সিদ্ধিরগঞ্জের গোদনাইলে গোসল করতে পুকুরে নেমে নিখোঁজ

নিতাই বাবু
Published : 6 Oct 2016, 05:24 AM
Updated : 6 Oct 2016, 05:24 AM

সম্মানিত পাঠক, এই সেই পুকুর ৷ যেখানে গত ০৫/১০/২০১৬ইং রোজ বুধবার সন্ধ্যায় এই পুকুরে গোসল করতে নেমে একটি যুবক নিখোঁজ হয় ৷ উদ্ধার কাজে আসা দুইটি ফায়ার সার্ভিসের ইউনিট এর তিনজন ডুবুরী দুইদিন নিখোঁজ যুবকটির লাশের সন্ধান করে, লাশ না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন ৷ প্রিয় পাঠক, আজ ০৮/১০/২০১৬ইং রোজ শনিবার পর্যন্ত যুবকটির লাশের কোন সন্ধান হয়নি ৷ এখন লোক মুখে শোনা যায় যে, বহু আগেও আরো তিনজন ছেলেমেয়েকে এই পুকুরের গ্রাস করেছে, তবে লাশ পাওয়া গিয়েছিল তিনদিন পরে ৷ দুইটি ছেলেকে নিয়েছিল এক সাথে, ছোট একটি মেয়েকে নিয়েছিল এর কয়েক বছর পরে, এবার ঘটলো নওগা এর এই যুবকটির ৷ এখন কেউ বলছে আগের মত অলৌকিক ঘটনা, কেউ বলছে নাটক, কেউ বলছে ভিন্ন কথা ৷ তবে আমরা সত্য ঘটনার অাশায় রইলাম অধীর আগ্রহে ৷

ছবিটি রাত ১১টা ২০ মি: তোলা ৷ উৎসুক জনতা দেখার জন্য ভিড় জমায় ৷
আজ ০৫/১০/২০১৬ইং রোজ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল লক্ষীনারায়ণ কটন মিলস এর পুকুরে গোসল করতে গিয়ে এক যুবক নিখোঁজ ৷ ছেলেটির বাড়ি নওগা, দুই-তিনদিন আগে ছেলেটি কাজের সন্ধানে নওগা হতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল লক্ষীনারায়ণ বাজার সংলগ্ন মাঝিপাড়া গ্রামে আসে পরিচিত একজন লোকের বাসায় ৷ এই এলাকায় বর্তমানে বহু গার্মেন্টস শিল্প, তাই কাজ জোগার করতে ছেলেটির বেশি একটা কষ্ট করতে হয়নি ৷ বড় এক নামী-দামী গার্মেন্টেস এ ছেলেটি কাজে যোগদানোও করেছে গতকাল ০৪/১০/২০১৬ইং তারিখে নীট কনসার্ন গ্রুপে ৷

ছবিটি রাত ১১টা ২০ মি: তোলা ৷ উৎসুক জনতা দেখার জন্য ভিড় জমায় ৷
আজ গার্মেন্টস হতে কাজ শেষ হয় বিকাল ৬ ঘটিকায়, বাসায় এসে জামাকাপড় ছেড়ে গোসল করার উদ্দেশে পাশের লক্ষীনারায়ণ কটন মিলস এর পুকুরে যায় গোসল করতে, সাথে ছিল আরো দুজন ৷ তখন সন্ধ্যা ৬:৩০মি: সাথের দুজন গোসল সেরে পুকুরের সিঁড়ি ঘাটে ছেলেটির জন্য অপেক্ষা করছিল ৷ ছেলেটি তখনো গোসল করছে, একসময় ছেলেটি সিঁড়ি ঘাট হতে পুকুরে সাঁতার দিয়ে একটু দূরে গিয়েই অদৃশ্য হয়ে যায় ৷

ছবি ০৬/১০/২০১৬ইং সকাল ৯টা ৩০ মি: তোলা ৷ পুকুপাড়ে নারী-পুরুষ অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে ছেলেটির লাশ ভেসে উঠলে দেখবে সেই আশায় ৷
সাথে থাকা দুজন যুবক সাথে সাথে হৈচৈ শুরু করে দেয়, তাদের হৈচৈ শুনে এলাকার লোকজন পুকুরপাড়ে সমাবেশ হয়ে দুই-তিনজন লোককে মাছ ধরার জাল দিয়ে পুকুরে নামায় ৷ বহু খোঁজাখুঁজি করেও ওই অদৃশ্য হয়ে যাওয়া ছেলেটির আর কোন সন্ধান পায়নি ৷

