সীমাহীন ব্যাক্তি আক্রমণের স্বীকার হয়ে যাচ্ছি আমি। যদিও আমার জানা মতে নিকট অতীতে প্রথম ব্যাক্তি আক্রমণ আমি কাউকে করি নাই। তবে হা আমি প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু কোনও ব্লগার এর বিরুদ্ধে নয়। আমি বিশ্বাস করি স্বাধীন মত প্রকাশে সেটা যেকোনো সময় যেকোনো ভাবে হতে পারে, পাশাপাশি বলে রাখি, সরকারের বিরুদ্ধে সমালোচনা আর ইতিহাস বিকৃতি এক বিষয়ের আওতাধীন হতে পারে না। তাই প্রতিবাদ করি। তার মানে এটা নয় যে আমি একটা পোস্ট করলাম আর সাথে সাথে শুধু মাত্র আমাকেই ব্যাক্তি আক্রমণ করে মন্তব্য গুলো মেনে নিব।
বলতে চাই না, তবু বলতে হচ্ছে এই ব্লগে অনেক সিনিয়র ব্লগার রয়েছে নাম বলব না জীবনে তারা অনেক ব্যক্তি আক্রমণের স্বীকার হয়ে আজকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমার বেলায় এর ব্যতিক্রম কিছু হবে সেটা যেমন আমি আশা করছি না, কিন্তু এমন কিছুই বিশ্বাস ও করছি না যে এতে করে ব্লগের সম্মান বৃদ্ধি পাচ্ছে।
সম্মানিত ব্লগটিম কে উপলক্ষ করে বলতে চাই, বাংলা কমিউনিটি ব্লগ ইতিহাসের একসময়ের বিখ্যাত এই ব্লগটি শুধু মাত্র আপনাদের খামখেয়ালীর জন্য সিন্ডিকেট অতিথি মন্তব্যের কারণে হারিয়ে যাচ্ছে। যদিও জানা রয়েছে তাতে আপনাদের কোনও সমস্যা নেই। পাশাপাশি এটাও জানি, স্বাধীন মত প্রকাশের মাধ্যমে এইখানে অযাচিত কিছু নন ইস্যু বেইস আলাপ আলোচনা বিদ্যমান হয়ে যাচ্ছে। হতাশার জন্ম দিচ্ছে আমার মাঝে,এই সব নন বেইস ইস্যু নিয়ে ব্লগিং কতখানি সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।
আমি জানি আমার ব্লগিং করা না করা বিডি ব্লগের কোনও কিছুতে আটকাবে না। আর তাই সম্মানিত ব্লগটিমের কাছে আমার আকুল আবেদন আমাকে অতিসত্ত্বর ব্যান করা হউক। এর জবাবে হয়তো আপনারা বলবেন না ব্লগে না লিখলেই হয়, উত্তর ও রেডি রয়েছে, যে বিডি নিউজ ব্লগ আমাকে পরিচিত করেছে ভার্চুয়ালে, যে ব্লগ আমাকে শিখিয়েছে দুই একটা ভাষা লেখার জন্য, সে ব্লগের ভালোবাসা আমি অন্ধ হয়ে গেছি। আমার ব্লগিং অবস্থার প্রেক্ষিতে আমাকে ভার্চুয়ালে বিডি ব্লগের ব্লগার বলে পরিচয় দেওয়া হয়। সে ব্লগে আমার দুর্বলতা থাকা বিদ্যমান।
এমতাবস্থায়, আমার ব্লগিং ক্ষমতা কে খর্ব করার জন্য যদি আমার ব্যবহিত নিকটি কে ব্যান করার মধ্য দিয়ে কেড়ে নেওয়া হয়, তখন হয়তো বা আমার দুর্বলতাটা কিছুটা কমে যাবে ব্লগিং এর প্রতি। এবং বিডি নিউজ ব্লগে লেখার উত্সাহ আমি হারিয়ে ফেলবো।
এতএব, আমার বিনীত আবেদন খানা বিবেচনা পূর্বক মঞ্জুর করে আমাকে বাধিত করার জন্য জোর আবেদন জানাচ্ছি।
ধন্যবাদ
@সুলতান মির্জা।
দাঁড়কাক বলেছেনঃ
পাবলিক চালাক হইয়া গেছে। ময়লা আবর্জনা চিনতে পারে।
সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বললে যদি কেউ গালমন্দ করে তাতে কী? নিজের কাছে সৎ থাকতে পারলেই হলো। তবে অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা ঠিক না।
সুলতান মির্জা বলেছেনঃ
ধন্যবাদ জনাব বিচক্ষণ দারকাক, আমার এই পোস্ট তা মূলত সম্মানিত ব্লগটিম কে উপলক্ষ করে লেখা ছিল, তারপর ও সম্মানিত ব্লগটিম পাবলিশ করে দিয়েছে, যা আমি বুঝে উঠতে পারিনি। তবে একটা উদ্দেশ্য সফল হয়েছে, আমি ডিলিট করা পোস্ট নিয়ে আর কিছু বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনার দার্শনিক মন্তব্য আমাকে বলতে বাধ্য করছে। আপনি বলেছেন,
ইট্স ভেরী গুট কথা, বিকজ আমারাও সেই একটি কথা আপনার প্রতি, তাই প্রসঙ্গটি উল্লেখ করলাম।
আপনি বলেছেন,
দেখুন ভাই, ওইদিন তাহলে আপনিই মাল্টি নিক দিয়ে আমার মুখোশ উম্মেচন করেছেন ? বেশ ভাল লাগলো আপনাকে চিহ্নিত করতে পেরে। তবে কী জানেন, প্রীতম এর সাথে আমার কী কথা হয়েছিল সেটা আমি আর প্রীতম শুধু জানি, কিন্তু আপনাকে প্রীতম কী বলেছে তার প্রতি মন্তব্যে সেটা বিডি ব্লগের ব্লগার রা ও একটু জানুক, তাই প্রীতমের পোস্টে আপনার মন্তব্যের একটি স্কিন সর্ট দিলাম প্রমাণ হিসেবে।

এবার আসুন আলোচনা, লেখাটি প্রীতমের ছিল আপত্তি করার বা জানানোর ক্ষমতা কেবল প্রীতমের ছিল, কিন্তু হায়, যে প্রীতম আপনাকে বোল্ট করে দিল তার পক্ষ নিয়ে আপনি আমাকে বললেন আপনার কথা। চমত্কার, এক কথায় অসাধারণ ব্যাক্তি সত্ত্বা ফুটিয়ে তুলেবছেন।
দারকাক, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন ? ওই ব্লগে আপনার করা সর্বশেষ পোস্ট কেন ডিলিট করা হয়েছে ?
অপশন,
এক, রাষ্ট বিরোধী কোনও লেখা ছিল
দুই, বাক স্বাধীনতার মাধ্যমে আপনি কোনও গুরত্ত্বপূর্ণ ব্যক্তির সম্মান হানির চেষ্টা করেছিলেন ।
তিন, স্বাধীনতা বিরোধী রাজাকার চক্রের পক্ষে খুব অশ্লীস ভাষা ব্যবহার করে কোনও প্রচার প্রচারণা চালিয়েছিলেন,
আমি গ্যালারিতে আছি, উত্তরের অপেক্ষায়।
ধন্যবাদ।
সুলতান মির্জা বলেছেনঃ
ওই পোস্টের লিঙ্কটা ও দিলাম যেখানে আপনার মন্তব্যের জবাবটা শক্য ভাবে রয়েছে। কারণ স্কিন শর্তের সম্পূর্ণ অংশ এইখানে আসেনি। লিঙ্ক এইখানে।
কালেরকণ্ঠ বলেছেনঃ
মির্জা ভাই কেমন আছেন ? বিজয়ের শুভেচ্ছা।
কারা আপনাকে ব্যক্তি আক্রমণ করে সেটা আপনি ভাল করেই জানেন, তাদের কারণে আপনি কেন ব্লগ থেকে ব্যান হবেন। কেউ আক্রমণ করে কথা বললে আপনি তাদের পাল্টা ব্যক্তি আক্রমণ না করে যৌক্তিক উত্তর দিলেই বরং আপনার গ্রহণ যোগ্যতা আরো বেড়ে যাবে। তাছাড়া ইদানিং একটা জিনিস খেয়াল করবেন, ব্লগ টীম ব্যক্তি আক্রমণ করা মন্তব্য প্রকাশ করছে না। যদিও আমি এটার পক্ষে নই কিন্তু কিছু কুলাঙ্গারের কারণে ব্লগ পরিবেশ নষ্ট হয় বলে ব্লগ টীম অনেকটা বাধ্য হয়েই হয়তো এই কাজটা করছেন।
আপনি আপনার লেখা চালিয়ে যান, কে বা কারা আক্রমণ করলো সেটাতে আপনার কি আসে যায়। অনেক ধন্যবাদ।
সুলতান মির্জা বলেছেনঃ
ধন্যবাদ কালের কণ্ঠ, বিজয়ের শুভেচ্ছা, কেমুন আছেন ?
