ক্ষুদ্র কচুরিপানার রাজত্বে মৎস্য চাষে বিপর্যয়

নিতাই বাবু
Published : 23 August 2016, 11:46 AM
Updated : 23 August 2016, 11:46 AM

ছোট কচুরিপানার রাজত্বে মৎস্য চাষের বিপর্যয় ৷ এসব ক্ষুদ্র ক্ষুদ্র কচুরিপানাগুলো পুকুরে বা জলাশয়ে শেওলা হতে জন্মায়, সংখ্যায় থাকে খুব কম ৷ কচুরিপানার জন্মের কথা অনুযায়ী প্রতি রাতে একটি কচুরিপানা সাতটি করে কচুরিপানা জন্ম দেয়, সেই কারণে দিন যেতে না যেতেই পুরো পুকুর দেখতে দেখতেই ভরে যায় চোখের পলকে ৷ তখন মৎস্যচাষীরা পড়ে যায় বিপাকে ৷ এমনই এক মহাবিপদে পড়ে গেল আমাদের নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল লক্ষীনারায়ণ কটন মিলস সংলগ্ন এলাকার রেলওয়ের একটা জলাশয়ের মৎস্য খামারের, মৎস্য চাষীরা ৷ এখন তিজন লোককে দৈনিক চার'শ টাকা মুজুরী দিয়ে সেই কচুরিপানাগুলে পরিষ্কার করাতে হচ্ছে ৷