পেটের অসুখের জন্য ‘তাড়ি’!

নিতাই বাবু
Published : 9 May 2017, 01:20 AM
Updated : 9 May 2017, 01:20 AM

তালের রস, শীত, গ্রীষ্ম আর বর্ষায় আমাদের আনাচে-কানাচে সর্বত্র পাওয়া যায়, যা আমরা রস হিসেবে পান করে থাকি। কিন্তু এই তালের রস দিয়ে আবার তৈরি করা হয় 'তাড়ি'। যেই তাড়ি পান করলে হয় নেশা নেশা ভাব, মনে জাগে আনন্দ। আবার এই তাড়ি পান করলে পেটের কসা-খিছাও নাকি দূর হয়ে যায়। তা-কি সত্যি? লোকে বলে, নিজে জানিনা।