মাফ করবেন আমার এই পোস্ট মূলত প্রকাশিত হওয়ার জন্য করিনি। সম্মানিত ব্লগটিম এর প্রতি আমার একটি আবেদন ছিল মাত্র। যদিও আমি অন্য ভাবে বলতে পারতাম। কিন্তু তা হলে গুছানো হতো না।
আপনার অবগতির জন্য বলছি, আমি বিশ্বাস করি, আমার সাথে ব্লগটিম বা সকল সহ ব্লগারের সম্পর্ক অত্যান্ত ভাল শুধু মাত্র জামাত-শিবির ও স্বাধীনতা বিরোধী বান্ধব কতিপয় সুশীল ছাড়া। কাজেই, আমাকে কে বা কারা ব্যাক্তি আক্রমণ করে সেটা আমি খুব ভাল করেই জানি, কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন আমার এই প্রিয় ব্লগে ঢুকি এবং দেখি, যে ব্যাক্তি আক্রমণ তাই মন্তব্য প্রকাশ করা না-ব্লগটিম। তখন নিজের কাছে খুব ছোট মনে হয়, এইজন্য যে একটা লেখা লিখি ততটুকু সম্ভব ভাল করার চেষ্টা করি, একটা পক্ষ নিয়ে লিখি যতটুকু সম্ভব ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেহেতু ব্লগ হচ্ছে মুক্ত চিন্তার প্রতীক যে কেউ যা ইচ্ছে তা লিখতেই পারে। যদি কোনও লেখা নিয়ে বিতর্ক করা দরকার হয় তাহলে পাল্টা পোস্ট আসতে পারে।
কই আমিতো কার ব্লগে গিয়ে নামে বা বেনামে ব্যাক্তি আক্রমণ করে মন্তব্য করি না। তাহলে কেনই বা আমার পোস্ট পড়ে আমাকে আক্রমণ করে মন্তব্য করতে হবে ? হা ঠিক আছে আক্রমণ মেনে নেওয়া যায়, যদি সেটা পোস্টের বক্তব্য প্রাসঙ্গিক হয়, কিন্তু অযাচিত অন্য প্রসঙ্গ ধরে কেন ? আমিতো কাউকে রিকুয়েস্ট করি না, যে আসো আমার পোস্ট পড়ে মন্তব্য কর।
আমি ব্লগটিমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যতটুকু সম্ভব মন্তব্য গুলো প্রকাশ করে না বলে।
ধন্যবাদ।
রীতা রায় মিঠু বলেছেনঃ
মির্জা, একসময় তুমিই আমাকে সাহস যুগিয়েছো ব্লগে লেখা চালিয়ে যাওয়ার জন্য, আজ তুমিই যদি অভিমান করে নিজেকে সরিয়ে নিতে চাও, তাহলে তোমার প্রিয় ব্লগের প্রতি অবিচার হয়ে যাবে, এ কাজটি করো না, আমার অনুরোধ! তোমার মানসিক অবস্থা আমি আন্দাজ করতে পারছি, তারপরেও অভিমান করে নিজ নামের প্রতিও অবচার করো না। সুলতান সুলতানের মতই রাজ্য শাসন করে যাও 😀 😀 😀
সুলতান মির্জা বলেছেনঃ
এই দিদি, আমিতো আপনার সাথেই আছি ছায়ার মত। অন্য কোথাও। তবে একই পরিচয়ে রিতাদির ছোট ভাই হিসেবে। হা হা………………………
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
মির্জা, সম্পূর্ণ লেখাটি পড়েই বলি, এখানে আমাদের মনস্ক প্রত্যেকেই প্রতিনিয়ত অনেক অশ্রদ্ধা / ব্যাক্তি-বিদ্বেষ / দলবাজির কারণেই আক্রমণাত্মক মন্তব্য-কটুক্তির শিকার হচ্ছি, নিশ্চয় তোমার অজানা নয়। আমার অনুরোধ রইলো রাগ-বিদ্বেষের ধার না ধেরেই যখন যা লেখার সেটি লিখেই যাও। প্রকাশ না হওয়া পর্যন্ত। এমন কি কোনও কারণে যদি বা মুছে দেয়াও হয় তারপরেও লেখা চাই-ই। ব্লগ টিম কি আমাদের শত্রু ??? তো, আচমকা তোমায় / আমাদের শত্রু-তালিকাভুক্ত করবার / ব্যানের প্রশ্ন আসবে কেন??? 🙁 😮 😯
সুলতান মির্জা বলেছেনঃ
আপু, ঠিক আছে তাই হবে।
বাংগাল বলেছেনঃ
সুলতান মির্জা ভাই , রাজাকার আলবদর ছাড়া কে আপনাকে ব্যক্তি আক্রমণ করে ? পিছু হটছেন তো মরছেন । আমরা ধইরা নিমু রাজাকার আলবদরগো কাছ থাইক্যা ঘুষ খাইয়া মাঠ ছাইড়া ভাগছেন । ইদানিং অনেকে নিজেরে মুক্তচিন্তার সপক্ষে দাবি কইরাও নির্লজ্জের মত সুযোগ পাইলেই রাজাকারী আলবদরী গ্রুপের পক্ষ লইয়া কথা কয় । কেউ কেউ মধ্যপন্থী হইয়া বুদ্ধিজীবী সাজতে চায়। মধ্যপন্থীরা চিরদিনই লেজেগোবরে হইছে ।
স্বাধীনতা পন্থী যারা , তাদের জন্য মধ্যপন্থা বলে কিছু নেই । একপক্ষ হওয়া বীরের কাজ । ডু ওর ডাই। নো মধ্যপন্থা ,নো সুবিধাবাদী ।
সুলতান মির্জা বলেছেনঃ
বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা কখনো পিছু হতে না, সেটা আপনার জানা আছে নিশ্চয় ? আর কে কী বলল সেটা নিয়েও অনেক বেশি ভাবনা ভাবি না। কারণ আর কেউ জানুক আর না জানুক আপনি জানেন, যে আমার প্রতিটা পোস্টে কী পরিমাণ ব্যাক্তি আক্রমণ হয়ে থাকে। আল্লাহর রহমতে যদি সেগুলো ব্লগটিম প্রকাশ কোর্ট, তাহলে বুঝতেন কী অবস্থা হতো আমার।
ধন্যবাদ পরামর্শের জন্য। দেখা যাক কী হয়।
আসাদুজজেমান বলেছেনঃ
আমি বিষ্মিত@সুলতান মির্জা,
আপনার সাথে মন্তব্যে-প্রতিমন্তব্যে আমার সেভাবে জমে না উঠলেও, আপনাকে দৃঢ়চেতা বলে ধারনা করি।
মন্তব্য সমালোচনা হবে তবে উদ্দেশ্য প্রনোদিত ব্যাক্তি আক্রমন দুঃখজনক! এটা একজন লেখককে কষ্ট দেবে এটাই স্বাভাবিক। একই সাথে উদ্দেশ্য প্রনোদিত ব্যাক্তি আক্রমন কিন্তু এটাও প্রমান করে যে, আমি সঠিক রাস্তায় রয়েছি।
আশা করছি, নিজের লেখা, এর সমালোচনা কিম্বা ব্যক্তি বিদ্যেশ উভয়ই মুল্যায়ন করবেন এবং সে অনুযায়ি লেখালেখি চালিয়ে যাবেন। আপনার বিবেচনাবোধের ওপর পূর্ন আস্থা রাখছি।
আপনার সাথে আমি একমত-
এ বিষয়টি ব্লগারদের সচেতনার দাবী রাখে। তবে ব্লগে লেখক-পাঠকের মধ্যে এক আত্বিক সম্পর্ক তৈরি হতে পারে আর বিডি ব্লগে যেহেতু বার্তা দেবার কোন অপসন নেই তাই হয়তোবা এ প্রয়োজনীয়তাটুকু দৃষ্টিকটূভাবে মন্তব্যে জায়গা করে নিচ্ছে….। ব্যক্তি বার্তা দেবার অপশন রাখার বিষয়টি ব্লগটিম বিবেচনা করতে পারেন…….।
@সুলতান মির্জা,
আপনার আহবানে বিডিব্লগের ব্লগারেরা যে মানবাতার ডাকে সাড়া দিয়েছিলো, আমি কৃতজ্ঞার সাথে তা স্বরন করছি। এ অর্জনের নায়কের এমন অভিমান আমাকে কষ্ট দিচ্ছে……
সুলতান মির্জা বলেছেনঃ
আসাদ জেমান, আমি আজকে যখন আমার ব্যবসায়িক অফিসে বসা ছিলাম, সন্ধা পর্যন্ত তখন আপনার এই মন্তব্যটা পড়েছি, কিন্তু সময়ের কারণে উত্তর দিতে পারিনি। দেখুন ভাই বাংলা ভার্চুয়াল এর সবচেয়ে বেশি গালি যারা খেয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে পিয়াল ভাই, আসিফ মহিউদ্দিন, যদিও আসিফের সাথে আমার মতের মিল নেই, তবে সে আমাকে ফোনে বলেছে আমি এত ব্যাক্তি আক্রমণের স্বীকার কেন ? বললাম তিনটা কারণ, এক হচ্ছে সরকার সমর্থক, দুই, হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বলে, তিন হচ্ছে, মতামত বদলাতে পারি না, যেমনটা হয়ে উঠে না। পাশাপাশি পিয়াল ভাই আজকেও আমাকে বলল ব্লগ ছাইর না। গালি কোনও বিষয় না, আরেক ব্লগার আইজু ভাই বলল, গালি না খাইলে ব্লগার হইতে পারবি না। বলেন দেখি কী কান্ড।
