নিতাই বাবু
Published : 6 Nov 2017, 02:16 AM
Updated : 6 Nov 2017, 02:16 AM

কাগজ দিয়ে চরকা বানিয়ে মহল্লায়-মহল্লায় ঘুরে বেড়ায়, এই চরকাওয়ালা। তার খরিদ্দার হলো, ছোট-ছোট শিশুরা। ঘুড়ি বানানোর রঙিন পাতলা কাগজ দিয়ে তৈরি এই চরকা। কাগজের তৈরি ছোট একটা চিকন লাঠিতে আটকানো থাকে। যা একটু সামান্য বাতাসেই শোঁ শোঁ করে ঘুরে। যত ঘুরবে, ততই খুশিতে মেতে ওঠে ছোট-ছোট ছেলে-মেয়েরা। তবে দাম বেশি এক নয়, এই খুশির মূল্য মাত্র দুই টাকা।