আমাগো ধন্যবাদ ফেরত দে আওয়ামীলীগের বাচ্চারা। ধন্যবাদ দিয়া ভুল করছি ….আর এমন ভুল করুম না…………..হা হা হা মির্জা ফখরুল কী বলে….লোকটা বুঝি একেবারে পাগল হয়ে যাবে খালেদা জিয়ার বুদ্ধিতে। আগে জানতাম মানুষ টাকা ফেরত চায়, সম্পদ ফেরত চায়। আর আজকে বিএনপি ধন্যবাদ ফেরত চাইল। জটিল মজা পাইলাম। খুশিতে হাসতে পারতেছি না।
মির্জা ফখরুল বলেছেন যা বিডি নিউজ ২৪ মারফত তা কিছুটা জানতে পারিলাম,
“সমুদ্র জয় যেভাবে সারাদেশকে নাড়া দিয়েছে, তাতে আমরা বিভ্রান্ত হয়েছিলাম। প্রথমে না জেনে সরলভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। পরে আমরা যখন বিষয়টি জানলাম, তাতে মনে হয়েছে পুরোটাই শুভঙ্করের ফাঁকি। এখন উই স্ট্যান্ড কারেকটেড।”
“আমরা সব কিছুর রাজনীতিকীকরণ করতে চাইনি বলেই বিরোধী দলীয় নেতা সংসদে সরকারকে এবং আমি নিজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতাদের ধন্যবাদ জানিয়েছিলাম। আমরা মনে করেছি, সত্যিই সমুদ্র বিজয় হয়ে থাকলে সরকারের ধন্যবাদ প্রাপ্য।”
১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ের পর সঠিক তথ্য-উপাত্ত না জেনেই তারা ধন্যবাদ জানিয়ে বসেছিলেন, যা এখন ‘সংশোধন’ করছেন তারা।
সংশোধিত ফর্মুলা হল আমাদের ধন্যবাদ ফেরত দিন……নইলে আন্দোলন। এখন একটা কথা মনে পড়ে গেল যা না বলে থাকতে পারছি না যেমন তা হলো তেমন
মির্জা ফখরুল এর প্রভুভক্তি মোল্লা সল্ট এর বিজ্ঞাপন ফেল!
একদা খালেদা জিয়া বলিলেন, বুঝিলে ফখরুল অনেক চিন্তা করিয়া দেখিলাম, সূর্য আসলে পশ্চিম দিক থেকে উঠিয়া পূর্ব দিকে অস্ত যায়……ফখরুল বলিলেন জ্বি ম্যাডাম…..জ্বি ম্যাডাম আমি ও ভেবেছিলাম সূর্য পশ্চিম দিক থেকে উঠিয়া পূর্ব দিকে অস্ত যায়। কিছুক্ষণ নিরব থাকিয়া পুনরায় খালেদা জিয়া বলিলেন শুন ফখরুল আসলে সূর্য পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিম দিকে অস্ত যাইতে দেখেছিলাম, ফখরুল পুনরায় একমত পোষণ করিয়া বলিলেন জ্বি ম্যাডাম আমার ধারনা টা ও এমনি ছিল সূর্য পূর্ব দিক থেকে উঠিয়া পশ্চিম দিকে অস্ত যায়।
একেই বলে রাজনৈতিক সংস্কৃতি আমাদের উন্নতি ঠেকায় কে? আজব দেশ আজব আমাদের নেতা বাহিনী যাদের কাছে চার্লি চাপলিন তো ফেল মারবই…..মি.বিন এর খবরই নাই।
জাহেদ-উর-রহমান বলেছেনঃ
সুলতান, ওই ঘটনায় সরকারকে বিএনপি’র ধন্যবাদ জানানোটা কিন্তু সবাই খুব ভালভাবে নিয়েছিল – এই দেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতির একটা বিরল উদাহরন ছিল সেটা। কিন্তু হায়! এটা কী বলছে তারা এখন!