আসাদ জেমান, আপনার কথার সাথে একটু যোগ করে বলছি, আমি ব্লগিং এ আসার পড়ে আমার ফেসবুক আইডি, ইমেইল একাউণ্ড হ্যাক হয়েছে কয়েকবার। কে বা কারা করেছে সেটাও আমি জানি, তারপর o আমি নিরব নাই, চালিয়ে যাচ্ছি। বিডি ব্লগ হচ্ছে আমার সুলতান মির্জা হয়ে উঠার প্লাটফ্রম। আমি আপনার লেখা গুলো আনলগ অবস্থায় পরি, তাছাড়া মন্তব্যের বিষয়ে বললে বলা যেতে পারে মতবিরোধ থাকতে পারে, বিতর্ক হয়ে যেতে পারে তাই অনেক সময় মন্তব্য এড়িয়ে যাই ইচ্ছে করে। যেমনটা আসিফ মহিউদ্দিন এর লেখার ক্ষেত্রে করে থাকি, তার লেখা পরি কিন্তু মন্তব্য করি না। আমি স্পষ্ট বলেছি তোমার সাথে আমার মতবিরোধ আছে তাই বলেছি সম্পর্ক নস্ট হোক তা হবে না।
ঠিক তদ্রুপ, আপনার সাথেও মতবিরোধ আছে বা থাকবে কিন্তু সম্পর্ক নস্ট হোক এটা চাই না। আমি আপনার বিষয়ে বলেছিলাম একবার ব্লগার জাহেদ ভাই কে, যে উনি খুব ভাল লেখে। কিন্তু চুরি করে পরি মন্তব্য করি না।
যাইহোক, এটা কোনও পোস্ট ছিল না, আমি একটা আবেদন করেছিলাম মাত্র পোস্ট আকারে। ব্লগ ছেড়ে যাব কোথায় বলেন ? সব জাগাতে একটি অবস্থা। তবে আমার জন্ম যে ব্লগে সে ব্লগে ব্যাক্তি আক্রমণ তা মনে হয় আমার উপর বেশি হয়।
আর শেষের কথাটার উত্তর হচ্ছে, নন ইস্যু বেইস ইস্যু যদি ব্লগটিম এড়িয়ে না যায়, তাহলে বাক স্বাধীনতার নামে অপচর্চার জন্ম হবে। আমি কোনও ব্লগার ছিলাম না, কিন্তু এখন মাঝে মাঝে নিজেকে ব্লগার বলতে পারি, এই জন্য যে আপনি জানেন বাংলা ব্লগ কমিউনিটির সেরা ব্লগ বা ব্লগার হতে হলে আপনাকে মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে ব্যপক জ্ঞান অর্জন করতে হবে। তাছাড়া ধর্মান্ধ তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমি এখগন সম্পূর্ণ হয়ে উঠতে পারিনি। তবে প্রতিনিয় শিখছি। যা আমাকে আরও বেশি করে লেখার অনুপ্রেরণা যুগাবে বলে বিশ্বাস রাখি।
ধন্যবাদ আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো। জানি না ব্লগে লিখা হবে কিনা তবে ফেসবুক এ পাশে থাকবেন সেই কামনা করি।
ভাল থাকুন।
নীলকন্ঠ জয় বলেছেনঃ
হাহাহা!!! মির্জা সাব পালাবেন কোথায়?এই ভালোবাসার বন্ধন ছিন্ন করা সম্ভব নয়। আর ভাই ব্যক্তি আক্রমন করলেই কি কারো অবস্থান খর্ব হয়ে যায়?থোড়াই কেয়ার ওসব গোমুর্খদের।ছুরি দিয়ে আপেল কাটলে কি কখনো রক্ত ঝরে?
সুলতান মির্জা বলেছেনঃ
হুম…দারুন যৌক্তিক ও জ্ঞানী কথা।
ধন্যবাদ।
মোঃ তানভীর সাজেদিন নির্ঝর বলেছেনঃ
আপনার সাথে সমব্যথী।
ব্লগ টিমের প্রতি বিনীত অনুরোধ, “সিন্ডিকেট অতিথি মন্তব্যে” নিয়ন্ত্রণ করা উচিৎ। একই আই পি ঠিকানা দিয়ে একাধিক মন্তব্যে প্রদান থেকে বিরত রাখা উচিৎ।
সুলতান মির্জা বলেছেনঃ
সহমত আপনার বক্তব্যে। সম্মানিত ব্লগটিম কে এখনি ভাবতে হবে। আরেকটি কথা, আপনার নাম দেখে মাঝে মাঝে নির্ঝর মজুমদারের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।
Hossain বলেছেনঃ
@সুলতান মির্জা,
অামি যখন এই মন্তব্যটি লিখছি তখন এ লেখার উপর মাত্র ৭টি মন্তব্য প্রকাশ পেয়েছে, এর মধ্যে একটি মাত্র অতিথি মন্তব্য।
অাপনি অভিযোগ করতে যেয়ে “সিন্ডিকেট অতিথি” শব্দটি বলেছেন। কিন্তু এরকম কিছু অাছি বলে অামার জানা নেই, হয়ত অনাকাঙ্খিত অতিথি বলেই!
কিন্তু অাপনি কি করে নিশ্চিত হলেন “সিন্ডিকেট অতিথি” এর অস্তিত্ব রয়েছে।সম্ভব হলে জানাবেন।
তবে যদি একাধিক অতিথির মন্তব্য অাপনার মতের বিরুদ্ধে যায় অার সেটাকেই অাপনি “সিন্ডিকেট অতিথি”বলে থাকেন তাহলে সম্ভাবনা অাছে অাপনার সহমতের সবাইকে কেহ “সিন্ডিকেট …..দলীয় ব্লগার” বলে বসবে।কারন হলো ইট টি মারলে পাটকেলটি খেতে হয়। মনে রাখবেন অাপনি যদি কাউকে একটি অাঙ্গুল দেখান তাহলে অাপনার অজান্তেই বাকী চারটি অাঙ্গুল অাপনার দিকে চেয়ে থাকবে!
ইতোপূর্বে বিভিন্ন লেখায় অাপনার মতের সাথে মিল না হলে দেখছি সংশ্লিষ্ট মন্তব্যের যুক্তিপূর্ণ উত্তরের পরিবর্তে অাপনি মন্তব্যকারীকে “রাজাকার”, “বেবী রাজাকার” “ধর্মান্ধ” ইত্যাদি বিশেষণে অাখ্যা দিয়েছেন।যার সাথে অাপনার দেথা হয়নি, কথা হয়নি,জানেন না, চিনেন না শুধুমাত্র মন্তব্যে অাপনার মতের সাথে মিল না হয়ায় এরকম নামে চিহ্নিত করেছেন। অার বেবী রাজাকার বলতে অাপনি কি বুঝাতে চাচ্ছেন, এরকম কোন কিছুর অস্তিত্ব কি রয়েছে?
অাপনার মতের সাথে একমত না হতে পারলে ৌ অাপনার কষ্টের সমব্যাথী।কারো মতের সাথে একমত না হতে পারি কিন্তু তার মত প্রকাশের স্বাধীনতায় নিজের সর্বোচ্চ চেষ্টা টা তো করতে পারি। শুভ কামনা রইল।
সুলতান মির্জা বলেছেনঃ
[অভব্য প্রকাশভঙ্গি গ্রহণযোগ্য নয় :ব্লগ টিম]
দাঁড়কাক বলেছেনঃ
অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমার পরিচয় উদঘাটন করেই ছাড়লেন।
এ কাজে চারটা জিনিস আপনি ব্যবহার করেছেন।
০১. কথার মধ্যে প্রচন্ড আত্নবিশ্বাস
০২. ভিজ্যুয়াল ডকুমেন্ট বা স্ক্রিনশট
০৩. পরিচিতজনের গল্প এবং
০৪. অনেকগুলো শব্দ অর্থাৎ ধৈর্য
আপনার উদঘাটন শক্তি দেখে দ্বিমত করা তো দুরে থাক, যে কেউ ভ্যাবাচ্যাকা খেতে বাধ্য।
আপনি আপনার লেখায় নিশ্চয় এই ‘‘উদঘাটন শক্তি’’ ব্যবহার করে থাকেন। আমাকে কুপোকাত করেছেন সে জন্যে ধন্যবাদ তবে অতি আত্নবিশ্বাস মানুষের দৃষ্টি থেকে অনেক কিছুই আড়াল করে দেয়। তাই দেখবেন, লেখকরা বইয়ের শুরুতেই ভুল বা ভুলের সম্ভাবনা স্বীকার করে নেয়।
মানুষ যখন তার কথা বা কাজের পক্ষে যথেষ্ট যুক্তি খুঁজে না পায় তখন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জোর খাটায়। সেটা গায়ের জোর বা মুখের জোর। ‘‘আমার ব্লগ’’ এ কখনো কখনো মুখের জোর বা গালাগালি যাচ্ছেতাই ভাবে ব্যবহার হয় এবং এতে এক শ্রেণীর লোক ভাবে যে যুক্তিতে না পারুক, গালাগালিতে তো জিতেছে। এতে তারা আত্মতৃপ্তি বোধ করে।
মানুষ তার মনুষ্যত্ব নিয়ে আত্মতৃপ্তি বোধ করে আবার ময়লা আবর্জনায় নাক ডুবিয়ে রেখে কোন কোন প্রাণী আত্মতৃপ্তি বোধ করে। বৈচিত্র্য তো স্বাভাবিক। আমি নিশ্চিত মানুষের মধ্যে আত্মতৃপ্তির এ বৈচিত্র্যে আপনি দ্বিমত পোষন করবেন।
ভাষাগত সীমাবদ্ধতা আছে একথা স্বীকার করবো না তবে আমার মুখে জোর কম এবং নাকে গন্ধ সহ্য হয়না। তাই ‘‘আমার ব্লগ’’ এ অনেক দিন আগে একটু ঢু মেরে নাক টিপে ধরে বের হয়ে এসেছি। আর যাই না।
‘‘দাঁড়কাক’’ আর ‘‘দাড়কাক’’ শব্দ দুটোর বানান যেমন এক নয় তেমনি ব্যক্তিও এক নয়। আমার ক্ষেত্রে আপনার উদঘাটন ভুল হতে পারে এটা মেনে নেয়া আমার কর্তব্য এবং প্রতিক্রিয়া না দেখানো আমার উচিত কিন্তু আমার জন্য আপনি যতগুলো শব্দ এবং সময় ব্যবহার করেছেন এবং যে আত্নবিশ্বাস দেখিয়েছেন তার জন্য আপনার উদঘাটন কে ‘‘উদঘাটন’’ না ‘‘ফ্যাব্রিকেশন’’ বলা যেতে পারে। নয় কি?
