নারীর প্রতি সম্মান প্রদর্শনই হলো সভ্যতার মাপকাঠি!

সুলতান মির্জা
Published : 8 March 2012, 02:24 PM
Updated : 8 March 2012, 02:24 PM

আন্তর্জাতিক নারী দিবসে বাংলার সকল নারীদের প্রতি মাথা নিচু করে সম্মান প্রদর্শন করলাম।

নারী আমার মা, বোন, আবার বউ, কখনো বা বান্ধবী, আবার সহকর্মী। তাছাড়া এই মুহূর্তে রাষ্ট্রের পহেলা ব্যাক্তি থেকে শুরু করে সর্বনিন্ম গার্মেন্টস শ্রমিক পর্যন্ত নারী ভূমিকার জয় জয়কার।

নারী নিয়ে জনপ্রিয় লেখক হুমায়ুন আযাদের একটি বই ছিল, সেখানে নারীদের বলা হয়েছে নারী হতে, নারী হয়ে থাকতে, নারী হতে হলে তার থাকতে হবে বিশেষ গুণাগুণ যাকে বলা হয় নারীত্ব। নারী মানেই হলো কখনো স্ত্রী, কখনো মা, কখনো অসহায় রোগীর সেবিকা, যার কোনও ক্লান্তি নেই। সে সর্বদা অন্যের মুখে হাসি ফুটিয়ে চলতে ভালোবাসে।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি নারীরা কখনো ইচ্ছা করে ছলনাময়ী হয় না পুরুষরা নারীদের কে ছলনাময়ী করে তুলে। নারীদের হাসি খুশি জীবন কামনা করি আমি সব সময়। নারী সুখে থাক সবসময়।