সুলতান মির্জা বলেছেনঃ
বলছে কী জাহেদ ভাই এটা ঠিক না বলেন কী বলতে বাকি রেখেছে। নীলজ্জ একটা বেহাইয়ার মতো কথা বলে শুধু নিজেদের আসল চরিত্র তা কে বিসর্জন দেইনি, রীতিমতো হাস্য সম্পদে পরিণত করেছে নিজেদের। বলি কী এক হাতে তালি বাজে না। এই বার শেখ হাসিনার ক্ষমতার শুরুটা বেশ ভাল ছিল বলে মনে করি। কথা বার্তাতে শালীনতা ও ছিল কিন্তু এইসব কিছু আহাম্মক রাজনীতিবিদের কারণে শেখ হাসিনার কথা বলার ভাষা পরিবর্তন হয় গেছে। ধন্যবাদ ভাই আপনাকে।
পাগল মন বলেছেনঃ
সবার ধারনা , আমরা যে যায় করি না ক্যানও ভোট তো পাবই ………।
হায়রে মফিজ জনগণ …………….। আমরা মফিজ , সবাই মফিজ …………
সুলতান মির্জা বলেছেনঃ
পাগল মন, বিদ্যুত্ নিয়ে পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।
আর বলি কী শুধু মফিজ বললে বড় খালি খালি লাগে
আমরা হলাম মফিজ দ্যা গ্রেট
ধন্যবাদ ভাল থাকবেন।
এস.এম.আখিউজ্জামান মেনন বলেছেনঃ
😆 😆 😆 😆 😆 😆 😆
সুলতান মির্জা বলেছেনঃ
😳 😳 😳 😳 😳
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
আসলে যখনই বিএনপি কোন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চায়, তখনই দলের ভেতরে ঘাপটি মেরে থাকার তা বানচাল করে। একই কথা দুধে ধোওয়া আওয়ামী লীগের জন্যও খাটে। তবে এবার যে কেলেঙ্কারীটা বিএনপি করতে যাচ্ছে, তা আমাদের দুর্গন্ধময় রাজনৈতিক নর্দমায় নতুন দুর্গন্ধ যোগ করবে। রুমাল চাই, রুমাল?
সুলতান মির্জা বলেছেনঃ
বস, রুমাল পাব কই ? এখন তো টিস্যু পেপারের যুগ চলছে যদি বলেন এক ট্রাক পাঠিয়ে দিতে পারি।
তারপর কেমন আছেন ? ওহ আপনার ইমেইল এর ঠিকানা তা দিবেন দয়া করে। বা unicafe@bracnet.net এই ঠিকানায় একটা মেইল করবেন আপনার মোবাইল নাম্বার টা দিয়ে।
Majed বলেছেনঃ
একটা কবিতার লাইন মনে পড়ে গেল:
সাহেব কহেন : চমত্কার
মোসাহেব কহেন: চমত্কার তো হতেই হবে, সাহেবের মতে অমত কার?
সুলতান মির্জা বলেছেনঃ
এটাই আমাদের তোষামোদের নমুনা মাজেদ ভাই,
ভাল থাকবেন।
বাংগাল বলেছেনঃ
মির্জা সাহেবের পরিণতি যে খন্দকার সাহেবের মত হবে এই ভবিষ্যতবাণী আমি বেশ আগেই করেছিলাম | ধীরে ধীরে ……….
সুলতান মির্জা বলেছেনঃ
বাংগাল ভাই, কোন মির্জা ফখরুল না সুলতান একটু বলবেন আমাকে ?
অনেক ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
বাংগাল বলেছেনঃ
সুলতান ভাই হাসালেন আমাকে , মন্তব্য টাইপ করার সময় ভুলেই গিয়েছিলাম আপনিও যে মির্জা …. 😆 😆 😆 😆 😆 😆
সুলতান মির্জা বলেছেনঃ
আবারও ধন্যবাদ আপনাকে !
জাগো বাহে জাগো বলেছেনঃ
”হুজুর বলেন চমৎকার।
চমৎকার সেতো হতেই হবে হজুরের মতে অমত কার?”
এই জী হুজুরের সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্রথম ভেবেছিলাম কিছুটা পরিবর্তন এর ছোঁয়া লেগেছে বোধহয়। কিন্তু কয়লা ধুলে তো ময়লা যায় না।
সুলতান মির্জা ভাই, এ যেন আমাদের স্বভাব জাত বৈশিষ্ট্য হয়ে গেছে। এতো সহজে এর থেকে উত্তরণ ঘটবে বলে মনে হয় না।
ধন্যবাদ।
সুলতান মির্জা বলেছেনঃ
জাগো বাহে জাগো ভাই ধন্যবাদ আপনাকে
আমি চিন্তায় পড়ে গেছি
এখন যদি না আবার এই ধন্যবাদ ফেরত পাওয়ার জন্য
আন্তর্জাতিক আদালতে বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করে। তখন কী হবে ? আর শেখ হাসিনা কী করে এই ধন্যবাদ ফেরত দিবে বলন তো ?
