ভিক্ষা হিসেবে আমাকে এক’শ টাকা নয়, সাহায্য হিসেবে এক টাকা দিন

নিতাই বাবু
Published : 19 August 2016, 10:13 AM
Updated : 19 August 2016, 10:13 AM

মোহাম্মদ লোকমান হোসেন, বাড়ি; সিলেট, তিনি হোলেন জন্মলগ্ন হতে অঙ্গপ্রতিবন্ধী৷ এঅবস্থায়ও তিনি নিজের মায়ের কাছ থেকে হাতে-খড়ি নিয়ে ষষ্ঠশ্রেনী পর্যন্ত লেখাপড়া করেন৷ মা-বাবার মৃত্যুর পর,পরিচিত একজন লোকের সাথে নারায়নগঞ্জ চলে আসে৷ শুরু করে দেয় মানুষের কাছ থেকে সাহায্য ওঠানো, প্রতিদিন সন্ধ্যা হতে রাত নয়-ঘটিকা পর্যন্ত চলে তাঁর মানুষের কাছে সাহায্য চাওয়া৷ হাতে থাকে একটা ছোট নোটবুক, আর একটা কলম যা, দিয়ে লিখে মানুষের কাছে চাওয়া হয় সাহায্য৷ ভিক্ষা হিসাবে আমাকে একশত টাকা নয়, সাহায্য হিসাবে আমাকে একটাকা দিন ৷

এমনি করে রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যেও থেমে নেই বেচারা, ছুটে চলছে মার্কেটের সামনে দিয়ে একপ্রান্থ থেকে আরেক প্রান্থে ৷ চলছে দুহাতের দুইকুনি দিয়ে, মাটির মানুষ টাটির সাথে মিশে ৷ একটু যাওয়া পরপর'ই সামনে বাটিতে থাকা নোটবুক আর কলম নিয়ে লিখছে নিজে মনগড়া ভাবে ৷ তাঁর লেখা কেউ পড়ছে, কেউ আবার থাকিয়ে-থাকিয়ে দেখছে ৷ কেউ কিছু দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না ৷

লেখাগুলো তাঁর হাতের লেখা ৷