নিতাই বাবু
Published : 11 August 2016, 04:08 AM
Updated : 11 August 2016, 04:08 AM

স্রষ্টায় সৃষ্টি করেছে বিশ্বব্রহ্মাণ্ড আর মানুষ, মানুষ সৃষ্টি করেছে টাকা৷ এই টাকার জন্য কত না কৌশল অবলম্ব করতে হয় আমাদের, কখনো মিথ্যে কথা, কখনো চুরিচামারি, কখনো ডাকাতি, কখনো বাটপাড়ি ৷ আবার কখনো কঠিন পরিশ্রমের কাজ, কখনো হাত পেতে ভিক্ষা ৷ তবে কেউ ভিন্ন কৌশলেও টাকা রোজগার করে থাকে, ছবিতে একটি হাতি, হাতি প্রদর্শন করে মানুষে কাছে চেয়ে থাকে টাকা ৷ হাতিটা তাঁর নিজের, থাকে আদমজি মহানগর, সাপ্তাহে এক-এক দিন, এক-এক জায়গায় হাতি চড়ে ছুটে যায় একেক মহল্লায় ৷ সে নিজে হাত পাতেনা কখনো, হাতপাতে তাঁর হাতি ৷হাতি'র সূর বাড়িয়ে দেয় মানুষ বা দোকানের দিকে, তখন যে যা পারে পাঁচটাকা, দশটাকা, ও খাবার হাতি'র কাছে আনার সংগে সংগে হাতি তাঁর সূর দিয়ে নিয়ে, ওপরে বসা মাউতের কাছে দেয় ৷ মাউত হাতি'র দেওয়া টকা-পয়সা খাবার তাঁর ব্যাগে ভরে ৷ কেউ একটা পাউরুটি হাতিকে দিলেও, হাতি তাঁর চালক মাউতের কাছে দিয়ে দেয় ৷ এভাবে সারাদিনে অন্তত এক দেড়হাজার টাকা হাতি'র মালিক রোজগার করে ৷ যে খাবার পায়, সেই খাবারের তো হিসাবই নাই ৷