মাওয়া লঞ্চঘাট, ব্যস্ততা সবসময়

নিতাই বাবু
Published : 13 July 2016, 01:55 AM
Updated : 13 July 2016, 01:55 AM

ব্যস্ততার একনাম মাওয়া লঞ্চঘাট। দিনরাত সবসময় শুধুই ব্যস্ততা আর তাড়াহুড়া। কিছু খেতে বসলেও শান্তি নেই লঞ্চ ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে। ওমনি খাওয়া রেখেই দৌড়ে আসতে হয় লঞ্চের কাছে, কিন্তু লঞ্চ ছাড়ছে তো ছাড়ছেই। কই চলছে না তো! আবার লঞ্চের ভিতরে আছে "হোটেল মনগড়া" ইলিশমাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার পর একপ্লেট ভাত আর একটুকরো মাছের দাম গুণতে হবে ১০০/=টাকা, যা শহরের একটা হোটেলের দামের দ্বিগুণ। তবু খাচ্ছে মানুষ, চলছে মানুষ গন্তব্যে।