড়ে গেল ৷ গেল কয়েক মাস আগে আমার এক ছোট সালার মেয়ে এবার ২০১৬ সালে জেএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল সব কয়টা বিষয়ে খুব ভাল রেজাল্ট করে A+ পেয়েছে ৷ শুধু ধর্ম বিষয়ে A পেয়ে, মোট গ্রেট পয়েন্ট পেয়েছে ৪.৮৬ ৷ অনেক জনকে জিজ্ঞেস করেছি যে এই ৪.৮৬ পয়েন্ট কী করে হলো!! কোন বিষয়ে কত পয়েন্ট পেয়ে মোট ৪.৮৬ পয়েন্ট হলো? ৷ সঠিক উত্তর পাইনি ৷

প্রিয় পাঠক ভাই ও বোনেরা, আপনারা কেউ কি জানেন, কি করে এই গ্রেডিং পদ্ধতি নির্ণয় করা হয়? ৷ যদি কোন সুহৃদ্‌ ব্যক্তির এই গ্রেডিং পদ্ধতি নির্ণয় করা জানা থাকে, তবে দয়া করে জানাবেন কি? ৷ যদি কেউ আমার এই ছোট প্রশ্নটা বিশ্লেষণ করে দিতে পারতেন, আমি বিষন ভাবে উপকৃত হতাম, এবং আমি নিজে আরো দশজন ছাত্রছাত্রীকে বুঝিয়ে দিতে পারতাম ৷ আশা করি প্রশ্নটার সঠিক উত্তর পাবো ৷ আমি অল্পশিক্ষিত মানুষতো তাই বহু চেষ্টা করেও ৪.৮৬ পয়েন্ট মিলাতে পারিনি ৷ আর না পারাটা হলো একপ্রকার অস্থিরতা ৷ এই গ্রেডিং নির্ণয়টা জানার ইচ্ছে হলো এই কারণে যে, বর্তমানে জিপিএ ৫ নিয়ে আমাদের এই সুন্দর ব্লগে কদিন ধরে যেই তুফান চলছে, মনে করলাম সেই সুযোগে এই ফলটা হয়তো বাহির হয়ে যাবে, আমিও জেনে নিবো তাই ৷ ধন্যবাদ সকল'কে ৷