লিরিকস: ১৮০০ শতকের শেষ দিকের ও ১৯০০ শতকের প্রথম দিকের বাংলাদেশের চিত্র (ছবি পোস্ট)..!!!

সুলতান মির্জা
Published : 23 June 2012, 05:38 AM
Updated : 23 June 2012, 05:38 AM

প্রিয় পাঠক-পাঠিকা এইটা একটা ছবি পোস্ট যা আমি কিছু দিন আগে দিয়েছিলাম পর্ব আকারে। আসলে সময় স্বল্পতার কারণে পরের ছবি গুলো আর দিতে পারিনি। ছবি গুলো আপলোড করে পোস্ট ড্রাফট করে রেখেছিলাম কিন্তু দেইনি। আজকে দিয়ে দিলাম। পূর্ববর্তী পোস্টে আমি খেয়াল করেছিলাম এই ছবি গুলো প্রতি অনেকেরই আগ্রহ ছিল। তো যাই হোক আশা করি ছবি গুলো দেখে মজা পাবেন ও উপলব্ধি করতে পারবেন শত বত্সর আগে এই বাংলার রূপ কেমন ছিল।

পাঠক এই ছবি গুলো ব্রিটিশ লাইব্রেরির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত। ১৮০০ শতকের শুরু থেকে ১৯৪৭ সাল পর্যন্ত দেশ ভাগের পূর্ব পর্যন্ত ভিবিন্ন সময়ে ভিবিন্ন উপনৈবেশিক শক্তি এই উপমহাদেশ কে শাসন করেছে। ঠিক ওই সময়কার অনেক গুরত্ত্বপূর্ণ দলিল এখনো ব্রিটিশরা খুব সযতনে রেখে দিয়েছে তাদের সংরক্ষনাগারে এই ছবি গুলো সেইখান থেকে সংগৃহীত। তাহলে পাঠক দেখতে থাকুন। বর্ণনা সহকারে।


বাংলাদেশী গ্রামের জনগণ এর চিত্র ১৮৬০ ইং


পুরানা পল্টন বাজার, ঢাকা ১৮৭৫ ইং


গ্রামের চিত্র ১৮৬০ ইং


বুড়িগঙ্গা নদীর চিত্র ১৮৮০ ইং


পুরাতন ঢাকার চকবাজার মোড় ১৯০৪ ইং


চকবাজার এর চিত্র ১৮৮৫ ইং


ঢাকা কলেজ ১৮৭২ ইং


ঢাকা কলেজ ১৯০৪ ইং


ঢাকেশ্বরী মন্দিরের চিত্র ১৯০৪ ইং


গড়াই নদীর চিত্র কুষ্টিয়া ১৮৬০ ইং


লালবাঘ কেল্লা ঢাকা ১৮৭২ ইং


মিটফোর্ড হসপিটাল ঢাকা ১৯০৪ ইং


খ্রিস্টান দের প্রার্থনা কেন্দ্র নারিন্দা ঢাকা ১৮৭৫ ইং


নর্থবুক হল লাইব্রেরি ঢাকা ১৯০৪ ইং


নওয়াবপুর রোড ঢাকা ১৮৭২ ইং


পরিবাগ মাজার ঢাকা ১৯০৪ ইং


রমনা গেট ঢাকা ১৯০১ ইং


পদ্মা নদী কুষ্টিয়া ১৮৬০ ইং


ধোলাই খালের স্টিলের সেতু ঢাকা ১৯০৪ ইং


বাংলাদেশের প্রাচীনতম রাজধানী সোনারগাও ১৯০৪ ইং


টঙ্গীর তুরাগ নদীর সেতু ১৯০৪ ইং

ছবিসুত্র: ব্রিটিশ লাইব্রেরির অফিসিয়াল ওয়েব সাইট