
বিডি ব্লগ আর বিডি নিউজ কে আলাদা করে দেখার কোনও অবকাশ নেই। বিডি ব্লগে নিয়মিত লেখার সুবাদে বিডিনিউজ কে খুব আপন করে নিয়েছি। আজ আমাদের সেই অতি আপনজন সহসম্পাদক রিফাত নওয়াজ,প্রতিবেদক সালাউদ্দিন ওয়াহিদ প্রীতম,অফিস সহকারী রুহুল আমিন ভাই দের রক্তে রঞ্জিত হলো বিডিনিউজ এর অফিস। শংকিত আমরা এর পর কার পালা ? কে হতে যাচ্ছে পরবর্তী শিকার ? কার রক্তে রক্তাত্ত হবে গণমাধ্যম ? উত্তর নেই। কে দিবে এই উত্তর ?
বিডি নিউজ এর উপর এই হামলার প্রতিবাদ জানাচ্ছি। আহত সাংবাদিক ও অফিসকর্মীর আরোগ্য কামনা করছি।
প্রশাসনের কাছে অনুরোধ এই বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যমটির দিক বিবেচনা করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। পাশাপাশি মনে রাখতে হবে রাষ্টের জনস্বার্থে, রাষ্টের কল্যাণে নিরপেক্ষ এই অনলাইন ভিত্তিক গণমাধ্যম এর প্রয়োজনীয়তা অপরিসীম। তাই কোনও প্রহসন নয়, দেখতে চাই না কোনও ছলচাতুরী। দেখতে চাই বিডি নিউজ এর অফিস যারা রক্তাত্ত করেছে তারা যারাই হোক, যত বড় হোক তাদের পরিচয়, যেন কোনও ভাবে কোনও টালবাহানায় তারা পার পেয়ে না যায়।
শুধু তাই নয় সকল কিছুর উর্ধ্বে থেকে প্রশাসন কে দেশবাসীর কাছে প্রমাণ উপস্থাপন করতে হবে রাষ্ট্রীয় মদদে বিডিনিউজ এর অফিসে কোনও সন্ত্রাসী কার্যকলাপ ঘটেনি। এটাই হবে প্রশাসনের আগামীদিনের চ্যালেঞ্জ। এই প্রত্যাশা করি প্রশাসনের কাছে।
আব্দুর রহমান বলেছেনঃ
বাংলাদেশ আর আফ্গান্স্তানের মধ্যে পার্থ্যকটা কোথায়? গণতন্ত্রর ফালতু বুলি বন্ধকরে মানুষের নিরাপত্তা দিন. এই গণতন্ত্রের দরকার নাই.
সুলতান মির্জা বলেছেনঃ
সুস্থ গণতন্ত্রের বিষয়ে আপনার পরিস্কার মতামত কী ?
হৃদয়ে বাংলাদেশ বলেছেনঃ
“……সকল কিছুর উর্ধ্বে থেকে প্রশাসন কে দেশবাসীর কাছে প্রমাণ উপস্থাপন করতে হবে রাষ্ট্রীয় মদদে বিডিনিউজ এর অফিসে কোনও সন্ত্রাসী কার্যকলাপ ঘটেনি।” এটি সকলের দাবী। ধন্যবাদ সুলতান মির্জা।
সুলতান মির্জা বলেছেনঃ
ধন্যবাদ আপনাকে। আশা করব প্রশাসন আমাদের জনদ্বাবি রক্ষা করবে। এবং সাংবাদিক সমাজ কে রক্ষার কল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। ভাল থাকুন।
সুলতান মির্জা বলেছেনঃ
@হৃদয়ে বাংলাদেশ, বিষয়টা যা মনে করেছিলাম আসলেই তা ছিল না। তবে খুব কষ্টদায়ক ছিল।
ধন্যবাদ আপনাকে।
মুহাম্মদ আমিনুল আবেদীন বলেছেনঃ
সন্ত্রাসী হামলা একটি কাপুরুষোচিত কাজ। এটা কোন অবস্থায় শোভনীয় নয়। এ ব্লগটির মাধ্যমে সরকার ও বিরোধী দল উভয়ের লাভ হচ্ছে। কারণ,এখানে সবাই যার যার মতামত ইচ্ছা মত প্রকাশ করে প্রকৃত গণতন্ত্রের চর্চা করে বাস্তব বিষয়টি উঠে আসছে। তাতে সত্য বেরিয়ে আসছে। এর মাধ্যমে সরকার,বিরোধীদল, জনগণ সবার কল্যাণ আসবে। আর কোন পক্ষ যদি তাদের ক্ষতি হচ্ছে ভেবে এ কাজটি করে থাকে, তাহলে বড় ভুল করবে। কারণ এতে করে আর একটি খারাপ কিছুর সৃষ্টি হবে। ‘৭১ এ পাকিস্তানী শাসক গোষ্টি যেমন স্বাধিকারকে দাবায়ে রাখতে গিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, তেমন কিছু ঘটে যেতে পারে।
মির্জা ভাই,
আপনার এ উক্তির যথার্থতা প্রশাসন প্রমাণ করুন। এ সরকার ধর্মীয় জঙ্গীবাদ রুখতে পেরেছে সত্য। কিন্তু এ সন্ত্রাসবাদ রুখতে না পারলে সব কিছু তলিয়ে যাবে। তাই আপনার সাথে সুর মিলিয়ে অতি শীঘ্র দোষীদের চিহ্নিত করে যথোপযুক্ত শাস্তির জোর দাবি জানাচ্ছি।
সাধুবাদ, কালের প্রতিবাদের জন্য।
সুলতান মির্জা বলেছেনঃ
