অলেম্পিকে নতুন খেলা আমরা চাইতেই পারি

রাশেদুল ফরহাদ
Published : 5 Jan 2013, 06:08 AM
Updated : 5 Jan 2013, 06:08 AM

সামনের অলেম্পিকে একটা নতুন খেলা রাখার আবেদন করতেই পারি আমরা।

খেলার নাম "কথা চালাচালি"।

আর বিষয় হিসেবে যদি নির্বাচিত হয় "সাপ"। তাইলে স্বয়ং ওবামাও ধরা খাইছে। কারণ সে আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে, বড় বক্তা হতে পারে কিন্তু সাপ সম্বন্ধে আমদের চাইতে বেশি জানে না।

( বিরোধী দলীয় নেত্রী সরকারী দলকে সাপের চেয়েও ভয়ংক হিসেবে আখ্যায়িত করার পর থেকে সাপ আমাদের রাজনীতির মাঠে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারী দল থেকেও ছুড়ে দেয়া হচ্ছে চমৎকার সব সাপুড়ে বক্তব্য।)

খেলার মাঠে কাল্পনিক কথা চালাচালিঃ

একজন কবে, "তুই, একটা সাপ।"
আরেকজন কবে, "মুই সাপ, তুই কার বাপ?"
অন্যজন কবে, "মুই ওঝা"
অপরজন কইতে পারে চেঁচিয়ে, " ওঝা! এত সোজা;
এখনো তো হয়নি তোমার নাগ-নাগিনী খোঁজা।"

এভাবে চলতেই থাকবে কিংবা এর চেয়ে আরো বহুগুন ভালো বই মন্দ হবে না।