সুলতান মির্জা বলেছেনঃ
[মন্তব্যের অভব্য অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম]
বানান এর গল্পটা আরেকটা লজিক। যা জামাতি পেইড দের পক্ষে বাস্তব।
কাজি বলেছেনঃ
আমাদের দেশে একটা কথা আছে
“আইজ বুঝবিনা বুঝবি কাইল,
মাথা থাব্ড়াবি দিবি গাইল।
মির্জা সাব আপনিকে আগেই বলেছি যে আপনার কাছে যখন কোনও যুক্তিপূর্ণ জবাব থাকেনা তখন আপনি ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে পিঠ দেখিয়ে পালানোর অভ্যাসটা পরিহার করলে ভাল হয়।
কারণ আপনার ব্যক্তিগত আক্রমণে আপনার বুদ্ধি নয় বরংচ আপনার দেউলিয়াত্ত প্রকাশ পায়।
দেখলেনতো পরের জন্যে গর্ত্ত ক্ষুরলে সেই গর্ত্তে নিজে কিভাবে পড়ে…………….।
মাহি জামান বলেছেনঃ
পালাতে চাচ্ছেন কেন মিঃ মির্জা?ইট মারলে পাটকেলটি খাওয়ার জন্য তৈরী থাকতে হয়। আপনিই শুধু একতরফা মেরে যাবেন এমনটা আশা করাতো বোকামী। এমন দুর্বল চিত্ত নিয়ে ব্লগিং এ চ্যাম্পিয়ন হবেন কেমন করে? বিপক্ষ ছাড়াতো খেলা হয় না। একা একা খেলে মজা পাবেন না।
প্লিজ ডোন্ট গো এওয়ে। রিয়েলি, আই এনজয় ইওর কমেন্টস্। বি উইথ দিস ব্লগ, বি সেইফ।
কালিয়াকৈর বলেছেনঃ
[উস্কানিমূলক মন্তব্য মুছে দেয়া হল :ব্লগ টিম]
সুলতান মির্জা বলেছেনঃ
[অভব্য প্রকাশ ভঙ্গি ব্লগের চর্চার বিরোধী :ব্লগ টিম]
বাংগাল বলেছেনঃ
রাজাকার শব্দটা স্বাধীনতার ৪১ বছর পর আরও সূতিক্ষ্ণ হুল হয়ে রাজাকারের মর্মে বিদ্ধ হয়ে এই অস্ত্রটির প্রয়োজনীয়তাকে জানান দিচ্ছে ।
রাজাকার সম্বোধন শুনলে নিজেকে কতটা ঘৃণিত মনে হয় তাইনা 👿 ?
robi বলেছেনঃ
[ব্যক্তি আক্রমনাত্মক মন্তব্য মুছে দেয়া হলো: ব্লগ টিম]
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
সুলতান মির্জা, আপনি মন্তব্য করেছেন, “…….[মন্তব্যের আক্রমনাত্মক তথা প্রচ্ছন্ন হুমকিমূলক অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম]” একথার অর্থ কি আমরা এরকম করতে পারি যে কোন এক রাত্রে RAB-ট্যাব নিয়ে তার বাড়িতে হাজির হবেন? ব্লগে এরকম থ্রেট দিতে পারেন কারন ব্লগটিমের নিরপেক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, শফিপুরে পথহারা সৈকতের বাড়িতে হানাও দিতে পারেন তবে ইতিহাসের পূনরাবৃত্তি যদি খোদা না খাস্তা হয়…….।
সুলতান মির্জা বলেছেনঃ
জনাব [মডারেটেড] হৃদয়ে বাংলাদেশ, আমি মন্তব্যে কী বলেছি না বলেছি, সেটা ভাল করে বুঝে শুনেই বলেছি। সব জাগাতে নাক গলানো আপনার একটা বদ অভ্যাস হয়ে দাড়িয়েছে। দয়া করে বদ অভ্যাস টা পরিত্যাগ করুন। সবাই তো আপনার মত জ্ঞানপাপী না। যাকে উদ্দেশ্য করে মন্তব্য করেছি সে বুঝেছে, আর এইজন্যই মন্তব্য করেছি।
ব্লগটিমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের সাথে সুর মিলানো আপনার মত একজন জ্ঞানপাপীর মুখে মানানসই বলে দ্বিমত পোষণ করছি না। আফটারঅল জামাতীদের কোলে নিয়ে জামাতীদের তথাকথিত বলে মন্তব্য করছেন। সুশীলতা দেখিয়ে বেড়াচ্ছেন এটা তো কেবল আপনার পক্ষেই সম্ভব। কিন্তু কখনো ভেবে দেখেন নাই, একজন ডাইরেক্ট জামাতি ব্লগারের চেয়ে আপনি অযোগ্য একজন। একটু ভেবে দেখুন, পেয়ে যাবেন ফলাফল।
এইখানে আরেকটি তথ্য শেয়ার করছি, ব্লগটিম যদি নিরপেক্ষ না হতো তাহলে প্রকাশ্যে কোনও জামাতি রাজাকারের বাচ্চারা এই ব্লগে কোনও ব্লগ লেখার বা মন্তব্য করার সাহস দেখাতে পারতো না।
ভয় পাচ্ছেন কেন ? ভয় পাওয়া তো কাপুরুষের লক্ষণ। আমার ধারনা যদি ভুল না হয়, আপনি আর যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছি সে কোনও কাপুরুষের দলে নেই। অন্তত আপনাদের লেখনী শক্তি তাই বলে। এখন বাসায় যদি পুলিশ বা র্যাব যায় সেখানে তো দোষের কিছু দেখি না।
ব্লগে, ফেসবুক এ আমরা সরকারের খারাপ কাজের সমালোচনা করি, আবার ভাল কাজের আলোচনা করি। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করি।
আমাদের কে তো অনেকে কাফনের কাপড় দিয়ে চিঠি দেয়, কই আমরা তো টেনশন করি না। তাহলে একটা শিবিরের বাসায় যদি পুলিশ যায় তখন আপনার সমস্যা কোথায়।
বাই দ্যা ওয়ে, জনাব [মডারেটেড] হৃদয়ে বাংলাদেশ,
একজন জামাতির পক্ষ নিয়ে দুতিয়ালি করতে এসেছেন বলে আমি তাজ্জব হয়নি। বিকজ, আপনি যেহেতু কোনও মাপের বা শ্রেণীর ব্লগার না। আমি কোনও এক ব্লগার কে বলেছিলাম যে সে একজন হলুদ ব্লগার। বিডি ব্লগে সেই রকম বেশ কিছু হলুদ ব্লগার এখনো রয়েছে। অবশ্য তাদের গন্ডি কেবল এই পর্যন্তই সীমাবদ্ধ। যারা এখনো না পারে ভাল বলতে না পারে ভাল শুনতে। লক্ষণীয় বিষয় এই যে তারা অন্য কোথাও ব্লগিং করতে পারে না। একটা কথায় আছে অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু অনেক ভাল।
শেষ কথা, আমি নিয়ম অনুসারে এখনো যেহেতু আমি বিডি ব্লগের একজন ব্লগার, সেহেতু এই লেখার মালিক এখনো আমি। আর তাই জনাব [মডারেটেড] হৃদয়ে বাংলাদেশ, [মডারেটেড] আপনি মন্তব্য করা থেকে বিরত থাকুন। না হলে বিডি ব্লগে আপনার আসল চেহারা উম্মেচিত করে দিয়ে যাব। আপনি কে ? আপনার নিক কয়টা ? ইত্যাদি ইত্যাদি।
পথহারা সৈকত বলেছেনঃ
প্রিয় সুলতান মির্জা ভাই,
আপনি বলেছন,
আমার জানা মতে আমি আপনাকে বা আর কোন ব্লগার ভাই কে কখনও কটু কথা বলেছি বলে মনে পরে না। আর অতিথি কলামে মন্তব্য করার প্রশ্নই আসে না। ভাই আপনার কোথাও ভুল হচ্ছে। আমি যে কয় জন যুক্তিবাদি ব্লগারদের চিনি তাদের মধ্য আপনি অন্যতম। আমি আপনার তুলনায় কিছুই না তাই আপনার ব্লগ চুপচাপ পড়ি কোন মন্তব্য করি না। আমার অভ্যাস টাই এমন যুক্তি থাকলে বলব অথবা নিজের ব্যার্থতা স্বীকার করে চুপচাপ থাকব।
সুলতান মির্জা বলেছেনঃ
কী ব্যাপার নিজের নিক দিয়া এখন সাধু সাজতে আইলা নাকি। আপনাকে না মানা করছি আমার কোনও লেখায় মন্তব্য করবেন না। একজন শিবিরের কর্মী হয়ে মানা করার পরেও মন্তব্য কর লজ্জা করে না।
অনুরুধ বলেছেনঃ
সম্মানিত ব্লগ পোষক / সংকলক / ব্লগ টিম,
উক্ত কথাটা কিন্তু সরাসরি হুমকি, বাক্যটা এডিট করে প্রকাশ করা যেত।
মির্জা সাব কী বুঝতে পারছেন, এমন প্রত্যক্ষ হুমকি কতটা জঘন্য অপরাধ?
