নারায়নগঞ্জ মাছঘাট

নিতাই বাবু
Published : 20 June 2016, 04:43 PM
Updated : 20 June 2016, 04:43 PM

নারায়নগঞ্জের লঞ্চঘাট সংলগ্ন ৩নং ঘাট (মাছ ঘাট ) ৷ এই মাছঘাট নারায়নগঞ্জের ঐতিহ্য, টার্মিনাল ( লঞ্চঘাট সংলগ্ন ৩নং ঘাটকেই নারায়নগঞ্জের মাছঘাট লোকে বলে ৷ প্রতিদিন ভোরবেলা থেকেই এই মাছঘাটের কেনা-বেচা শুরু হয় পুরোদমে ৷ দেশের বিভিন্ন জেলা-শহর থেকে মাছ আসে এই ঘাটে ৷ ছবিতে দেখা যাচ্ছে খুচরো ক্রেতারা মাছ ক্রয় করে সেই মাছ কাটাওয়ালাদের কাছ থেকে কাটাচ্ছে ৷ এরকম আরো একটা মাছ কাটাওয়ালা দল এই মাছঘাটে আছে ৷ একটা বড় রুই-কাতলা কাটাতে বর্তমানে ৫০ টাকা দিতে হয় ৷ তাতেও আপত্তি নেই ক্রেতাদের ৷ কারণ বাড়ির গৃহকর্ত্রী তো আর এত বড় মাছ কাটতে পারবে না, তাই ৷