প্রাচীনতম পানির ট্যাংক

নিতাই বাবু
Published : 20 August 2016, 01:30 AM
Updated : 20 August 2016, 01:30 AM

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ২নং ঢাকেশ্বরী কটন মিলস্ (বর্তমান ইব্রাহিম টেক্সটাইল) এর প্রাচীনতম পানির ট্যাংক। আজও স্মৃতি হয়ে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। একসময় এটি ছিল এই ঢাকেশ্বরী মিলের পানি শোধনাগার, সমনে ছিল বিরাট দিঘির মত এক বিষাল পুকুর। সেই পুকুর থেকে পানি টেনে নিয়ে জমা করতো উপরে থাকা দুটি ট্যাংকে। ট্যাংক থেকেই পরে পানি সরবরাহ করতো পুরো মিলে।