এখন ঐ মিয়ার (কালিয়াকৈর) যাকে আপনি ব্লগার পথহারা সৈকত ভেবে (ধরে নিচ্ছি তিনি পাহাড় সৈকতই) হুমকি দিলেন, তাঁর উপর যদি এখন কোন সন্ত্রাসী হামলা হয় তবে তার দায় যে আপনাকেই নিতে হবে। এই ব্লগের প্রত্যেক ব্লগার সাক্ষী দেবে আপনি তাঁকে হুমকি দিয়েছেন।
সুতরাং মাথাটা একটু ঠান্ডা রাখুন, নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। মনে রাখবেন ভার দিয়ে নয়, ধার দিয়ে কাটতে হয়। তাই এমন আক্রমনাত্বক আচরণ পরিহার করুন। আপনি হয়তো জানেন না আওয়ামী প্রেমিক হয়ে আওয়ামীলীগের কত বড় ক্ষতি করছেন হানিফ আর কামরুলদের মত।
সচেতন ভাবে পরিচয় গোপন করে ফ্রী অনুরুধ করলাম (উপদেশ ভেবে ভুল করবেন না)।
সুলতান মির্জা বলেছেনঃ
মিস্টার ফ্রী অনুরোধ…….
হুম…….অসাধারণ বক্তব্য বলেছেন, আপনি হয়তো জানেন না আওয়ামী প্রেমিক হয়ে আওয়ামীলীগের কত বড় ক্ষতি করছেন হানিফ আর কামরুলদের মত।
মুখ দিয়া একটা খাড়া ভাষা বের হতে চাইছিল। কিন্তু করলাম না। রাধায় করে, কৃষ্ণায় করে আমি করলে মহাভারত অশুদ্ধ।
পাকনামি দেখাইলেন নাকি ?
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
সুলতান মির্জার 16.1 মন্তব্যের জবাব।
প্রথমেই, তার সেই অকথ্য ভাষায় আক্রমন তার পশ্চাৎপটই তুলে ধরে।
তার নিজের মুখে বলা, জীবনে একটি বই পড়া এই পন্ডিত, আমি কেন জামাতি কে তথাকথিত জামাতি বলি তার ব্যাখ্যা দিয়েছেন। যাদের পেটে অক্ষরজ্ঞান আছে তারা বোঝেন আমি কেন তথাকথিত জামাতি বলি, কারন এই ফ্যাসিস্ট খুনীরা জামাতও নয় ইসলামীও নয়। আর পন্ডিত মহাশয় এর অর্থ করেছেন আমি জামাতিদের তথাকথিত জামাতি বলি কারন আমি “ছুপে” জামাতি। ব্রাভো! এইজন্যই অর্ধমূর্খ পুত্রদের শ্বশুর বাড়ি যাওয়ার সময় মা-বাবা বারে বারে মুখ না খুলতে অনুরোধ করেন। কে শুনে কার কথা? পুরনো গল্পের মতো মুখ খুলেই শ্বশুরকে প্রশ্ন, “আব্বা বিয়া করছুইন?”
আমাকে জ্ঞানপাপী বলতে তিনি পারেন, তবে এর অর্থ আমি তাকে জিজ্ঞেস করতে পারি, পারিনা? 🙂
আমি পুণর্বার বিডিনিউজের কাছে প্রশ্ন রাখবো, কোন ব্লগার অন্য ব্লগারকে “একন থেকে একটু কমাও। না হইলে কপালে বিপদ আছে। তুমি সফিপুরে থাকো হেইডা আমার নলেজে আছে, কথা যেন মনে থাকে” (বানান অংশোধনযোগ্য) জাতীয় মন্তব্যকে তারা সরাসরি হুমকি মনে করেন কি না! এরপরে অন্য ব্লগারেরা তার আচরনের প্রতিবাদ করলে বিডিনিউজ সে আচরন সমর্থন করেন কি না!
আমি সুলতান মির্জার কুঁদানোর উৎস যে রাষ্ট্রীয় সন্ত্রাসশক্তি র্যাব ইত্যাদি তা বলেছি, ভয় থেকে বলিনি। কোন পাঁঠা কোন খুটার জোরে নাচে তা বাংলাদেশের জনগনের চেয়ে ভালো আর কে জানে?
পন্ডিত দাবী করেছেন, তিনি টেনশন করেন না, ভয় পাননা। তাতো পাবেনইনা, কারন তার দল এখন হিংস্র দাঁত-নখ নিয়ে রাষ্ট্রীয়শক্তি ব্যবহার করছে যে!! তবে অতীতে এমন পন্ডিত বীরপুরুষদের দেখেছি, নেতার লাশ সিঁড়িতে ফেলে রেখে আপন প্রান বাঁচাতে গামছা পড়ে নৌকার পাটাতনের নীচে গিয়ে লুকাতে! ইতিহাসেরতো পূনরাবৃত্তি হয়, হয়না? তখন আর সেই হায়দরী হাঁক থাকেনা। থাকে ফুঁপিয়ে ফুঁপিয়ে দোয়া ইউনুস পড়ার শব্দ 🙂
তিনি জানাচ্ছেন, “ব্লগে, ফেসবুক এ আমরা সরকারের খারাপ কাজের সমালোচনা করি, আবার ভাল কাজের আলোচনা করি। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, সঠিক ইতিহাস নিয়ে আলোচনা করি।” হাঃ হাঃ হাঃ। থ্যাঙ্ক ইউ ফর দ্য জোক। ভাইরে, ইতিহাস নিয়ে চর্চা করার জন্য জীবনে একটা বই পড়া থকলে হয়না। ওটি বরং আপনি শিক্ষিত মানুষদের কাছে ছেড়ে দিয়ে মাল কামানোর চিন্তা একটু বেশী করুন। সময় বহিয়া যায়!।
তিনি আরো বলেছেন, “…… না হলে বিডি ব্লগে আপনার আসল চেহারা উম্মেচিত করে দিয়ে যাব। আপনি কে ? আপনার নিক কয়টা ? ইত্যাদি ইত্যাদি।” আহা যাবেন কেন? যাবেন কোথায়? যাওয়ার সময় তো এখনো হয়নি, পন্ডিত! আর আমার নিক কয়টি বা আমি কে তা যদি ব্লগের নিয়মমতো হয় তবে প্রকাশ করুন না, দেখুন না, আমার কোন আড়াল আছে কি না। আমরা অন্য ব্লগে যাইনা কারন কিছু অর্ধমুর্খের পেশীপ্রদর্শন ছাড়া এই ব্লগের অধিকাংশ ব্লগার যথাযথ শিক্ষিত, সংষ্কৃতিবান, চিন্তাশীল। ব্লগে জ্ঞান ফলিয়ে বিশ্ববিখ্যাত হওয়ার কোনই ভাবনা আমার নেই।
আপনি ভালো থাকুন। নিরাপদে থাকুন। আর পারলে কালের কন্ঠের রচনারীতি ও যুক্তিনির্ভর স্টাইল অনুসরন করুন। আপনার হলে হতেও পারে!!
