গোদনাইল রসূলবাগ শাহজালাল যুব সমাজের উদ্যোগে, ওয়াজ মাহফিল

নিতাই বাবু
Published : 14 Oct 2016, 04:42 PM
Updated : 14 Oct 2016, 04:42 PM

প্রতিবছরের মত এবারো নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল রসূলবাগ শাহজালাল যুব সমাজের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে এক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৷
এছাড়াও এই এলাকার ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষেও লক্ষীনারায়ণ বাজার কমিটির উদ্যোগে প্রতিবছরই, দেশের খ্যাতিসম্পন্ন ঈসলামি চিন্তাবিদের দাওয়াতের মাধ্যমে ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে ৷ প্রত্যেক ওয়াজ মাহফিলে দেখা যায়, দেশের যত বড় মাওলানাকে দাওয়াত করা হোক না কেন, প্রত্যেক ওয়াজে অত্র এলাকার জৌনপুরী পীর সাহেব থাকবেই ৷


ছবিতে বর্তমান গদ্দিনাশীন, "আল্লামা মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ ওনায়েতপুরী আব্বাসী ওয়া সিদ্দিকী ৷ আব্বাসী মঞ্জিল জৌনপুরী ৷"

এবারো এর ব্যতিক্রম ঘটেনি, ওয়াজ মাহফিলে এলাকার তিনটি মসজিদের তিনজন ঈমাম সাহেব ছাড়াও, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাওলানাকেও দাওয়াত করা হয় ৷ পবিত্র আশুরা উপলক্ষে এই ওয়াজ মাহফিলের আয়োজন করে এলাকার উঠতি বয়সের যুবকরা ৷ পবিত্র আশুরার একমাস আগে থেকেই এই ওয়াজ মাহফিলের প্রস্তুতি নিতে শুরু করে এলাকার যুবকরা ৷

এবার ওয়াজ মাহফিলে,
প্রধান বক্তা ছিলেন ৷
"আমির তাহরিকে খাতমে নুবুয়্যেত বাংলাদেশ আল্লামা, মুফতী ডঃ সাইয়্যেদ মুহাম্মাদ ওনায়েতপুরী আব্বাসী ওয়া সিদ্দিকী ৷"
বর্তমান গদ্দিনাশীন পীর, "আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফ ৷"
পাঠানটুলী নারায়ণগঞ্জ ৷

বিশেষ অতিথি ছিলেন ৷
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ৷
ক্বারী পীরজাদা "সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদুল্লাহ আব্বাসী ৷"
জৌনপুরী দরবার শরীফ ৷
পাঠানটুলী নারায়ণগঞ্জ ৷

ওয়াজ মাহফিলে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা হতে আসা মুসল্লীগণ ৷

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন ৷
অত্র এলাকার, "হাজ্বী ইফতেখার আলম খোকন"
সভাপতি: গোদনাইল উচ্চ বিদ্যালয় ও কো-অপ লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয় ৷
প্রচার সম্পাদক: নারায়ণগঞ্জ মহানগর, বাংলাদেশ আয়ামী লীগ ৷

সার্বিক তত্বাবধানে ছিলেন ৷
মুহাম্মাদ জসিমউদ্দিন ৷
সভাপতি: গোদনাইল রসূলবাগ শাহজালাল যুব সমাজ ৷

ওয়াজ মাহফিলে আরো ওয়াজ করেন ৷
মাওলানা আব্দুল মান্নান সুবহানী ৷
মাওলানা মুহাম্মাদ শফিকুর রহমান ৷
মাওলানা হাফেজ মুহাম্মাদ ছাইফুদ্দিন ৷


গত ১৩/১০/২০১৬ইং রোজ বৃহস্পতিবার বিলেল থেকেই এলাকায় ছিল সাজ-সাজ ভাব, ছোট-ছোট শিশুদের মাঝে ছিল এক অন্যরকম আনন্দের ছোঁয়া ৷ বিকেল থেকেই এলাকার রসূলবাগ মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা মঞ্চে উপবিষ্ট হয়ে গজল গাইতে থাকে ৷ সন্ধ্যার পর মঞ্চে আসে এলাকার তিনটি মসজিদের তিনজন ঈমাম সাহেব, শুরু হয় তাদের ওয়াজ ফরমানো বক্তৃতা ৷


রাত এগারোটার সময় জৌনপুরী পীর সাহেবের গাড়ি মঞ্চের সামনে এসে হাজির হয় ৷ আগে থেকেই জৌনপুরী পীর সাহেবর অপেক্ষায়, ওয়াজ পরিচালনা কমিটির লোকেরা ফুলের মালা নিয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকে, জৌনপুরী পীর সাহেবকে বরণ করার জন্য ৷ জৌনপুরী পীর সাহেব গাড়ি থেকে নামার সাথে সাথে সবাই তাকে ফুলের মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেয় ৷ পরে সম্মানিত পীর সাহেব মঞ্চের দিকে হাঁটতে শুরু করে, পিছনে পিছনে হাঁটতে থাকে ওয়াজ পরিচালনা কমিটির সবাই ৷

ওয়াজ মাহফিলের সামনের রাস্তায় বহ দোকান বসেছে এবার, তাদের কাছে ছিল টুপি, নানারকম ধর্মীয় বই পুস্তক ও আতর, তবজী ৷

ওয়াজের জন্য মঞ্চটি তৈরি করা হয়, গোদনাইলের লক্ষীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে ৷ সুবিশাল খেলার মাঠটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মুসল্লীদের আগমনে ৷ এবারের মত এত লোকর বা সম্মানিত মুসল্লীদের আগমন কখনোই ঘটেনি ৷ জৌনপুরী পীর সাহেব রাত ১২টায় ওনার বক্তৃতা শুরু করে রাত ৩টায় বিশেষ মোনাজাতের মাধ্যমে, জৌনপুরী পীর সাহেবর বক্তৃতা শেষ করেন ৷ ওয়াজের পরিসমাপ্তির পর সব মুসল্লীদের হাতে দেওয়া হয় মুরগী দিয়ে বিরিয়ানী করা একটা তবারক এর পেকেট ৷ সেই তবারকের দুইটি পেকেট আমিও হাতে পেয়েছি ৷

কেন থাকলাম ওয়াজে?
এই ওয়াজ মাহফিল আমার এলাকার, আমার অফিসের সামনে ৷ এই এলাকার মানুষের সাথে আমার মন-প্রাণ-দেহ-আত্মা সবই মিশে আছে বহুদিন থেকে ৷ এই এলাকার প্রায় সব মানুষের ছবিও আমি সংগ্রহ করে রেখেছি আমার গুগল ড্রাইভ ফাইলে ও নিজের তৈরি করা অন্য একটি ব্লগে ৷ কোন বিয়েশাদির অনুষ্ঠান হলেও এলাকার লোকে আমাকে খবর দেয় একটা ছবি তোলার জন্য বা একটা ভিডিও করার জন্য ৷ তাই এই ওয়াজ মাহফিলের আয়োজনেও আমাকে আগে থেকে বলে রেখেছিল ওয়াজ পরিচালনা কমিটির লোকেরা ৷ ইতিমধ্যে সবার অনুরোধে, ওয়াজের একটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়েছে, স্মৃতি করে রাখার জন্য ৷ তাই ছিলাম প্রিয় এলাকাটিকে ভালোবেসে, আর এলাকার মানুষের ভালোবাসায় ৷

https://www.youtube.com/watch?v=QwGkPPyfQrE