বিডিনিউজ ব্লগের ব্লগারদের ত্রাণ কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত!

সুলতান মির্জা
Published : 9 July 2012, 02:30 PM
Updated : 9 July 2012, 02:30 PM

"আর্ত মানবতার সেবায় বিডিনিউজ ব্লগের ব্লগাররা নিবেদিত সবসময়, সবার পাশে"

সাম্প্রতিক সময়ে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের, চট্টগ্রাম, বান্দারবান ও কক্সবাজার জেলাতে সরম্নকালের সবচেয়ে বেশি বৃষ্টিতে, পাহাড়ী ঢল, পাহাড় ধস ও সৃষ্ট বন্যার পানিতে নদী ভাঙ্গনে প্রাণ হারায় সরকারী হিসেব অনুসারে ১১৯ জন। এবং বহু পরিবার তাদের থাকার অবশিষ্ট ঘর হারায় নদী ভঙ্গনে, নষ্ট হয় ফসলি জমি,স্রোতের পানিতে যায় যায় গরু-ছাগল,হাস-মুরগি। আমরা বিডিনিউজ ব্লগের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চিন্তা করি। আহব্বান করি তাদের পাশে যার যা সাধ্যে কুলয় তাই নিয়ে দাঁড়ানোর জন্য। যা এই পোস্টে উল্লেখ ছিল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মানবিক সাহায্যের প্রস্তাবনা। বিডি ব্লগের ব্লগাররা আর্ত মানবতার লক্ষে যার যা সাধ্যে ছিল তাই নিয়ে ঝাপিয়ে পড়ে বানবাসী মানুষের পাশে।

এই মহতী কাজে যারা অনুদান দিয়ে অংশগ্রহণ করেছেন তাদের কে জানাই বিডি বিউজ ব্লগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর যারা দিতে পারেননি তাদের কে জানাই অভিনন্দন।
বিডি নিউজ ব্লগারদের একটি সফল মিশন !!!
এই মহতী কাজে সে সকল ব্লগাররা অনুদান দিয়েছে আমি সেই সকল তথ্য উপস্থাপন করছি।
সংগৃহিত অর্থের পরিমাণ:

ব্লগার কাজী মুরাদ – ৩০,০০০/-
ব্লগার আব্দুল মোনেম – ১০,০০০/-
ব্লগার উত্তর পুরুষ -৫০০০/-
ব্লগার জাহেদ উর রহমান – ৫০০০/-
ব্লগার সিনথিয়া – ২০,০০০/-
ব্লগার জিনিয়া – ২০,০০০/-
ব্লগার আইরিন সুলতানা – ৫০০০/-
ব্লগার মোত্তালিব দরবারী – ১০০০/-
ব্লগার আরিফ হোসেন সাঈদ – ৫০/-
ব্লগার পাগল মন – ৫০০০/-
আশফাক সফল (মূলত তার স্ত্রী দিয়েছেন) – ২০০০/-
মঞ্জুর মোর্শেদ – ৩০০০/-
—————————————————————
সর্বসাকুল্যে নগদ আর্থিক সংগ্রহের পরিমাণ ছিল ১ লাখ ৬ হাজার ৫০ টাকা।

নগত অর্থ ছাড়াও দুর্গতদের জন্য কিছু প্রয়োজনীয় দ্রবাদিও সংগ্রহ করা গেছে ব্লগারদের পক্ষ থেকে।

ব্লগার নুরুন্নাহার শিরীন আপা'র পক্ষ থেকে –
১০ প্যাক মুড়ি,
৬ কেজি গুড়
৪ বক্স এনার্জি বিস্কিট
৬ বক্স ওরস্যালাইন
৩ বক্স পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট
৩ ডজন ম্যাচ
৩ প্যাকেট মোমবাতি

ব্লগার জামান বাবু 'র পক্ষ থেকে –
1) Tab. Paracetamol – 1000 pcs
2) Tab. Metronidazol – 1500 pcs
3) Cap. doxicycline – 2000 pcs
4) Oral saline – 600 scht

ত্রাণ কার্যক্রম শুরুটা হয়েছিল যেভাবে


ত্রাণের অপেক্ষায় দীর্ঘ লাইন


ত্রাণ বিতরণ

যে সকল মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে তাদের নামের তালিকা ভোটার আইডি কার্ডের ফটোকপি সহকারে। প্রাথমিক ভাবে টার্গেট ছিল ১০৬ জন পরিবারে হাতে এই ত্রাণ তুলে দেওয়ার। কিন্তু সময় স্বল্পতা ও গঠনাস্থলের কিছু অপ্রত্যাশীল গঠনার কারণে আর দেওয়া সম্ভবপর হয়ে উঠেনি। যা বিস্তারিত ভাবে উল্লেখ করা হযেছে মিশন একমপ্লিশড! ব্লগারদের আন্তরিক অভিনন্দন! নিম্নে দেখুন তালিকা গুলো –

আরও কিছু নামের তালিকা যোগ হবে। সর্বশেষ হিসেবটা হল

মোট সংগৃহিত টাকার পরিমাণ ১,০৬,০৫০ টাকা
মোট ত্রান দেয়া হয়েছে – ৭৮,০০,০০ টাকা
যাতায়াত ও অন্যান্য খরচ – ৫,৫০০ টাকা
মোট ব্যয় – ৮৩,৫০০ টাকা

এখন অবশিষ্ট হাতে রয়ে গেছে
১,০৬,০৫০ – ৮৩,৫০০ = ২২,৫৫০ টাকা।

দুর্গত এলাকায় ব্লগারদের নিরাপত্তাগত কারণ, তথ্যগত সহায়তা ইত্যাদি কারণে স্থানীয় পর্যায়ে যে সকল যোগাযোগ প্রয়োজন সে সব নিয়ে ব্লগারদের সহায়তা করছেন – ব্লগার আব্দুর রাজ্জাক, ব্লগার উত্তর পুরুষ, ব্লগার নুরুন্নাহার শিরীন।

ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হওয়ার জন্য। এই পোস্টটি আরও আগে প্রকাশ করার দরকার ছিল। কিন্তু সময় ও ব্যস্ততার কারণে খানিকটা দেরি হয়ে গেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই।

@সুলতান মির্জা