ছবি পরদিন সকাল ৯টা ২০ মি: তোলা ৷ পুকুপাড়ের প্রাচীরের উপর দিয়ে উঁকি দিয়ে দেখছে বাহিরের রিকশওয়ালা ও উৎসুক জনতা ৷


পরে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেয়, সিদ্ধিরগঞ্জ থানা হতে পুলিশ ঘটনাস্থলে এসে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও পোস্তগোলা ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷ সাথে সাথে হাজীগঞ্জ ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে, সাথে ছিল তিনজন সুদক্ষ ডুবুরী ৷ পুলিশের অনুমতি নিয়ে একজন ডুবুরি ডুবে যাওয়া ঘটনাস্থলে নামে ৷

ছবি লক্ষীনারায়ণ কটন মিলস এর প্রধান গেট, সকল ৯টা ২০ মি: তোলা ৷ উদ্ধার কাজে আসা ফায়ার সার্ভিসের সামনে উৎসুক জনতার ড়িড়, ডুবুরীদের কাজ থেকে কিছু জানার জন্য ৷
এই লেখাটি লেখা পর্যন্ত হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরী পুকুরেই ছেলেটির সন্ধানে কাজ করছে, এখনো কোন সন্ধান মিলেনি ৷

ছবিটি ০৬/১০/২০১৬ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫মি: তোলা ৷ ছবিতে দেখা যায় দুজন ডুবুরী পুকুরের পানিতে নেমে ছেলেটির জন্য খোঁজাখুঁজি করছে, যা এখনো সন্ধান মিলেনি ৷
জানিনা ছেলেটির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, জীবন না মৃত্যু ৷

ছবি আরো একমাস আগের তোলা ৷
উল্লেখ করা যায়, কিছুদিন আগেও একটি চলন্ত ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে এই পুকুরপাড়ের বেড়া ভেঙ্গে টেক্সিটা এই পুকুরে ডুবে যায় ৷ এতে কোন হতাহত হয়নি, তবে বহু কষ্টে ক্রেনের সাহায্যে ট্যাক্সি উদ্ধার করা হয় ৷

পরদিন সকালে গিয়ে জানা যায় ফায়ার সার্ভিসের ডুবুরীরা সারারাত তল্লাশি করেও ছেলেটির কোন সন্ধান পায়নি ৷ আজ ০৬/১০/২০৬ইং আবার তল্লাশি চালানো হবে বলে ধারণা করা হচ্ছে ৷

ছবিটি ০৬/১০/২০১৬ইং রোজ বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০মি: তোলা ৷ ছবিতে দেখা যায় কৌতূহলী নারী-পুরুষ পুকুরের সিঁড়ি ঘাটে দাঁড়িয়ে আছে ছেলেটির লাশ দেখার জন্য ৷

ছবিটি ০৬/১০/২০১৬ইং বিকাল ৫টা ৩০মি: তোলা ৷ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ডুবুরীরা লাশ না' পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করার পর উৎসুক জনতা ঘটনার বিবরণ জানতে ভিড় করে ৷ অলৌকিক হলেও সত্য যে, পানিতে ডুবে ছেলেটি গায়েব হয়ে যায় ৷

নিতাই বাবু, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল লক্ষীনারায়ণ বাজার ৷
০৫/১০/২০১৬ইং
রোজ বুধবার
সময়: রাত ১১:২০ মি:
সর্বশেষ সম্পাদিত ০৬/১০/২০১৬ইং
রোজ বৃহস্পতিবার, সকাল ১০টা ২৫মি:

সর্বশেষ সম্পাদিত ০৬/১০/২০১৬ইং
রোজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫মি:
বিস্তারিত আসছে ৷

সর্বশেষ সম্পাদিত বিকাল ৫:৩০মি:
০৬/১০/২০১৬ইং
রোজ বৃহস্পতিবার ৷

সর্বশেষ সম্পাদিত: ০৮/১০/২০১৬ইং
রোজ শনিবার, দুপুর ১২:৩০মি: