চলে গেলেন “মধ্যরাতের অশ্বারোহী”র নায়ক শ্রদ্ধেয় ফয়েজ আহমদ!

সুলতান মির্জা
Published : 20 Feb 2012, 09:59 AM
Updated : 20 Feb 2012, 09:59 AM

কি হবে আমাদের ? এক এক করে সব প্রিয় মানুষ গুলো এভাবে চলে যাচ্ছে কেন ? সারাদিন খুব ব্যস্ত ছিলাম, কিছুক্ষণ আগে যখন খবরটি শুনলাম বুঝতে পারছিলাম না আবার ও একটা ধাক্কা খেলাম কেন। আমার মনে আছে, স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের সময় মিডিয়া যখন হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করেছিল ফয়েজ ভাই তখন ছিলেন তারকা সাংবাদিক। তখন আমিই খুব ছোট ছিলাম। শুনেছিলাম ফয়েজ এর কথা গুলো ওই সময় থেকেই আমি এই মহান মানুষটার ভক্ত হয়ে গেলাম। বাংলা সাহিত্য আর একজন কিংবদন্তী কে হারালো, মিডিয়া হারালো একজন তারকা সাংবাদিক কে, আর আমরা হারালাম একজন `মধ্যরাতের অশ্বারোহী'র কিংবদন্তী চরিত্রকে।আর কোনদিন আসবে না উনি, মৃত্যুর আগে সন্দ্ধানী তে উনার চোখ, ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাকি দেহ দান করে গেছেন। শ্রদ্ধেয় ফয়েজ আহমদ বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক চিত্রটি নিজের মতো ফুটিয়ে তোলার গুণে ফয়েজ আহমদ দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। এই স্পষ্টবাদী সাহিত্যিক ও সাংবাদিক শ্রদ্ধেয় ফয়েজ আহমদ এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি এই শ্রদ্ধেয় ব্যক্তিটির রুহের মাগ্ফেরাত কামনা করছি।