১৯৭১ সালের মার্চ মাসে ইতিহাসের পাতা থেকে ছবি পোস্ট!

সুলতান মির্জা
Published : 2 March 2012, 02:11 PM
Updated : 2 March 2012, 02:11 PM

স্বাধীন বাংলাদেশের জন্ম লগ্নে মার্চ মাসের ভূমিকা অনেক যা একজন বাঙালি হিসেবে বলার এবং জানার অধিকার আমার আছে। প্রথমে লাল সালাম জানাই সেইসব বীর সন্তানদের যারা সে দিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে, পাকিস্তানীদের হাত থেকে বাংলা মা কে মুক্ত করতে নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। গভীর শ্রদ্ধাঞ্জলি ৩০ লক্ষ শহীদের রক্তের প্রতি, বিনম্য সমবেদনা জানাই ২ লক্ষ মা বোনের প্রতি। আজ লজ্জা হয় ঐসব হায়েনাদের দেখলে যারা বাংলাদেশ স্বাধীনতা লাভ করুক, তারা তা চায়নি। জানতে ইচ্ছা করে, তাহলে কেন তারা লাল বাত্তি ওয়ালা গাড়িতে চলাফেরা করে ? জানতে চাই তাদের কী কোনও লজ্জা বলতে কিছু নেই?

মহান স্বাধীনতা সংগ্রামের প্রথম দিকে

১৯৭১ সালের মার্চ মাসের এত কিছু গতেছে যা আমি বলে বা লিখে শেষ করতে পারব না। এই লেখার পরবর্তীতে বেশ কিছু পার্ট লিখব যেখানে হয়তো জানার মত অনেক কিছু থাকতে পারে। যা দেখলে লজ্জাবোধ করি, আমাদের তরুণ প্রজন্ম এখনো অনেকে জানে না সেই সব ইতিহাসের কিছু অংশ ও।

ছবি সুত্র:ইন্টারনেট