জাফরুল বলেছেনঃ
@সুলতান মির্জা ভাই,
আপনার অনেক কথা ঠিক আছে। আপনার লেখা অন্য ব্লগে ও আমি পড়েছি। আপনাদের মত কিছু ব্লগার আছেন বলেই বিডি নিউস ২৪ ব্লগে জামায়াতিরা ছলে বলে ভাসা বাধতে পারছে না। আপনাকে ধন্যবাদ। আমি মনে করি দেশে প্রেমিক সবারই জামায়াতিদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করা উচিত। এটা ঠিক আছে। কিন্তু জামায়াতি ছাড়া অন্যদের সাথে একটু নরম স্বরে কথা বললে কি ভালো লাগত না। অন্যদের সাথে এটিচিউড সফট হলে দেখবেন আপনার গ্রহণযোগ্যতা আরো বাড়বে। আর আমরা জানিই সব ভালো রাজনীতিবিদদের এই বৈশিষ্ট আছে। তবে এটাও আপনার ব্যাপার।
তবে কিছু ব্লগারকে দেখি জামায়াতি তামাটির সাথে পিরিত দেখায়। এবং এরা তাই যথেষ্ঠ সন্দেহজনক। এটা আপনার নাই। এই জন্য আপনাকে আমার ভালো লাগে।
আপনি চলে যাবেন কেন ! আপনার মত রেগুলার ও দেশপ্রেমিক ব্লগার চলে গেলে তো জামায়াতিরা মহাখুশি হয়ে যাবে। যাক একটা কাটা গেছে ওরা এই রকম ভাববে।
জামায়াতিদের নির্মূল করা পর্যন্ত থেকে যান।
সুলতান মির্জা বলেছেনঃ
প্রথমত বলছি আপনি মনে হয় নিক নেইম চেঞ্জ করেছেন তাই চিনতে পারিনি। পড়ে শিউর হয়েছি, আপনার পূর্ব নিক নেইম ছিল বোতল বাবা।
যাইহোক, বিডি ব্লগ ছেড়ে যাওয়ার চিন্তা নেই, তাছাড়া আজকের আমি ভার্চুয়ালে যেখানে দাড়িয়ে রয়েছি আমার জন্ম কিন্তু এই শিকড়ে। তাছাড়া আপনি অন্যদের কথা বলছেন, একটু ভাল করে কথা বলার জন্য। ভাই মিশ্র প্রজাতির যেকোনো বীজ থেকে যেমন ভাল কোনও ফসল আশা করা যায় না, তেমনি জামাত প্রশ্নে যেকোনো সুশীলতা কে আমি বা আমরা প্রশ্ন বোধক হিসেবে মনে করি। আমাদের এই ব্লগে দেখেছি বেশ কিছু ব্লগার তার পোস্টে অধিক মন্তব্য পাওয়ার আশায় জামাতীদের সাথে সখ্য গড়ে তোলে। যদিও আদর্শিক ব্লগিং এর ক্ষেত্রে আমার কাছে এর কোনও গ্রহণ যোগ্যতা নেই। কারণ আমি লিখি একটা মেসেজ দেওয়ার জন্য যে আমি এই বললাম। এটা নিয়ে বিতর্ক করার আমার কোনও ইচ্ছে থাকে না। ব্লগ কে কইবার পড়ল বা না পড়ল এটা নিয়ে আমি মাথা ঘামাই না। যদিও একটা সময় ভাবতাম যে আমার লেখা তে অধিক মন্তব্য আসছে না কেন। সর্বোপরি, সফট এটিচিউড তার সাথেই দেখানো যায়, যার সাথে মতের মিল খুজে পাওয়া যায়। তেমনি এই ব্লগেও আমি তা রক্ষা করি যার সাথে আমার মতের মিল থাকে।
ভাই, সারাদিনে কম করে হলেও বিভিন্ন ব্লগ বা ফেসবুক এ অনেক মন্তব্য পাই যা থাকে না কোনও মডারেশনের আওতায়, কিন্তু আমার এই ব্লগ হচ্ছে একমাত্র যায়গা যেখানে লেখা পোস্ট দিয়ে টেনশনে থাকতে হয়।
বাই দ্যা ওয়ে, মনে রাখতে হবে চুপা জামাতি এখন ব্লগে প্রচুর তারা এই ব্লগের বিভিন্ন ব্লগারদের কাছ থেকে সুবিধা আদায় করে নিচ্ছে, কৌশলে।
অথচ এইসব হচ্ছে আমাদের হতবুদ্ধির কারণে। আমরা একে অপরের পাশে দাড়াতে পারি না বলে। অনেকেই দুইটা ব্লগ লিখে নিজেকে সিনিয়র সিনিয়র ভাবতে শুরু করি এই হচ্ছে আমাদের আসল সমস্যা।
ভাল থাকুন, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ব্লগে ছিলাম, ব্লগে আছি, ব্লগে থাকবো।
গিট্টুমামা বলেছেনঃ
এইটা বুঝি ব্লগ আর ব্লগার!
ব্যবহারে বংশের পরিচয়।
কালেরকণ্ঠ বলেছেনঃ
প্রিয় মির্জা, যুদ্ধাপরাধীদের বিচার ও জামাতি অপরাজনীতির বিরুদ্ধে আপনার আমার সাথে কিন্তু বিডি ব্লগের অধিকাংশ ব্লগারই ঐক্যবদ্ধ। সেই মিছিলে শ্রদ্ধেয় হৃদয়ে বাংলাদেশও একজন সহযোদ্ধা। ওনার রাজনৈতিক দর্শনের সাথে আমার কিংবা আপনার কিছু অমিল আছে সেটা স্বীকার করি। বাংলাদেশ আওয়ামীলীগের লক্ষ্য এবং উদ্দেশ্য:- গণতান্ত্রিক ব্যবস্হায় সামাজিক ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে একটি সোশালিস্ট রাষ্ট্র গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধুর যে মতবাদ (মুজিববাদ) তার সাথে “হৃদয়ে বাংলাদেশের” আদর্শিক কিছু অমিল হয়তো রয়েছে, কিন্তু তাই বলে ওনাকে “জামাতীদের কোলে নিয়ে” মন্তব্য করছেন বলে যে অভিযোগ করেছেন সেটা সম্পূর্ণই অমূলক। আমি মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি-জামাতের অসুস্থ ভন্ড রাজনীতির বিরুদ্ধে মনে প্রাণে উনি আমাদের সহযোগী।
যে মন্তব্যটা নিয়ে আপনার এবং ওনার মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত অবস্থান সেই “পথহারা সৈকত” নামের ব্লগার যে একজন ঘাপটিমারা জামাতি সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি। ইদানিং “পথহারা …” পাকিস্তানের বিরুদ্ধে দু-একটা ব্লগ লিখে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করছে সেটাও লক্ষ্য করেছি। “কালিয়াকৈর” নামে যে অতিথি মন্তব্য করেছে সেটা “পথহারা …” কিনা তা হয়তো আপনি বুঝে থাকতে পারেন, অন্য কেউ নাও বুঝতে পারে। “পথহারা …” র অনেকগুলো লেখা আমি পড়েছি এবং তার লেখায় বেশ কিছু কোটেশন আছে যেগুলো শিবিরের সিলেবাস ভুক্ত বইয়ের মধ্যে, শিবির জামাতের বিভিন্ন পোস্টার এমনকি আলফালহ মিলনায়তনের ভিতরে ছোট ছোট ব্যনারের মধ্যেও দেখা যায়। সুতরাং আর কেউ বিশ্বাস করুক আর নাই করুক আমি ১০০ ভাগ নিশ্চিত “পথহারা …” ঘাপটি মারা ধূর্ত জামাতি।
হৃদয়ে বাংলাদেশ হয়তো “পথহারা …”র এই মুখোশ পরা বদন খানা চিনতে পারেননি। আর তাছাড়া “পথহারা …”কে আপনার প্রকাশ্যে হুমকি দেয়াটা হয়তো ওনার কাছে একটু দৃষ্টি কটু মনে হয়েছে তাই উনি একজন নিয়মিত ব্লগার হিসেবে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তাই বলে ওনাকে জামাতীদের কোলে নেবার অপবাদ দেয়াটা আপনার ঠিক হয়নি, তেমনি ঠিক হয়নি ওনাকে উদ্দেশ্য করে রূঢ় শব্দ গুলোর প্রয়োগ। এটা আমার বিশ্বাস উনি আর যাই করুক, কঠিনতম মুহূর্ত গুলোতে উনি আমাদের সাথে কাধে কাধ মিলাবেনই।
আমি আপনার একজন সাথী সহযোদ্ধা হিসেবে অনুরোধ রাখলাম, আপনার এবং “হৃদয়ে বাংলাদেশের” মধ্যেকার ভুল বুঝাবুঝিটা এখানেই শেষ হউক। আপনাদের দুজনের কাছেই অনুরোধ থাকলো দুজনেই একটু করে এগিয়ে আসুন দেখবেন দূরত্ব কমে গেছে। অনেক অনেক ধন্যবাদ।
যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই – জামাত শিবির মুক্ত দেশ চাই।
সুলতান মির্জা বলেছেনঃ
সরি…..কোনও দুই মুখী জ্ঞানপাপীর সাথে আপোষ করার চিন্তা নেই। আর ভার্চুয়ালে আপোষ করার কথা কেবল তাদের সাথেই চিন্তা করা যায় যাদের সাথে মতের মিল থাকে। আর এই জ্ঞান পাপীর সাথে আপোষ করার প্রশ্নই উঠে না।
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
প্রিয় কালের কন্ঠ। হ্যাপি নিউ ইয়ার।