@আমিনুল ভাই মন্তব্য করার জন্য ধন্যবাদ, আসলে একটু ব্যস্ত থাকার কারণে দেরি হয়ে গেল মন্তব্যের প্রতিউত্তর দিতে। যারাই এই কাপুরুষোচিত গঠনাটি গঠিয়েছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আশা প্রকাশ করছি সরকার দল মতের উর্ধে থেকে সুষ্ঠ তদন্ত করে বিচার নিশ্চিত করবে।
ভাল থাকুন।
সিনথিয়া বলেছেনঃ
সরকার তদন্ত করুক চাই না করুক , বিচার করুক চাই না করুক । তদন্ত / বিচার এগুলুর দাবী ও করি না । যা পাব না জানি , তা চেয়ে কী লাভ । বিডি নিউজ কে বলব শিগ্রই যেন অফিস এ CCTV ক্যামেরা লাগানোর বেবস্থা করেন , প্রবেশ পথ ও করিডোর গুলু তে । আর্থিক ডোনেশন দিতে চাই এই কাজে সামান্য হলেও । মনে প্রাণে চাই আমার প্রিয় ব্লগ (বিডি ব্লগ ) টি টিকে থাকুক মাথা উচু করে আজীবন।
সুলতান মির্জা বলেছেনঃ
বিডি ব্লগ ও বিডি নিউজ থাকবে আশাপ্রকাশ করি। ধন্যবাদ আপনাকে।
Milton Biswas বলেছেনঃ
বিডিনিউজ-এর কার্যালয়ে সন্ত্রাসীরা যেভাবে হামলা চালিয়ে সংবাদকর্মীসহ অন্যদের রক্তাক্ত করেছে তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। এই অনলাইন নিউজ সার্ভিসটি প্রতিদিন সকালে আমি দেখে থাকি; কখনো সারাদিন একাধিকবার ভিজিট করি; আপডেট জানার জন্য। আজ রক্তমাখা চত্বর দেখে হতবিহ্বল হলাম। সংবাদকর্মীদের আমার শুভ কামনা জানাই; সুস্থ হয়ে উঠুন দ্রুত। আর সন্ত্রাসী হামলাকারীদের ধরে শাস্তি প্রদান করার দায়িত্ব রাষ্ট্রের; সেই দায়িত্ব পালনে সফলতা দেখতে চাই আমরা।
সুলতান মির্জা বলেছেনঃ
সহমত আপনার সাথে। ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকুন ।
rubel বলেছেনঃ
যখন দেশের প্রধানমন্ত্রী বলেন মিডিয়ার উপর দৃষ্টি দিয়ে যে, টক শো এখন বেশী টক হয়ে গেছে তখন তো এমন ঘটনা ঘটতেই পারে।
সুলতান মির্জা বলেছেনঃ
কিছু হলুদ সাংবাদিকদের কর্মের খেসারত দিতে হচ্ছে সত্ ও নিষ্ঠাবান সংবাদ কর্মীদের।
ধন্যবাদ।
সাহেদ বলেছেনঃ
আমি একজন বিডিনিউজ২৪ এর নিয়মিত পাঠক ও ভক্ত। দেশের সব হামলা মিলে আমি যতটুকু কষ্ট পাইনি তার বেশী কষ্ট পেলাম এই বিডিনিউজ২৪ এ হামলাতে। এর প্রতিবাদ জানানোর মত ভাষা আমি হারিয়ে ফেলেছি। বিডিনিউজ২৪কে শান্তনা দেওয়া মানে মিথ্যে শান্তনা দেওয়া,তাতেও মন ভরবেনা। এ অবস্থায় আমার প্রশ্ন,
-আর কবে আমাদের মাঝে মূল্যবোধ সৃষ্টি হবে?
-আর কত বছর আমরা মূর্খ জাতি থেকে যাব?
– আর কত বছর এ দেশে প্রগতিশীল, অসাম্প্রদায়িক, ও নিরপেক্ষ ব্যাক্তি ও প্রতিষ্ঠানগুলি এ ভাবে নির্যাতিত হবে??
তবে আমি এটা হলপ করে বলতে পারি, যে বা যারা এই নেক্কারজনক কাজ করেছে বা করিয়েছে, সেটা যে উদ্দেশেই হউক না কেন, তাদের সে আশা কক্ষনো পূরণ হবে না। পারবেনা বিডিনিউজ২৪ এর ধারাকে সামান্যতম বিচলিত করতে। হয়তবা সামান্য কষ্টে ফেলে দিল।
তবে এইটা বলা যায়, এই হামলা যদি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে হয়, তবে সেটা প্রথম আলোর সংবাদিকদের যারা করেছে, তারই ধারাবাহিতায় এই হামলা করা হয়েছে। আর বর্তমানে কোন অপরাধীদের বাঁচানোর জন্য কারা দেশকে অস্থিতিশীল করতে ব্যস্থ , সেটা সবায় জানে। যদি রাজনৈতিক উদ্দেশে হয়, তবে যারা রাস্তা ঘাটে জিবিত মানুষকে পুড়িয়ে মারে তাদেরই কাজ এইটা। কারন তারা এখন কালো নেশায় মগ্ন।
সুলতান মির্জা বলেছেনঃ
@ সাহেদ, আমি ও আপনার সাথে একমত প্রকাশ করছি।
ধন্যবাদ আপনাকে ।
রাসেল বলেছেনঃ
@সাহেদ, আমারও মনে হয় বিএনপি-জামাত যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য!
সুলতান মির্জা বলেছেনঃ
@ রাসেল, একমত । ধন্যবাদ মন্তব্যের জন্য।
সুলতান মির্জা বলেছেনঃ
@রাসেল, ব্যাপারটা যা বুঝা গেল এটা ছিল অনাকাঙ্ক্ষিত একটি গঠনা মাত্র। ধন্যবাদ।