গণ অনশন নাকি গণ অনশনের গণ প্রহসন?

সুলতান মির্জা
Published : 20 May 2012, 10:35 AM
Updated : 20 May 2012, 10:35 AM

বরাবর শুনে আসছি মানুষ কোন একটা দাবি পুরনের জন্য আমরন অনশন করে যতক্ষন না দাবি আদায় তয় ততক্ষন অনশনে থাকে। কিন্তু বর্তমানে দেখছি সকালের খাওয়াদাওয়া শেষে ভরা পেটে লোক দেখানোর জন্য জমায়েত করা আবার বিকেলে যখন ক্ষুদা লাগে তখন ঘরে চলে যাওয়া কে অনশন এর নাম দেয়া হচ্ছে। এমন অনশন বাংলার প্রতিটা মানুষ নিত্য দিন করে থাকে। অতএব একে গণ অনশন বলা যাবেনা এটা হচ্ছে অনশনের গণ প্রহসন। লোক হাসানো গণ নাটক।

বেগম খালেদা জিয়াকে বলছি, অনশনে লাভ নেই, অনশনে হবে না,
মনে করুন, ২০০১-২০০৬ পর্যন্ত কী করেছিলেন। কিছু টক-শো আর কিছু বুদ্ধিজীবীদের কথা মালায় যদি আপনি মনে করে থাকেন আপনার ক্ষমতা আসন্ন তাহলে ভুল করবেন। কারণ আপনার সাথে রয়েছে জঙ্গিবাদ এর গডফাদাররা।

ওয়াদা করুন:
*জামায়াত কে জোট থেকে বাদ দিবেন
*আপনার শাসনামলের আপনার দলের দুর্নীতিবাজ নেতা দের দল থেকে মনোনয়ন দিবেন না
*সুশাসন নিশ্চিত করবেন
*আর পূর্বের সকল ভুলভ্রান্তির দায় নিজের কাধে নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবেন।

আসলে আপনারা কী মনে করেন ? কী একটা ইস্যু নিয়ে আপনি গণ-অনশনে যাচ্ছেন আপনি কখনো চিন্তা করেছেন ?
আপনার নির্দেশে আপনার দলের নেতা কর্মীরা বাস পুরেছে, মানুষ হত্যা করেছে, এখন মামলা হয়েছে তারা জেলে গিয়েছে। আপনি তাদের মুক্ত করতে এই অনশনে যাচ্ছেন।
আজকে খুব খুশি হতাম যদি এমন হতো আপনি দেশের কোনও মঙ্গলকর কাজের জন্য, দেশের জনগণের ভালোর জন্য অনশনে যাচ্ছেন তাহলে সত্যি বলতাম আপনি দেশনেত্রী। এখন মনে হচ্ছে আপনি হলেন নিজ নেত্রী, যে শুধু নিজের ভাল-মন্দটা খুব ভাল করে বুঝেন।

উদাহরণ:
*আপনার বাড়ি গেল আপনি হরতাল করলেন।
*চৌধুরী আলম গেল আপনি হরতাল করলেন।
*ইলিয়াস আলী গেল আপনি হরতাল করলেন।
*আগামীতে কী করে নিশ্চিত জয় লাভ করা যায় তার জন্য আপনি হরতাল করলেন।

একবার ভেবে দেখবেন কী ?
*গত সাড়ে তিন বছরের মধ্যে ডিজেল-পেট্রোল এর দাম বেড়েছে আপনি কয়বার হরতাল ডেকেছেন ?
*নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে আপনি কয়বার হরতাল ডেকেছেন ?
*সড়কের বেহাল দশা আপনি এই গুলো নির্মাণের জন্য কয়বার হরতাল ডেকেছেন ?
*সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে কয়বার হরতাল ডেকেছেন ?
*শেয়ার বাজারের অসহনীয় লুটপাট হয়েছে আপনি হরতাল ডেকেছেন কয়বার ?

উত্তর দিতে পারবেন ?

পারবেন না কারণ আপনার কাছে সেই উত্তর নেই। এখন আজকে আপনি করবেন গণ-অনশন এর নামে গণ-প্রহসন। দারুন আপনাদের মজ্জা গিরি।

জনগণের সাথে প্রতারণা। আমাদের শুনতে হচ্ছে।

আমরণ অনশন ! বলে কি ! পাগলে পাইছেনি আমারে ! পাবলিকের জন্য মরি আরকি!

হরতাল দেই, সেটা আলাদা কথা। দুই চারজন পাবলিক মারা যায়। মামুলি ব্যাপার।

কিন্তু আমরণ অনশণ ???

এই সব গণ ধোকাঁবাজি ছাড়ুন, জনগনের সাথে প্রতিজ্ঞা করুন ভাল হয়ে যাবেন। দেখবেন জনগণ আপনাকে আবার প্রধান মন্ত্রী বানাবে।

না হলে আপনার আন্দোলনই শুধু থাকবে।