আমি আমার মন্তব্যে আপনার কথা উল্লেখ করার স্বাধীনতা নিয়েছি, সেজন্য ক্ষমাপ্রার্থী। আমি সবিনয়ে জানাতে চাই, এই ব্লগে আমি অসংখ্যবার মির্জাকে সমর্থন দিয়েছি, কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, তার মাঝে সৌজন্যের অভাবের প্রকটতাতো আছেই, তার রাজনৈতিক জ্ঞানের অপ্রতুলতাও অস্বস্তিকর। (এর সাথে এখন এমন কিছু হতবুদ্ধি করা কথা শুনতে পেরেছি যা আমাকে সত্যিই বিব্রত করেছে)। আমি মানি, নিজের অনুভুতি প্রকাশ করার স্টাইল একেকজনের একেকরকম। কিন্তু একটি সামাজিক পরিবেশে আমাদের সামাজিকতা অবশ্যই শিখতে এবং প্রয়োগ করতে হবে। সামাজিক নিয়মের বাধ্যবাধকতায়, ইচ্ছে হলেই আমি আমার কোন বিশেষ শক্তির দাপট সামাজিক জীবনে দেখাতে পারবোনা। সামাজিক সৌজন্যপ্রকাশের দাবীতে অনেকে অন্য অনেকের রুঢ়তাকে হজম করে, কিন্তু সবাই তা করবে এমন আশাবাদ সম্ভবতঃ খানিকটা আযৌক্তিক এবং ডিমান্ডিং। আমি দুঃখিত, আপনার সহৃদয় আশাবাদ সত্বেও আমি রুঢ়তার জবাব রুঢ়তা দিয়েই দেই। এজন্য যদি আপনি আহতবোধ করেন, তবে বিশ্বাস করুন বয়োজ্যষ্ঠ হয়েও আপনার কাছে হাজারবার ক্ষমা চাইতে দ্বিধা করবোনা। একটি সামাজিক ফোরামে সামাজিক আচরনের অভাব নিয়ে যারা আসেন, সেটি তাদের ক্ষীন পশ্চাৎপট ও দুর্বল শিক্ষাশক্তির পরিচায়ক। সে ত্রুটি আমাদের পক্ষে সংশোধন করা সম্ভব নয়। চাইলে তার নিজেদের প্রকাশভঙ্গীর পরিবর্তন করতে পারেন।
আমি কখনোই আমার রাজনৈতিক অবস্থান লুকাইনি। আমি আওয়ামী লীগের রাজনীতি ধারন করিনা, কিন্তু একদিকে এদেশের জাতীয়তাবাদী আন্দোলনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বিশাল নিঃস্বার্থ অবদান স্বীকার করি এবং এখনো বিশ্বাস করি, বাংলাদেশকে একটি গনতান্ত্রিক, প্রগতিশীল এবং আর্থ-সামাজিক সাম্যের দেশে রূপান্তর করা আওয়ামী লীগের জন্যই সহজসাধ্য। আমি একই সাথে আপনাকে কৃ্তজ্ঞতা জানাই যে রাজাকার কোলে নিয়ে বসে আছি একথা আপনি বিশ্বাস করেন নি বলে 🙂
আমি আপনার সর্বাঙ্গীন কুশল ও সাফল্য কামনা করি। কামনা করি আপনার পারিবারিক শান্তি ও স্বাচ্ছল্য! ধন্যবাদ।
কালেরকণ্ঠ বলেছেনঃ
শ্রদ্ধেয় হৃদয়ে বাংলাদেশ- হ্যাপি নিউ ইয়ার। নিউ ইযার উদযাপনের মুহূর্তের একটি ছবি সহ একটা শুভেচ্ছা পোস্ট করেছিলাম। আগে কখনো ছবি পোস্ট করিনি তাই জানতাম না যে ছবিতে স্থান, সময় এবং ছবিটি আমি নিজে তুলেছিলাম কিনা ঐসব তথ্য উল্লেখ করতে হয়, সেই কারণে ব্লগ টীম পোস্টটি প্রকাশ করেনি। পড়ে যখন জানলাম তখন আর ওটা পোস্ট করা হয়নি। যাক সে কথা, এবার বলুন কেমন আছেন ? মন খারাপ করবেন না, পেশাগত ও পারিবারিক হাজারো ব্যস্ততার মধ্যেও সময় পেলেই এই ব্লগে আসি নিজের জ্ঞানের পরিধি একটু বাড়ানোর জন্যই। অন্য কোন ব্লগে লেখিও না, মন্তব্যও করি না। সম্ভবত এটাই একমাত্র ব্লগ যেখানে সুস্থ রাজনৈতিক আলাপচারিতা করা যায়, সেটাই আমার কাছে মূল আকর্ষণ। তবে মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই সেটা আবার প্রশমিতও হয়ে যাবে।
আমি এখনো আশাবাদী যে মির্জা তার ভুল বুঝতে পেরে আপনার উদ্দেশ্যে একটা সুন্দর মন্তব্য পোস্ট করবে। মির্জা আপনার সাথে রূঢ় আচরণ না করে আমার সাথে করলেও আমি এত বেশি মন খারাপ করতাম না। বিভিন্ন কারণে হয়তো মির্জা একটু আপসেট হয়ে থাকতে পারে তাই হয়তো …… কারণ মির্জাকে এতটা উত্তেজিত হতে কখনো দেখিনি।
মির্জা আমার ও আপনার কথোপকথন গুলো ভাল করে পড়ে কিছু একটা বলবে সেই পর্যন্ত খোদা হাফেজ।
ভালো থাকুন।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
একদা এই বঙ্গদেশটি ছিলো পরমত সহিষ্ণুতার আদর্শিক একটি দেশ হিসেবে সকল দেশের সেরা “আমার জন্মভূমি”। সেখানে আজ অনাকাঙ্ক্ষিত বহু দল-উপদলের পদভারে কম্পিত-শঙ্কিত-উতপাতের কান্ডকারখানা … 🙁 অসহ্য-বীতশ্রদ্ধ এবঙ উতকণ্ঠিত এমন “দেশটি কোথাও খুঁজে পাবে নাকো”-র দেশ … 🙁 এ যেন সুপ্রাচীন প্রবাদসম – “তোরে দেখতে নারি, তোরে ছাড়া বাঁচতে নারি” অবস্থা … 🙂 কোথায় আমার প্রিয় প্রাগৈতিহাসিক বঙ্গীয় গর্ভজাত অমল-সবুজ স্বভাব … 😯 খুঁজে বেড়াই তারে ….
নামে কি আসে যায়? বলেছেনঃ
[ব্যক্তি অবমাননামূলক মন্তব্য মুছে দেয়া হলো: ব্লগ টিম]
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
প্রিয় কালের কন্ঠ, কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে (অথবা ছবি পোস্ট করিতে?) আমরা ব্লগের অন্যসব নিয়ম মেনে যদি আমাদের সব কর্মকান্ড চালাতে পারি, তবে নিশ্চয় ছবি পোস্টও করতে পারি!
আমরা ভালো আছি। ২০১২ আরো অনেকের মতোই তেমন ভালো কাটলোনা, আশা করি ২০১৩ সাল তার সাথে অশুভ ১৩ নিয়ে সুপ্রসন্ন হাসি হাসবে। আশাতেই তো বাঁচন, নিরাশাতেই মরন।
আপনার খবর কি? আশা করি আপনার মূল লক্ষ্য পূরণে আরে দেরী নেই। আপনার সাফল্য কামনা করি। আরো কামনা করি আপনি যেন নির্বিঘ্নে (বিঘ্নটি কি তা একবার আমাকে জানিয়েছিলেন :)) আপনার কম্পিউটারের সামনে বসে আমাদের সাথে বেশী সময় কাটাতে পারেন। আপনার কাছ থেকে বিদগ্ধ ও সুস্থির আচরন যেন আমরা অনুকরন পারি!
এই ব্লগটি সহজে খুলছেনা। তাই আমি এই ব্লগে আপাততঃ আর মন্তব্য করতে আসছিনা। আশা করি, সব কিছু নতুন করে শুরু করতে পারবো।
কল্যানমস্তু।
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
বোন শিরীণ, আপনি কবি। আপনি সাহিত্যের ছাত্রী। আপনি ইতিহাসের মনোযোগী পাঠক। আপনি জানেন, কখনো কখনো সৌজন্যকে কেউ কেউ দুর্বলতা মনে করে যা সৌজন্য প্রদর্শণকারীর জন্য অপমানজনক। এই বাংলার সবচেয়ে শান্তিবাদী মানুষ শ্রীচৈতণ্যদেবকে আলাউদ্দিন হোসেইন শাহ’র নিয়োজিত এক কাজি এতো উত্যক্ত করেছিলেন যে শ্রীচৈতণ্যদেব ক্রোধান্বিত হয়ে খাস সিলটি ভাষায় বলে উঠেছিলেন, “খাজীর আজি খরিমু প্রলয়”। এবং সত্যই তিনি তার অনুসারীদের নিয়ে কাজির বাড়ী আক্রমন করেছিলেন। তাই, একথা বলা চলেনা যে শান্তির নামে চায়নীজ ক্রোকারিজের দোকানে উন্মত্ত ষাঁড়কেও (Raging bull in a china shop) আপোষনামা লিখে দিতে হবে! ভালো থাকুন।
ওম্ শান্তি।
নুরুন্নাহার শিরীন বলেছেনঃ
@হৃদয়ে বাংলাদেশ, জ্বী ভাইজান, এখানে আজকাল দলবাজির উত্যক্ততা অসহ্য। তথাপি, আপোষনামা নয়, লিখতে হবে উচিত কথা এবঙ যে দলের উচিত কথা পড়তে ভালো লাগেনা তারা তা পড়ে অযথা মন্তব্য / বাদানুবাদ / কটুক্তি করে যখন – তখনইতো কিছু না কিছু বলাই লাগে – তাইনা? সেই কথাই বলতে চেয়েছি মাত্র। আমার পোস্টে নিশ্চয় মাঝেমাঝে দেখেন – অযথাই ব্যাক্তিক দোষারোপ / দলবাজির দায় চাপিয়ে যা নয় তা বলাই চাই – কি আর করি – জবাব দিই – অথচ জবাবটি দিতেও কিন্তু মোটেও ভালো লাগেনা – তারপরেও দিতেই হয়। নইলে দায়ভার রয়েই যায়। সালাম, ভালো থাকুন।
রুবেল আলি বলেছেনঃ
চাপাতি শাকিলের সহকর্মী এর চেয়ে আর ভাল কী আচরণ করতে পারে?
