বিডিনিউজ ব্লগের সব পোস্টের ’পঠিত’ সংখ্যা গেল কোথায়?

নিতাই বাবু
Published : 16 Oct 2016, 04:22 PM
Updated : 16 Oct 2016, 04:22 PM

আজ ১৬/১০/২০১৬ইং রোজ রবিবার দুপুরবেলা থেকে বহু চেষ্টা করেও ব্লগে ঢুকতে পারিনি, হয়তো টেকনিক্যাল কারিগরি সমস্যা ছিল ৷ সারা বিকেলই অনেক চেষ্টা করেছি আমার প্রিয় ব্লগারদের পোস্টগুলো পড়ার জন্য, সেটাও পারিনি ৷ সন্ধ্যা ৭টার সময় ব্লগে প্রবেশ করতে পেরেছি, ব্লগে ঢুকে প্রিয় ব্লগারদের পোস্টগুলের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম ৷

অবাক হলাম প্রিয় ব্লগারদের পোস্টে কোন পাঠক সংখ্যা নেই, আছে শুধু মন্তব্যে সংখ্যা ৷ ভাবলাম কিছুক্ষণ পর হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি ৷ তারপর ভাবতে লাগলাম হয়তো দুএকটা পোস্টের পাঠক সংখ্যা হারিয়ে যেতে পারে টেকনিক্যাল ত্রুটির কারণে, না তাও না, সবার সব পোস্টগুলি চেক করলাম ধীরে ধীরে, দেখলাম সব একরকম অবস্থা ৷ সবার সব পোস্টে সবই ঠিক আছে, নেই শুধু পাঠক সংখ্যা ৷ এরকম দেখে ভাবলাম, একটা পোস্ট লিখে দিলে হয়তো এর কারণটা জানা যাবে, তাই এই পোস্টখানা লেখলাম ৷

আশা করি সম্মানিত ব্লগ টিম মহোদয় বিষয়টি সবাইকে জানিয়ে দিবেন, বলে দিবেন কী কারণে এই টেকনিক্যাল ত্রুটিবিচ্যুতির ঘটনা ৷

১৬/১০/২০১৬ইং রোজ রবিবার ৷
সময়: রাত, ৯:২৬মি:

"সম্মানিত সহ ব্লগার ভাই ও বোনেরা লক্ষ্য করুণ"

বিডি নিউজ ব্লগের পোস্টগুলির কারিকারি পঠিত সংখ্যার দিন শেষ ৷ কারণ; আজ কয়েক দিন যাবৎ লক্ষ্য করছি যে, ব্লগে পোস্ট করা কিছু পোস্ট বিডি নিউজ ফেসবুক হোম পেইজে শেয়ার করছে নিয়মিত ভাবে ৷ কিন্তু ফেসবুকে শেয়ার করা পোস্টগুলির পঠিত সংখ্যা খুবই নগণ্য, যা আগে হয়েছিল হাজারে হাজার, লাখোলাখো ৷

তাতে বুঝা যায়, আগে যা হয়েছিল , তা ছিল ভূয়া পঠিত সংখ্যা ৷ আর এখন যা হচ্ছে, তা-ই সঠিক পঠিত সংখ্যা ৷ কারণটা খুবই পরিষ্কার, তা হলো, বিডি নিউজ যখন ব্লগ থেকে একটা লেখা বা পোস্ট ফেসবুকে শেয়ার করে, তখন ফেসবুকের বিডি নিউজের পছন্দকারীরা শুধু লাইক দেয়, আর মন্তব্য করে ৷ এছাড়া কোন ব্যবহারকারী মোবাইলে অথবা পিসিতে, এত দূর-মূল্যের বাজারে 3g খরচ করে, বিডি নিউজ ব্লগ সাইটে প্রবেশ করে লেখাটা পড়ে না ৷

এরমধ্যে খুব কম মানুষেই বিডি নিউজ ব্লগ সাইটে প্রবেশ করে পোস্টের লেখা পড়ে থাকে ৷ কাজেই পঠিত সংখ্যা তেমন একটা বৃদ্ধি পায় না, যার প্রমাণ এখনকার পোস্টগুলিতে পাওয়া যায় ৷ আগে যা হয়েছিল, তা কারিগরি ত্রুটির কারণে হুহু করে ফেসবুকের লাইক কমেন্ট সহ সব পঠিত সংখ্যায় রূপ নিয়েছিল ৷

আমি লক্ষ্য করে আসছি, সম্মানিত ব্লগপোষক মহোদয় যখন একটা লেখা প্রকাশ করে, তখন দশখানা পোস্ট উপর-নিছে সারিবদ্ধ ভাবে থাকে ৷ সেখান থেকে প্রথম অথবা দ্বিতয় আর ফিচার পোস্ট আর্কাইভ পোস্টখানা বিডি নিউজ ফেসবুকে শেয়ার করে ৷ এছাড়া প্রথম, দ্বিতয়, তৃতীয়, আর ফিচার পোস্ট ছাড়া বিডি নিউজ কোন ভালো পোস্ট-ই ফেসবুকে শেয়ার করে না, সেখানে যত ভালো পোস্ট থাকুক না কেন ৷ পরিশেষে একটা কথা বলে শেষ করছি আমার সর্বশেষ সম্পাদিত লেখা ৷ সেটা হলো আমি চাই, ভালো লেখকদের ভালো লেখায় পঠিত সংখ্যা বৃদ্ধি পাক ৷ পঠিত সংখ্যায় লেখকের মনে আনন্দ যোগায়, লিখতে উৎসাহিত হয় ৷

সর্বশেষ সম্পাদিত:
২৪/১০/২০১৬ইং
রোজ সোমবার,
রাত ২:৩০মি: