প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড

নিতাই বাবু
Published : 23 Nov 2017, 09:04 PM
Updated : 23 Nov 2017, 09:04 PM

ঢাকা-নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড। এখান থেকে সড়ক পথে, বাস যোগে খুব অল্প সময়ে ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় যাওয়া যায়। নারায়ণগঞ্জ হতে ঢাকাগামী আসিয়ান, বন্ধন, উৎসব, আনন্দ, সেতু ও বিআরটিসি ইত্যাদি বাস রয়েছে। এই বাসস্ট্যান্ডকে মরনব্যধি বসস্ট্যান্ডও বলা চলে। কারণ, এই বাসস্ট্যান্ডটির জন্য সর্বদা শহরে যানজট লেগেই থাকে।

ছবিটি গত দুইবছর আগে তোলা।