ভাল থাকুন ।
সত্য কথক বলেছেনঃ
হা হা হা, মন্তব্য এবং প্রতিমন্তব্যগুলো পডে অনেক মজা পেলাম।
আর হ্যা, লেখককে ধন্যবাদ। আমিও অপেক্ষায় আছি আরো নতুন কিছু তামাশা দেখা’র অপেক্ষা।
সুলতান মির্জা বলেছেনঃ
আপনার খুশিতে আমি ও বেশ খুশি ! ধন্যবাদ সত্য কথক আপনাকে মন্তব্যের জন্য। ভাল থাকুন।
Hasan বলেছেনঃ
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে বাংলাদেশের জয়ের বিষয়ে সরকার, সংসদে মাননীয় বিরোধী দলীয় নেত্রী কর্তক সরকারকে ধন্যবাদ দেওয়া ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাহেবের বক্তব্য এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য/পরবর্তিতে সরকারকে ধন্যবাদ ফিরিয়ে দিতে বলা বিষয়গুলো মিলছেনা ৷ অর্থাৎ সরকার দেশ বিক্রী করে দিলেও সেটা আমাদের (বিরোধী দল সহ) বুজতে অনেক সময় লাগবে/লাগছে ৷ আমার মনে হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের বিষয়টি নিয়ে ২০০৯ সালের পূর্ব হতেই বিস্তারিত ভাবে স্টাডি করা এবং তথ্য সমুহ মিডিয়াতে বিস্তারিত ভাবে প্রকাশ করা উচিৎ ছিল ৷ প্রকৃতপক্ষে এ বিষয়ে বিএনপির কোন পূর্ব পরিকল্পনাই ছিল না বরং তারা সুবিধা বুঝে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলছেন অর্থাৎ উনারা দেশ বিক্রী হওয়ার পরে চিন্তা করছেন, আমরা কি এধরনের রাজনৈতিকদের উপর আস্তা রাখতে রাখতে পারি নাকি রাখা উচিত ৷ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরা এখন দেশ বিক্রির দায় কাকে দিবেন মন্ত্রনালয়কে না কি আওয়ামী সরকারকে দেখার অপেক্ষায় রইলাম। বিএনপি যদি আওয়ামী কুটনীতি বুজতে না পারে তবে তারা কিভাবে বিদেশীদের কুটচাল বুজবে, তারা কিভাবে দেশ চালাবে ৷ দেশ বিক্রি হয়ে যাওয়ার পর বুঝে কি লাভ ? ফখরুল সাহেবদের ভুলের জন্যই আমাদের তালপট্টি দ্বীপটি কিন্তু ভারত নিয়েনিতে পেরেছিল, এবিষয়ে বিএনপি কিন্তু দীর্ঘ ৩৫ বৎসরে কোনকিছুই করতে পারে নাই ৷ আমার মনে হয় বিএনপির উচিৎ ফখরুল সাহেবকে ভাল ভাবে ট্রেনিং দিয়ে দেশ চালাবার মতন উপযোগী করে তৈরী করা ৷ অন্যথায় ক্ষমতার পালাবদল হয়ত হবে কিন্তু দেশের অবস্থা দিনদিন আরোও খারাপ হবে ৷
সবার জন্য শুভ কামনা ৷
সুলতান মির্জা বলেছেনঃ
হাসান ধন্যবাদ, আপনাকে মন্তব্যের জন্য।
এমরান বলেছেনঃ
ভাই,
আমরা হইলাম ছাগল, তারা হইল রাম। মিলে সবাই রামছাগল। আর এই রাম ছাগলের বেশে এসব তারা করবেই। আমরা যত দিন মানুষ হতে না পারব ,তত দিন এদের ফাজলামি শোধরাবার নয় । তাই এসব প্রসঙ্গে আর ও বেশি লিখুন। অনেক ভাল থাকুন।
সুলতান মির্জা বলেছেনঃ
ধন্যবাদ সবাইকে মন্তব্যের জন্য !
সুলতান মির্জা বলেছেনঃ
ঠিক বলেছেন ভাই অনেক করে বড় একটা ধন্যবাদ আপনার জন্য।