তার বিরুদ্ধে যারা লেখছে তাদের কে যে চাপাতি কোপাইয়া আসে নাই এটাই তাদের ভাগগি………..
সুলতান মির্জা বলেছেনঃ
[অভব্য প্রকাশভঙ্গি অগ্রহণযোগ্য :ব্লগ টিম]
গরিবের দুলালচক্র বলেছেনঃ
[মন্তব্যের উস্কানি মূলক অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম]
আমার মনে হয় বিডি ব্লগটিমের উচিৎ হবে সভ্য ও আধুনিক লোকদেরই এখানে আসতে উৎসাহিত করা। কোনো পশ্চাদপদদেরই নয়। যে লোকটি এই চাপাতি দিয়ে খুন করার হুমকি দেয়, সে কি করে এখানে ঠাঁই পেতে পারে? বিডি ব্লগটিমকে ব্যাপারটি বিশেষভাবে ভেবে দেখতে বলি।
আমি কি এই খুনের হুমকি দেয়ার ব্যাপারগুলো র্যাবকে জানিয়ে রাখবো?
গরিবের দুলালচক্র বলেছেনঃ
[মন্তব্যের উস্কানি মূলক অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম]
আমার মনে হয় বিডিব্গটিমের উচিৎ হবে সভ্য ও আধুনিক লোকদেরই এখানে আসতে উৎসাহিত করা। কোনো পশ্চাদপদদেরই নয়। যে লোকটি এই চাপাতি দিয়ে খুন করার হুমকি দেয়, সে কি করে এখানে ঠাঁই পেতে পারে? বিডিব্লগটিমকে ব্যাপারটি বিশেষভাবে ভেবে দেখতে বলি।
আমি কি এই খুনের হুমকি দেয়ার ব্যাপারগুলো র্যাবকে জানিয়ে রাখবো?
গরিবের দুলালচক্র বলেছেনঃ
[মন্তব্যের উস্কানি মূলক অংশ মুছে দেয়া হল :ব্লগ টিম]
আমার মনে হয় বিডিব্লগটিমের উচিৎ হবে সভ্য ও আধুনিক লোকদেরই এখানে আসতে উৎসাহিত করা। কোনো পশ্চাদপদদেরই নয়। যে লোকটি এই চাপাতি দিয়ে খুন করার হুমকি দেয়, সে কি করে এখানে ঠাঁই পেতে পারে? বিডিব্লগটিমকে ব্যাপারটি বিশেষভাবে ভেবে দেখতে বলি।
আমি কি এই খুনের হুমকি দেয়ার ব্যাপারগুলো র্যাবকে জানিয়ে রাখবো?
সুলতান মির্জা বলেছেনঃ
বলিলেন রুবেল আলি……উত্তরে হয়ে উঠিলেন গরিবের দুলালচক্র….বেশ ভাল।
আপনি পরামর্শ চেয়েছেন কার কাছে ?
উত্তর যদি হয় আমার কাছে
তাহলে আমার পরামর্শ হচ্ছে……র্যাব এবার জানিয়ে রাখুন। সাথে নিজের আসল পরিচয় দিয়ে আইমিন আপনি জঙ্গীবাদ ও শিবিরের একজন কর্মী এই পরিচয়টা উল্লেখ করে দিবেন কিন্তু।
অনুরুধ বলেছেনঃ
এই ভাইরাস টা এখনো কী করে বিডি ব্লগে থাকে??????????????????
জাস্ট সে ভাইরাস…..ভাইরাস………….ভাইরাস সুলতান মির্জা ভাইরাস……….।
জাস্ট ঈগনোর এই ভাইরাসটাকে
সুলতান মির্জা বলেছেনঃ
অবশ্যই ভাইরাস কে ঈগনোর করতে হবে, এই ঈগনোর করবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যারা তারা……………….একটা রাজাকার ও তাদের দোসর থাকবে না।
থাকবে না জামাতি ভাইরাস, পেইড জামাতি ভাইরাস, ছুপা জামাতি ভাইরাস, জ্ঞানপাপী জামাতি ভাইরাস, সুশীল জামাতি ভাইরাস, নব্য জামাতি ভাইরাস।
আই থিংক ইউ আর হি……………………..জাস্ট…ঈগনোর….
গরিবের দুলালচক্র বলেছেনঃ
[উস্কানিমূলক আলোচনা ব্লগের চর্চার বিরোধী :ব্লগ টিম]
জাফরুল বলেছেনঃ
কালেরকণ্ঠ ও সুলতান মির্জা ভাই,
দেখেন এই পোস্টে ‘শ্লীলতাহানির ঠিক আগ মুহূর্তে (লিংক)‘ হৃদয়ে বাংলাদেশ ভাইয়ের ইঙ্গিতে আমাকে তীব্র ব্যাক্তিগত আক্রমন (মন্তব্য ২২)।
তাই দেখেন সুলতান মির্জা ভাই এর এই কথাটির সত্যতা (এই পোস্টের মন্তব্য ২২ .১): ➡ ‘সরি…..কোনও (দুই মুখী জ্ঞানপাপীর) সাথে আপোষ করার চিন্তা নেই।’
আমি কিন্তু হৃদয়ে বাংলাদেশ ভাই কে প্রথম থেকেই শ্রদ্ধা করি। এখন ও করি। কারণ উনি একটা হিসাবে বড় ভাই , আরো একটা উনি মুক্তিযোদ্ধা হিসাবে ব্লগে নিজেকে প্রকাশ করেছেন । উনি আমার একটি মুক্তিযোদ্ধা বিষয়ক পোস্টে গুরত্বপুর্ন ইনফরমেশন দিয়েছেন। তাই তাকে শ্রদ্ধা করেই যাব। উনি কানাডা থাকেন। তবে তার মত মানুষ বিদেশে খুব কম আছেন। যেমন আমার পাশেই থাকেন একজন মুক্তিযোদ্ধা ‘মাহবুবুর রহমান ভাই। উনি আমার চেয়ে ডাবল বয়সের বড়। হৃদয়ে বাংলাদেশ ভাইয়ের সাথেতো অনলাইন তর্ক বিতর্কেই যাই নি। আর মাহবুবুর রহমান ভাইয়ের সাথে প্রায়ই অনলাইন-অফলাইন তর্ক বিতর্ক হয়। মাহবুবুর রহমান ভাই এটাকে ভালো হিসাবেই গ্রহণ করেন। কারণ বিদেশেতো আমরা জানি ও মানি বয়সে ছোট হলেও কেউ আমার চেয়ে বেশি জানতে পারে, বেশি কর্মদক্ষতা থাকতে পারে, বেশি সৃষ্টিশীল চিন্তা চেতনা থাকতে পারে। চেহারা, আকার আকৃতির, বয়সের চেয়ে এখানে তাই পারফরমান্স বেশি গুরত্বপূর্ণ। কিন্তু দেখেন উনি বিদেশে থেকেও, উনি এটা শিখতে পারেন নি। উনি দেখেন প্রথমে আমার সাথে ভালো এটিচিউড করেছেন, কিন্তু হটাত করে উনার ১৮০ ডিগ্রীতে পরিবর্তন। আমি কিন্তু উনাকে এখন পর্যন্ত আঘাত দিয়ে কিছুই বলি নি। আমি জামায়াত ও জামায়াতকে প্রচ্ছয়দাতাদের বিরোধী (এমন কি তারা আমার বন্ধুসুলভ হলেও), এই কারণেই কি না ! হয়তবা এই মন্তব্যর পর উনি আবার আসবেন আমাকে আক্রমন করতে। কিন্তু আমি মনে করি , বয়সে ছোট হলেও উনার চেয়ে আমার মাথা ঠান্ডা আছে। আমি আর আসব না এই পোস্টে মন্তব্য লিখতে। ইচ্ছা করলে নিজেকে গোপন করে বেশি বয়সীদের মত মন্তব্য ও পোস্ট লিখে যেতে পারতাম। কিন্তু তা না করে সত ভাবে সবই বলে দিয়েছি। এতে করে অনেক যুক্তিহীন সংকৃনমনারা হয়ত সুযোগ পেয়ে গেছে। তবে এদের কে ডরায় না। কারণ আমি সত্সাহসে সবসময় যুক্তিগত সত্যকে জানানোর ও গ্রহণ করার জন্য প্রস্তুত (দুঃখিত : ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে ত কে অর্ধ ত করতে পারলাম না)।
ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
কালেরকণ্ঠ বলেছেনঃ
জাফরুল ভাই, ‘শ্লীলতাহানির ঠিক আগ মুহূর্তে’ পোস্টটি আমি পড়েছিলাম, তবে ওই ধরনের বিষয়ে আমি খুব একটা আকর্ষণবোধ করিনা বিধায় পোস্টটি আর ফলো করা হয়নি। তবে এই মাত্র ওই পোস্টে আপনার ও হৃদয়ে বাংলাদেশের মন্তব্য গুলো পড়লাম। আমি ভাই বিশ্লেষণে যাচ্ছি না, তবে হৃদয়ে বাংলাদেশকে আপনার অভিযোগের বিপক্ষে তার মতামত প্রকাশের অনুরোধ করতে পারি।
শ্রদ্ধেয় হৃদয়ে বাংলাদেশ, জানিনা আবারো আপনাকে এখানে টেনে আনা ঠিক হলো কিনা, তবে জাফরুলের অভিযোগটা খন্ডন করা উচিত বলে মনে হয়েছে। ভুল হয়ে থাকলে মাফ করবেন।